নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

"পোস্ট টি শুধুমাত্র মেয়েদের জন্য"- লিখাটি ফেইসবুকে জনাব মাহবুব হাসান এর লিখা।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৮

"পোস্ট টি শুধুমাত্র মেয়েদের জন্য"- লিখাটি ফেইসবুকে লিখেছেন জনাব মাহবুব হাসান। লিখাটি সময়োপযোগী হবার কারনে শেয়ার করলাম সামুতে। মেয়ে বন্ধুরা....... সাবধান এর কোন বিকল্প নেই। ভালো থাকুন নিরন্তর।



মাহবুব হাসান

+++++++++++



পোস্ট টি শুধুমাত্র মেয়েদের জন্য। লিস্টের সব বন্ধু এবং আপুদের প্রতি অনুরোধ রইলো, অনলাইনে নিজেরা নিরাপদে থাকতে, পরিবার এবং কাছের মানুষদের নিরাপদে রাখতে পোস্ট টি ফলো করুন এবং সর্বোচ্চ শেয়ার করে সবাইকে সচেতন করুন।



বাস্তব ক্ষেত্রে যেখানে মেয়েরা প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই বাধা এবং ঝুঁকি নিয়ে চলে, অনলাইনে তার থেকেও বড় ঝুঁকির মধ্যে থাকতে হয়।

বাস্তব ক্ষেত্রে অনেকটাই সামাল দেওয়া সম্ভব হয়, কিন্তু অনলাইনে যে ধরণের হ্যারাজমেন্টের মুখোমুখি মেয়েরা হচ্ছে, সেগুলো সামাল দেওয়া অনেক কঠিন। কারন বেশিরভাগ ক্ষেত্রেই আইডেন্টিটি পাওয়া যায়না।



কিছুদিন আগে লিস্টের এক ছোট বোনের ছবি নিয়ে নোংরা ছবির সাথে এ্যাড করে ইন্টারনেটে ছড়ানো হয়েছে। শুধু ও নয়, এরকম ভিক্টিম আরো অনেক মেয়েই আছে। ভয়ানক ব্যাপার হলো, সেই মেয়েগুলো এমন কি জানেও না যে তার ছবিটা নোংরা পেজের নোংরা ছবির সাথে জুড়ে দেওয়া হয়েছে! তাই নিজে এমন পরিস্থিতির মুখোমুখি হবার আগেই সতর্ক হোন। পোস্ট টিতে অনলাইনে নিরাপদ থাকার জন্য কিছু আইডিয়া শেয়ার করেছি। ফলো করলে ঝুঁকির মাত্রা অনেকটাই কমাতে পারবেন এবং নিরাপদে থাকতে পারবেন এতে সন্দেহ নেই।



ডিএসএলআর এর ঝকঝকে ছবি দিয়ে "আপু খুব কিউট লাগতেছে, হট লাগতেছে, জোস লাগতেছে" টাইপ কমেন্ট পেতে অনেকের ই খুব ভাল লাগে।



লাইক-কমেন্টের চেয়ে নিজের সম্মান এবং নিরাপত্তাকে আগে প্রাধাণ্য দিন। নয়তো নিজের নির্বুদ্ধিতার জন্য পরে হাজার কেদেও লাভ হবেনা।



‪#‎সতর্কতা_একঃ‬



অনলাইনে ছবি আপলোড দেবার সময় ছবির কোয়ালিটি এবং রেজ্যুলিশন যতটা সম্ভব কমিয়ে দিন। মূলত ভাল রেজ্যুলিশন এবং ভাল কোয়ালিটির ছবিগুলো এডিট করা সহজ, কিন্তু ছবির কোয়ালিটি খারাপ হলে সেটাকে এডিট করে নোংরা ছবির সাথে জুড়ে দেওয়া অনেক কষ্টসাধ্য এবং কঠিন। ছবির কোয়ালিটি এবং রেজ্যুলিশন কমানোর জন্য অনেক স্মার্টফোনেই এডিটের অপশন থাকে, পিসির জন্য Riot নামের ছোট্ট সফটওয়্যার টি ব্যবহার করতে পারেন।



‪#‎সতর্কতা_দুইঃ‬



ছবি আপলোডের সময় সম্ভব হলে প্রাইভেসি সেটিংস অনলি মি অথবা ফ্রেন্ডস দিয়ে রাখুন। এতে ফ্রেন্ডলিস্টের বাইরের কেউ আপনার ছবি ওপেন করতে পারবেনা, ফলে সেটা মিসইউজ হবার সম্ভাবনা কমে যাবে। যারা নোংরা পেজ চালায়, এরা দেখতে সুন্দর এমন মেয়েদের প্রোফাইলে গিয়ে পাব্লিক করে রাখা ছবিগুলো ডাউনলোড করে ব্যবহার করে। সো প্রাইভেসি সেটিংস ইউজ করুন, নিরাপদ থাকার সম্ভাবনা বাড়িয়ে তুলুন।



‪#‎সতর্কতা_তিনঃ‬



লাইক-কমেন্ট বেশি পাবার জন্য গণহারে সবাইকে এ্যাড করবেন না। কারন কে যে বন্ধুবেশে আপনার প্রোফাইলে ঘাপটি মেরে থাকবে এবং আপনার যাবতীয় ছবি এবং তথগুলো নিয়ে মিসইউজ করবে সেটা আপনি জানতে পারছেন না। তাই বন্ধু নির্বাচনে খুব সতর্ক থাকুন।



‪#‎সতর্কতা_চারঃ‬



ইনবক্সে কখনো কাউকে লুতুপুতু মার্কা ব্যক্তিগত ছবি দিবেন না, সে যতই বিশ্বাসযোগ্য হোকনা কেন। তার সাথে আজ সম্পর্ক ভাল আছে, কাল তো নাও থাকতে পারে। যখন সম্পর্ক ভাল থাকবেনা তখন সে আপনার ছবিগুলো নিয়ে মিসইউজ যে করবেনা তার গ্যারান্টি কি?



‪#‎সতর্কতা_পাচ‬



স্কাইপ এবং ভাইবার এ ভিডিও চ্যাটের সময় শালীনতা বজায় রাখুন। কারন ভিডিও চ্যাট অডিও সহ রেকর্ডের জন্য সফটওয়্যার আছে। কেউ আপনার অসতর্ক কোনো মূহুর্ত ভিডিও সহ রেকর্ড করছে কিনা সেটা তো আপনি জানতে পারছেন না, সো বি কেয়ারফুল।



‪#‎সতর্কতা_ছয়ঃ‬



হোয়াটসএ্যাপ/উইচ্যাট এ ব্যক্তিগত ছবি আদান-প্রদান থেকে বিরত থাকুন। বয়ফ্রেন্ডের বা মনের মানুষ টির সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে যদি ব্যক্তিগত ছবি দিতে হয়, সে সম্পর্ক টিকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। ওরকম বয়ফ্রেন্ড থাকার চেয়ে না থাকাই ভাল।



‪#‎সতর্কতা_সাতঃ‬



নিজের ছবি গুলো নিয়ে এক এক করে গুগল ইমেজ সার্চ করে দেখুন। আপনার ছবি যদি কোনো নোংরা পেজ বা সাইটে শেয়ার করা হয়ে থাকে, তাহলে সেটা গুগলের রেজাল্ট দেখেই জানতে পারবেন।



গুগলে ছবি সার্চ করবেন যেভাবে:



প্রথমে গুগল ওপেন করুন। এরপর ইমেজ এ ক্লিক করুন। এবার পেইজটি ছোট করুন যাতে পাশে আরেকটি পেইজ খোলা যায়। কম্পিউচার হতে আপনার ছবি যেখানে আছে ফোল্ডারটি ওপেন করুন। এবার ছবিখানা সিলেক্ট করে ড্র্যাগ করে গুগলের সার্চ অংশে ফেলুন। ব্যস!!! বাকি কাজটুকু গুগলই করবে।



অনলাইনে নিরাপদে থাকতে হলে সচেতন এবং সতর্ক হবার কোনো বিকল্প নেই। তাই বিপদের মুখোমুখি হবার আগেই সতর্ক হোন এবং সচেতন থাকুন।



শুভ কামনা রইলো সকল বোনের জন্য।



বি:দ্র: গুগুল সার্চ সমাধানটি দিয়েছেন ব্লগার হাসান ইজ ব্যাক।

মন্তব্য ৮১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১০

আহলান বলেছেন: বড়ই যন্ত্রণাদায়ক জীবন ... এই দুনিয়ার

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৯

সোহানী বলেছেন: এটা আবার কি কথা......... জীবন মোটেও যন্ত্রণাদায়ক নয়.... একটু স্থির হয়ে পজিটিভ মনোভাব নিয়ে জীবনটা উপভোগ করুন.... দেখুন জীবনটা কত সুন্দর।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৪

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল কাজ করলেন এটা পোস্ট করে। অনেকের কাজে লাগতে পারে। ধন্যবাদটা আপনাকেই দিই!

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২০

সোহানী বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী সাথে থাকার জন্য।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩০

আলম৪৩৪ বলেছেন: নিজের ছবি গুলো নিয়ে এক এক করে গুগল ইমেজ সার্চ করে দেখুন। আপনার ছবি যদি কোনো নোংরা পেজ বা সাইটে শেয়ার করা হয়ে থাকে, তাহলে সেটা গুগলের রেজাল্ট দেখেই জানতে পারবেন।
ছবি সার্চ করে কেমনে, বলবেন দয়াকরে?

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৭

সোহানী বলেছেন: ওও..... ভালো কথা, আমি ও জানি না। কেউ কি আছেন এ ব্যাপারে সাজেশান দিতে পারেন??

আর আমি জেনে শেয়ার করবো.........আশা করি।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩১

ইমতিয়াজ ১৩ বলেছেন: গুড শেয়ারিং। ইতোমধ্যে ছোট বোন আর একমাত্র বউকে মেইল করে দিয়েছি।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮

সোহানী বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ।

বউ কি দুইটা হবার সম্ভাবনা আছে নাকি :P :P :P :P :P

ভাবি আপনি কোথায়.............. :#) :#) :#) :#) :#)

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫

সরদার হারুন বলেছেন: উপকারী লেখা ।

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯

সোহানী বলেছেন: ধন্যবাদ সরদার হারুন ...........

এত্তোগুলা +++.... একটা রাইখা বাকিগুলা লেখকরে পাঠাইয়া দিলাম.....

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লেখা। উত্তম শেয়ার। অনেক ধন্যবাদ আপু।

ভালো থাকবেন।।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০০

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ ।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: আল্লাহ মাফ করুক। এক বউ নিয়া যে মধূর বিপদে আছি তা আর বাড়াতে চাই না।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬

সোহানী বলেছেন: হাহাহাহা.......... আল্লাহ অবশ্যই মাফ করুক।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১০

অপূর্ণ রায়হান বলেছেন: ইমতিয়াজ ভ্রাতার মন্তব্যে আমিও গোয়েন্দা লাগাইলাম ;) 8-| 8-| 8-|

০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮

সোহানী বলেছেন: এইতো পেলাম অপূর্ণকে।......... আমাদের গোয়েন্দা বাহিনী থাকতে ভাবির কোন পিদ নাই ...ইনশাল্লাহ্ । দেখনে না কেমন করে কান্ডারীকে ধরে এনেছে.....

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২০

জাহিদ ২০১০ বলেছেন: আমিও ওনার ফেসবুক থেকে লেখাটা আমার ফেসবুকে শেয়ার করছিলাম।

আসলেই আমরা মানুষ হতে পারলাম না।

ধন্যবাদ ব্লগে শেয়ার করার জন্য

০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯

সোহানী বলেছেন: ধন্যবাদ জিহাদ।

আপনার নামের বানানটা ঠিক করে নিন..........অনুরোধ থাকলো।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭

এনামুল রেজা বলেছেন: সমাজ থেকে শুরু করে অনলাইন, কিছুই নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারেনা। কিন্তু কিছু সচেতনতা নারীকে নিজ থেকে নিতে হয়। বিশেষ করে অনলাইনে।
পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ। আশা করি অনেকেই এখান থেকে উপকৃত হবে।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬

সোহানী বলেছেন: সত্যিই তাই। মেয়েদের নিজেদের নিরাপত্তা যে নিজেরাই সেট করতে হবে...... কিন্তু এ ছোট ছোট বাচ্চা মেয়েগুলা ফেইসবুকের লাইক আর স্টার জলসায় পড়ে থাকে যে মনে করে দুনিয়াটা জি বাংলা। এর বাস্তবতা টের পায় ধাক্কা খাওয়ার পর। তাই পরিবারই সবার প্রথম এগিয়ে আসতে হবে এদের রক্ষায়।

ভালো থাকুন রেজা ভাই।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: @ অপূর্ণ রায়হান ভ্রাতা তো আর আড্ডায় আসেন না। সোহনী ম্যাডামকে ও দাওয়াত মাসব্যাপি আড্ডায়।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭

সোহানী বলেছেন: ইমতিয়াজ/অপূর্ণ, আমার ও খুব ইচ্ছে আপনাদের সাথে আড্ডায় যোগ দিতে। কোথায়/কবে বলুন সময় করে হাজির হয়ে যাবো.......

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৩

সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার। সচেতন হতে হবে।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২০

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ সুমন। হাঁ সচেতন হতে হবে অবশ্যই।

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৬

সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: সতর্কতামূলক উপকারী লেখা...শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২১

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ saudiprobashiashraf।

আপনার নামটা পড়তে খুব কস্ট হচ্ছে।

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৬

জাহিদ ২০১০ বলেছেন: আমার নাম জাহিদ। প্রথমে জাহিদ২০১০ ছিল কিন্তু কিভাবে জানি নামের স্পেলিং পরিবর্তন হয়ে গেছে তা আমি নিজেও জানি না।


এখন জিাহদ২০১০ দেখায়

০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২২

সোহানী বলেছেন: কারন আপনি ইউনিজয় দিয়ে লিখেছেন বিজয় ফন্টে....

১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৬

আজকের বাকের ভাই বলেছেন: ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্টের জন্য।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৩

সোহানী বলেছেন: জি ধন্যবাদ বাকের ভাই।

১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫২

ভূতের কেচ্ছা বলেছেন: অনেক ভাল কাজ করেছেন....


নিজের ছবি গুলো নিয়ে এক এক করে গুগল ইমেজ সার্চ করা যায় সে বিষয়ে যদি একটু বলতেন আরও ভাল হতো..
শুভ ব্লগিং..

০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৭

সোহানী বলেছেন: আমি ও এ বিষয়ে জানি না ... দেখি কেউ জানে কিনা।

১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

আমি স্বর্নলতা বলেছেন: বেশ সচেতনতামূলক পোস্ট। খুব ভাল করেছেন আপু শেয়ার করে। অনেক ধন্যবাদ।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০১

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ স্বর্নলতা ....... আমার আপনার সচেতনাতাই বাচাঁতে পারে অসহায় বোকা মেয়েগুলোকে।

১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

নীল আকাশ ২০১৪ বলেছেন: আল্লাহ্‌র বিধান মেনে পর্দা করলে এরকম কোন হ্যারাসমেন্টের ধারে কাছেও যেতে হবেনা।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

সোহানী বলেছেন: সত্যিই তাই। কিন্তু জি বাংলা দেখে দেখে তো মেয়েগুলা নিজেদের নায়িকা ভাবা শুরু করছে........ কি কইবেন। এগুলা আগে বন্ধ করেন তারপর অনেক কিছুই ঠিক হয়ে যাবে।

১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৭

আবু শাকিল বলেছেন: ফেসবুকে লেখাটি পড়েছে।সময়োপযোগী লেখা।
ধন্যবাদ মাহবুব ভাইকে। :)

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৫

সোহানী বলেছেন: হুম........... আবু শাকিল ভাই ধন্যবাদ

২০| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শেয়ার করে খুব ভাল একটা কাজ করেছেন।+++++

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৯

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায় ..........

মেয়েবন্ধুদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ন.............

২১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৮

প্রবাসী পাঠক বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট। লেখটির মূল লেখক এবং আপনাকে ধন্যবাদ।

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৮

সোহানী বলেছেন: অনেব ধন্যবাদ প্রবাসী পাঠক ........

২২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

 বলেছেন: ++++++++++++++++ :D

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৭

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ বাট আবারো বলি আপনার নামটা কনফিউজ!!!!! ওটা কি কোন নাম দেয়া যায় না..........

২৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

মৃদুল শ্রাবন বলেছেন:


প্রথমত পোষ্টটি শুধু মাত্র মেয়েদের জন্য দেখে ঢুকতে চাচ্ছিলাম না। না জানি কারো সম্ভম হানির মামলায় পড়ি কিনা এই ভয়ে। কিন্তু সোহানী আপুর পোষ্ট একটু ঢু না মারলে কি হয়? কিন্তু পোষ্ট পড়ে অবাকই হলাম। পোষ্টের এখনো পর্যন্ত কোন মেয়ে মন্তব্য করেনি। তার মানে কি মেয়েরা এই সব সিলি ব্যপার কেয়ার করে না? নাকি সমঅধিকারের দাবিরে মেয়ের জন্য লেখা সাইনবোর্ড দেখে এড়িয়ে গেছে বুঝলাম না।

তবে পোষ্টের ব্যপারে আপনাকে ধন্যবাদ সহ প্লাস দিলাম।

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৫

সোহানী বলেছেন: হায় হায় মৃদুল... আমিতো এইটা খেয়ালই করি না্ !!!!!!!!!!!!!

আসলে মৃদুল, আপনার অভিযোগ ঠিক না কারন দেখুন ব্লগে ১% ও মেয়ে কিনা সন্দেহ আছে। তার উপর মেয়েরা খুব কম সময়ই ব্লগে আসে.....

যেটুকু সময় তারা পায় তা দিয়ে সংসার/অফিস/সামাজিকতা/ সব কিছু নিয়ে এতোটাই বিজি থাকে যে ব্লগে যেটুকু সময় দেয় তা নিজের পোস্টেই ব্যয় করে। যেমন আমি এ লিখার কারনে দু'দিনে কোন লিখাই পড়তে পারিনি.......

আর সমঅধিকার কিন্তু সম্পূর্ন আলাদা বিষয়...... আমি সময় পাচ্ছি না... একটু সময় পেলে বিষয়টি নিয়ে লিখবো.....

অনেক ধন্যবাদ মৃদুল পোস্টটি পড়ার জন্য। ভালো থাকুন সবসময় ........

২৪| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২২

তুষার কাব্য বলেছেন: ধন্যবাদ একটা গুরুত্তপূর্ণ লেখা এখানে শেয়ার দেওয়ার জন্য...

শুভ কামনা রইলো সকল বোনের জন্য।

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৯

সোহানী বলেছেন: অনেব ধন্যবাদ তুষার কাব্য ............ লিখাটির গুরুত্বের কারনেই শেয়ার করলাম.....

২৫| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৩

বাড্ডা ঢাকা বলেছেন: ভালো কাজ করেছেন আপু শেয়ার করে ধন্যবাদ আপনাকে ।

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১০

সোহানী বলেছেন: বাড্ডা ঢাকা অনেক অনেক ধন্যবাদ। আপনার বাসা কি বাড্ডা !!!!

২৬| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩

ক্যপ্রিসিয়াস বলেছেন: সময়উপযোগী পোস্ট শেয়ারের জন্য ধন্যবাদ।

অফটপিক - আমার ফেসবুক লিনক প্রোফাইল ইনফোতে আছে, সময় ও আপনার ব্যাক্তিগত সমস্যা না থাকলে ফেসবুকে একটা মেসেজ দিয়ে কৃতার্থ করবেন। :) :) ধন্যবাদ

১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৬

সোহানী বলেছেন: ও কে ক্যপ্রিসিয়াস .......

দেশে কবে আসবেন? আমি মনে হয় এ এপ্রিলে বাইরে যাবো তবে জার্মান নয়..... এবার একটু দীর্ঘ সময় থাকবো....

১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৮

সোহানী বলেছেন: আপনার প্রোফাইল ইনফোতে দেয়া লিংক ঠিক নেই..... আপনাকে খুজেঁ পাচ্ছি না।......... ঠিক করে দিন....

২৭| ১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭

শুভ্র গাঙচিল বলেছেন: ভালো লাগলো। আপু অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৬

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ শুভ্র গাঙচিল।

২৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪

ক্যপ্রিসিয়াস বলেছেন: https://www.facebook.com/capricious.based

এই লিঙ্কে পাবেন আশা করি। ক্লাস চলছে পুরুপুরি। আগামী কাল থেকে এক্সাম শুরু। তার পরে ক্রিসমাস আর নিউইয়ারের জন্য ব্যাস্ততা। ফেব্রুয়ারিতে আবার ক্লাস শুরু। চেস্টা করব জানুয়ারীতে দেশে একটা ঢুমেরে আসার জন্য , বড় জোড় ২ কি ৩ সপ্তাহ সময় পেতে পারি। দেখি কি হয় ।

বাইরে ট্যুরে যাওয়াতো খুশির খবর তাও এপ্লিলের দিকে তখন শীতে প্রায় শেষের দিকে। শুভ কামনা থাকল। ভাল থাকবেন। ধন্যবাদ

১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫২

সোহানী বলেছেন: সেন্ড অলরেডি.....

এখনিই তো আপনাদের সময়........... ক্রিসমাস আর নিউইয়ারের। সারা বছরের আনন্দতো এ একমাসেই করবেন.... তারপর তো আবার দৈাড়!!!

সেই কারনেইতো এপ্লিলের দিকে যাওয়া...........

২৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৩

জুন বলেছেন: গুরুত্বপুর্ন পোষ্ট সোহানী

১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৮

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুন আপু...

আচ্ছা আপনি কি মেহের নিগার জুন.... আমার খুব প্রিয় একজন.....

৩০| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০১

জুন বলেছেন: না সোহানী আমি মাহজাবীন জুন :(

১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪

সোহানী বলেছেন: ওওওও......... আপনার পোস্টগুলো ও অসাধারন.........

৩১| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১০

নুরএমডিচৌধূরী বলেছেন: এত্তোগুলা +++

১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৩

সোহানী বলেছেন: ধন্যবাদ

৩২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৩

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
এই মনোবৈকল্য পুরুষের কেন হয় কে জানে? আরেক মেয়ের ছবি এডিট করে পর্ণো পেইজে দিয়ে ঐ এক মুহূর্তের বিকৃত আনন্দের এন্ড রেজাল্ট দিয়ে পেটও ভরে না, মন ও ভরে না। কোন টাকা পয়সাও কামানো যায়না।

মাঝে মাঝে পুরুষ হিসেবে নিজকে অপারাধী মনে হয়।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১১

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ এ উপলব্ধির জন্য।

একই কথা আমারো... ছেলেদের এ নিছক মজা যে একটি মেয়ের জীবনের সর্বনাশ করে দিতে পারে তা কি তারা জানে না!!!!

অবশ্যই জানে কিন্তু বুঝে না কারন ওদের চোখ, কান, মুখ, ব্রেন সব কিছুই বন্ধ..... ভালো মন্দ উপলব্ধির করার ক্ষমতা হারিয়ে ফেলেছে..... সাধারন নাগরিক হিসেবে এক ধরনের আতংক অনুভব করি....

৩৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৫৩

হাসান ইজ ব্যাক বলেছেন: উপরের একখানা মন্তব্য দেখে বিষয়টি শেয়ার করছি। (ভালো কথা, সামুতে মন্তব্যের রিপ্লাই দেয়া যায় না নাকি!)
গুগলে ছবি সার্চ করবেন যেভাবে:
প্রথমে গুগল ওপেন করুন। এরপর ইমেজ এ ক্লিক করুন। এবার পেইজটি ছোট করুন যাতে পাশে আরেকটি পেইজ খোলা যায়। কম্পিউচার হতে আপনার ছবি যেখানে আছে ফোল্ডারটি ওপেন করুন। এবার ছবিখানা সিলেক্ট করে ড্র্যাগ করে গুগলের সার্চ অংশে ফেলুন। ব্যস!!! বাকি কাজটুকু গুগলই করবে।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৩

সোহানী বলেছেন: অসংখ্য ধন্যবাদ হাসান। সমাধানটি জানা ছিল না.... আর এতো বিজি আছি যে আইটির কাউকে বলবো তার ও সময় পাচ্ছি না...

আপনার সমাধানটি পোস্টের সাথে এড করে দিচ্ছি।

৩৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সুস্বাগতম মাহবুব হাসান ভা্ই । সোহানী আপুকে ধন্যবাদ দারুন একটি পোস্টের অবতারণা করার জন্য ।

০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০০

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই..... অনেক দিন পর আমার ব্লগে....

৩৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

রঙ তুলি ক্যানভাস বলেছেন: পড়লাম,এবং ট্রাই ও করলাম গুগলে সার্চ দিয়ে, পোস্টে ++ :)

০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০১

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ রঙ তুলি ক্যানভাস।

৩৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:২৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব ভালো লাগলো, বিশেষ করে ইমেজ সার্চের কৌশলটা জানতাম না। ব্লগে শেয়ারের জন্য ধন্যবাদ। :)

০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০২

সোহানী বলেছেন: হাঁ আমি ও জানতাম না। হাসান ভাইকে এ জন্য ধন্যবাদ।

আর আপনাকে ও ধন্যবাদ তনিমা।

৩৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:



খুব ভাল একটা পোস্ট আপা। দরকারী এই পোস্টের জন্য কৃতজ্ঞতা জানবেন।

০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৩

সোহানী বলেছেন: ধন্যবাদ কান্ডারি..... অনেক দিন পর আমার পোস্টে.........

৩৮| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এই পোস্টটা আমি আগেই ফেবুতে পড়েছি এন কপি করে রেখে দিয়েছি! এখানে শেয়ার দিয়ে আরোও ভাল করেছেন, অনেকেই জানতে পারবে!

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৫

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ ঈপ্সিতা ........

৩৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২২

দৃষ্টিসীমানা বলেছেন: উপকারি পোস্ট ব্লগে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ । মেয়েদেরকে পড়ে সাবধান হতে বলব ।

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৪

সোহানী বলেছেন: ধন্যবাদ.... অনেকদিন পর লিখাটি পড়ে মনে করিয়ে দেবার জন্য।

৪০| ২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার এ পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ। কারো না কারো এটা অবশ্যই কাজে লাগবে, অন্ততঃ সচেতনতা সৃষ্টি করবে। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.