নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রবাস জীবনের প্রতিটিদিন আমি আমার সোনার বাংলাকে মিস করছি
স্লোগানে স্লোগানে জনপথ মুখরিত
বায়ান্ন থেকে একাত্তর
বাঙালীজাতির প্রতিবাদের ভাষা
সবাই জানে আমরা নিরহ জাতি
তবে আঘাত আসলে ফিরিয়ে দিতে আমরাও জানি
প্রথম আঘাত ভাষার উপর
আসলে এদের কিছু রক্ত ছিল দরকার
দিয়ে দিয়েছি অনেক রক্ত
আসলে আমরা অনেক মহৎ কিনা
তবে ভাষাটা বিলিয়ে দেয়নি
মায়ের ভাষা মায়ের আঁচলে বন্দী করে রেখেছি
তারপর অনেক ঝড় জাপটার পরে
উনষাট হয়ে একাত্তর
এবার আঘাত পুরো জাতির উপর
ভেবে ছিল এবারো মহৎ হব
হয়েছি
রক্ত দিয়েছি তবে ওদের রক্ত চোষে
তারা আমাদের এক সাগর রক্ত নিয়েছে সত্যি
তবে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে আমাদের জন্মভূমি
এটাই আমাদের পাওয়ার ছিল
একটি পতাকা,একটি মানচিত্র,আর একটি নাম
বাংলাদেশ
২| ২৪ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ! হ্যাপি ব্লগিং !
২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৭
বেলাল তামজীদ বলেছেন: ধন্যবাদ
৩| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৩
সোহাগ সকাল বলেছেন: দাড়ি কমা ছাড়া একটানা গল্প! কিছু কিছু বানান ভুল ছাড়া কবিতা ভালই হয়েছে।
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২২
বেলাল তামজীদ বলেছেন: লেখা লেখি সবে মাত্র শুরু করেছি।আর দেশের বাইরে আছি অনেক দিন তাই বাংলা লেখা হয়না।হয়ত সেজন্যই বানানের সমস্যা।ভুল ধরিয়ে দেয়ার ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৫
বেলাল তামজীদ বলেছেন: আহা কি আনন্দ আকাশে বাতাসে!!