নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার দেশকে ভালোবাসি

আমি নিজের সম্পর্কে উদাসীন হলেও আমার দেশ সম্পর্কে সচেতন

বেলাল তামজীদ

আমার প্রবাস জীবনের প্রতিটিদিন আমি আমার সোনার বাংলাকে মিস করছি

বেলাল তামজীদ › বিস্তারিত পোস্টঃ

চীনঃনেপালের সাথে প্রীতি ফুটবল ম্যাচ

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪১



গত ২৬ তারিখ সাফ গেমসে অংশগ্রহন করার জন্য বাংলাদেশ ফুটবল দল রওনা হয়েছে নেপালের পথে।আর ঐ দিন আমাদের ইউনিভার্সিটিতে আয়োজন করেছিলাম বাংলাদেশ বনাম নেপাল প্রীতি ফুটবল ম্যাচ।এই ইউনিভার্সিটিতে আমরা বাংলাদেশ থেকে প্রথম ব্যাচ আর নেপালিরা সব তৃতীয় বর্ষের ছাত্র,তাই আমরা সবাই ভয়ে ভয়ে ছিলাম।আমাদের ইউনিভার্সিটিতে চারটা স্টেডিয়াম আছে যার মধ্যে বিদেশি ছাত্রদের জন্য একটা বরাদ্দ।

২৬ তারিখ খেলা শুরু হল বিকাল পাঁচটায়।খেলা শুরুর আগে সবাই মিলে জাতীয় সংগীত পাঠ করলাম।আমাদের অধিনায়ক ফুহাদ সবার মাঝে দাঁড়িয়ে একটি কথা বলল “খেলতে হবে দেশের জন্য”।আমাদের অনেক খেলোয়াডের বুট পড়ে খেলার অভ্যাস নাই তাই প্রথম দশ মিনিট বেশ এলোমেলো ফুটবল খেলছিল ততক্ষনে নেপাল বেশ কয়েকটি আক্রমন করে ফেলেছে।আমাদের রক্ষনভাগের খেলোয়াড জনি অবশ্য সফল ভাবে আক্রমন প্রতিহত করেছে।আমিও ছিলাম রক্ষনভাগে।তারপর ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ আমাদের দিকে চলে আসে।খেলার ১৫ মিনিটের সময় আমাদের মাঝে ‘মেসি’ বলে পরিচিত রিপনের দুর্দান্ত গোলে এগিয়ে যায় আমরা।এই গোলের ফলে সবার মাঝে ফিরিয়ে আসে আত্মবিশ্বাস।খেলার বিরতির মিনিট চারেক আগে আবারো নিজেকে প্রমান করে রিপন।তার বাম পায়ের দুর্দান্ত সট ডান দিকে লাফিয়ে ও রক্ষা করতে পারল না নেপালী গোলরক্ষক।দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায়।১০ মিনিট পর আবার খেলা শুরু হল।এবার নেপাল বেশ আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছে।তাদের পরপর বেশ কয়েকটি সম্বিলিত আমাদের রক্ষনভাগ কাপিয়ে দেয়।বিরতির পর তাঁরা যেন নতুন ভাবে জেগে উঠেছে।খেলার ৫৮ এবং ৬৪ মিনিটে পর পর দুটি গোল করে খেলায় সমতা ফেরায় নেপাল।আমাদের মধ্যে আবারো হতাশা জন্মে,তবে অধিনায়ক ফুহাদ জোরেজোরে চিৎকার করে সবার মনবল চাঙ্গা রাখে।খেলার ৭৮ মিনিট জনির লম্বা সট বেশ দক্ষতার সাথে ধরে নেপালি কয়েকজনকে কাঠিয়ে হালিমের গোল আবারো খেলায় প্রান ফিরে আসে।নেপালিরা আক্রমণে ব্যস্ত করে তুলে আমাদের রক্ষন ভাগের খেলোয়াডদের,তবে গোলরক্ষক শাহাদাতের অসাধারণ সেভ নেপালের সব প্রচেস্টা ব্যর্থ হতে থাকে।বরং খেলার ৮৭ মিনিটে রাকিবের গোলে ৪-২ গোলের বড় ব্যবধান নিয়ে মাঠ ছাড়ি।তারপর সবাই মিলে “আমার সোনার বাংলা......”।



সামনে সাফ ফুটবল।আমরা এই দূর পরবাস থেকে বাংলাদেশ ফুটবল দল জানায় শুভ কামনা।আশা করি টুর্নামেন্ট শেষে বীরের বেশে দেশে ফিরবে বাংলাদেশ ফুটবল দল বাংলাদেশ ফুটবল দল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.