নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রবাস জীবনের প্রতিটিদিন আমি আমার সোনার বাংলাকে মিস করছি
আমি তোমার অশ্রুসিক্ত চোখ দেখতে চাইনি
আমি তোমার অন্ধকার মুখ দেখতে চাইনি
আমি গাছপালাবিহীন দূদূ মরুভূমি দেখতে চাইনি
আমি চাঁদবিহীন রাত দেখতে চাইনি
আমি বৃষ্টিবিহীন বর্ষা দেখতে চাইনি
আমি ঝরনাবিহীন পাহাড় দেখতে চাইনি
আমি ফসলবিহীন মাঠ দেখতে চাইনি
আমি দেখতে চেয়েছিলাম তোমার ঠোঁটের কোনায় এক চিলতে হাসি
০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৩৮
বেলাল তামজীদ বলেছেন: আমার মত ক্ষুদ্র কবির কবিতা পাঠ করার জন্য আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫২
ময়নামতি বলেছেন: আমি দেখতে চেয়েছিলাম তোমার ঠোঁটের কোনায় এক চিলতে হাসি
ভাল লাগা কবিতা । +++
শুভ কামনা সকল সময়ের জন্য।