নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রবাস জীবনের প্রতিটিদিন আমি আমার সোনার বাংলাকে মিস করছি
অনেক আশা নিয়ে রাতে ঘুমাতে যায়
সকাল হলে প্রাপ্তির খাতা শূন্য
অনেক আশা নিয়ে বেঁচে আছি
যদিও জীবনটা অ-পরিপূর্ণ।
জীবনের রঙিন ফানুস ফুরিয়ে গেছে
এখন ঘন অমবস্যার কালো
এদিক ওদিক তাকিয়ে দেখি
পায় কিনা একটু আলো।
মহাশূন্য,মহাকাশ চারদিকে
শূন্যতা
অনেক চেয়েছি জীবনটাকে
দিতে পারিনি পূর্ণতা।
সুখে-দুঃখে কোন মতে
কাটছে দিন কাল
শেষের দিকে চেয়ে আছি
কবে ডাকবে মহাকাল।
বি দ্রঃএই কবিতার সাথে আমার ব্যক্তিগত জীবনের কোন মিল নাই।
এই কবিতাটি তাদের প্রতি উৎসর্গ করলাম যাদের জীবনের ফানুস ফুরিয়ে গেছে।
©somewhere in net ltd.