নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

চলছে শোঅফ ব্যাবসা ........ ;)

১৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৮



হিন্দু শাস্ত্র অনুসারে মানব মনের ছয়টি সহজাত দোষ বা ষড়রিপু হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। বা সহজ ভাবে বলা যায়, কাম (lust) হলো লালসা, ক্রোধ (anger) হলো রাগ, লোভ (greed) হলো লিপ্সা, মদ (arrogance/vanity) হলো অহংকার, মোহ (attachment) হলো আসক্তি, আর মাৎসর্য (envy/jealousy) হলো হিংসা বা ঈর্ষা। বলা হয় এ ষড়রিপু আত্মাকে জন্ম ও মৃত্যুর চক্রের সাথে আবদ্ধ করে এবং জড় জগতে সীমাবদ্ধ রাখে। কাম, ক্রোধ ও লোভ নরকের পথ প্রশস্ত করে, ও জীবনকে যন্ত্রণার পথে এগিয়ে নিয়ে যায়।

কঠিন কথাবার্তা। এসব প্যাচ বুঝতে গেলে লাইফ হয়ে যাবে ত্যানা ত্যানা। যত কম বোঝা যায় তত শান্তি। তবে কথা হলো বুঝি বা না বুঝি এ ষড়রিপু আমাদের জীবনের অংশ। মহামানব টাইপের কেউ এ সবের উর্ধে হয়তো থাকে কিংবা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য কিছুই স্পর্শ করে না বলেই তারা মহামানব। আর আমরা অতি সাধারন মানব হিসেবে আমাদের জীবনের প্রতি প্যারাতে প্যারাতে ষড়রিপু চিবায়ে চিবায়ে খায়।

তবে আসল কথা হলো যেদিন থেকে জগতের প্রাণিকূল ফেসবুক নামক এক আজব বাক্সে ঢুঁকছে সেদিন থেকে মি: ষড়রিপুর মহাউৎসব শুরু হইছে। কারন টা কি??

সোস্যাল মিডিয়ার কল্যাণে আমাদের যাবতীয় জীবন যাপন এখন বলতে গেলে ওপেন। প্রতি ক্ষণে ক্ষণে আমরা ফেবুবাসীদেরকে মরিয়া হয়ে প্রমান দেয়ার চেষ্টা করি একমাত্র আমিই সেরা, আমিই সবচেয়ে সুন্দরী, সবাই শুধু আমারই প্রশংসা করবে, আমাকে ঘিরেই সবাই একমাত্র নাচবে, আমিই সবচেয়ে সাক্সেসফুল হবো, আমিই প্রথম হবো, সবচেয়ে ভালোটা আমারই হবে........... চারপাশে শুধু আমি আমি আর আমি। নিজের কি আছে তার ধার ধারি না, শো অফ করাটাই আসল কথা।

হয়তো গাড়ির শোরুমে ঢুঁকে ছবি তুলে পোস্ট দিলাম, গাইজ আমার নতুন গাড়ি!
বান্ধবীর শাড়ি, গহনা ধার করে পড়ে একের পর এক ছবি আডলোড দিতেই থাকলাম!!
অন্যের বাড়ির সামনে ছবি তুলে ভাব দেখালাম নিজের বাড়ি!!!
কোন সেলিব্রেটির পাশে যেভাবে পারে হুড়মুড় করে ছবি তোলে ফেসবুকে পোস্ট করে দেখালাম আমি কোন হনুরে!!!!

চারপাশে শুধু শোঅফ আর শোঅফের ব্যবসা..... ফেইক এর ছড়াছড়ি।

আরো আছে,
ফেসবুকে সুন্দরী দেখানোর জন্য মরিয়া শুধু কয়েক স্তরের মেকআপ ঘষেও হয়না..... ফলস্ আইল্যাশ, ফলস্ হেয়ার এক্সটেনশান, কন্টাক ল্যান্স লাগায়েই ক্ষ্যান্ত হয় না, এরপর চলে হাজার রকমের ফেইস এ্যাপের কারসাজি। কালোকে সাদা, ঝকঝকে তকতকে ফ্ললেস স্কিন, মোটাকে চিকন, চিকনকে মোটা, ফিনফিনে পাতলা চুলকে দীঘল ঘন কেশ, হরিন টানা চোখ, কমলার কোয়ার মত ঠোঁট, খাঁড়া নাক........... এ এক অদ্ভুত অবস্থা চারপাশে। মেকি, নকল, ফেইকের মহা উৎসব ...........।

ছবি পোস্ট করেই গুনতে থাকি কতটা লাইক পড়লো, কয়টা কমেন্ট পড়লো, কতজন প্রশংসা করলো....... কিন্তু কোন সমালোচনা সহ্য করা যাবে না, ফেকনেস নিয়ে কোন কথা বলা যাবে না............. শুধু ভালো ভালো কথা বলতে হবে!!

আর তাইতো......
চলছে বিরাট ব্যাবসা মেকওয়ালাদের। লরিয়াল, ম্যাক, রেভলন............. বিলিয়ন ডলার কামিয়ে নিচ্ছে আপনার আমার পকেট থেকে। আর পোষাক ব্যাবসায়ীদের??? এক ড্রেস দুইবার পরা যায় না কারন ফেসবুকে ছবি আছে, তাই চাই নিত্য নতুন পোষাক, জুতা, ব্যাগ, গয়না............। ইউটিউব/ফেসবুক/ইনস্ট্রগ্রাম........... সবখানেই চলছে ব্যবসা।

শোঅফ আর ফেইক এর রমরমা ব্যবসা চলছে আর চলছে। আর মানবতা কেঁদে আকুল হচ্ছে, এতো ফেইক মানুষের ভীড়ে তাঁর স্থান হচ্ছে না কোথাও।

সবাই ভালো থাকুন আর নিত্য নতুন নাচ-গান ভরপুর ছবি আপলোড করতে থাকুন।


সোহানী
এপ্রিল ২০২৫

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:২৬

খায়রুল আহসান বলেছেন: ছবিটা দারুণ হয়েছে।
মৌলিকতার সৌন্দর্য অনন্য এবং স্থায়ী। মেকি'র চাকচিক্য কাউকে আকর্ষণ করে কাছে টেনে আনতে পারে বটে, কিন্তু কিছুকাল পরে বিকর্ষণও করে। তাই সেটা চোখ ঝলসে দিলেও ক্ষণস্থায়ী।
পোস্টে প্লাস। +

১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:১৮

সোহানী বলেছেন: ভাই, ইদানিং ফেসবুকে সবার ফেক ছবি, ফেক কাজ কর্ম দেখে অবাক হতে হয়। এতো শোঅফ চলছে চারপাশে....... কোন গভীরতা নেই কোন কিছুতেই।

২| ১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:২৬

এইযেদুনিয়া বলেছেন: আামি আমি আমি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.