নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার দেশকে ভালোবাসি

আমি নিজের সম্পর্কে উদাসীন হলেও আমার দেশ সম্পর্কে সচেতন

বেলাল তামজীদ

আমার প্রবাস জীবনের প্রতিটিদিন আমি আমার সোনার বাংলাকে মিস করছি

বেলাল তামজীদ › বিস্তারিত পোস্টঃ

গুঁড়ো দুধের মতোই আসছে গুঁড়ো ডিম:DB-)

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

সকালের নাস্তায় ডিম চাই? শিগগিরই বাজারে আসছে কৃত্রিম পাউডার ডিম। হালি ধরে ডিম কেনার পরিবর্তে অনেকেই হয়তো এখন কেজিতে বা কৃত্রিম পাউডার ডিমের কৌটা কিনতে চাইবেন।

স্বাদে অবিকল হাঁস-মুরগির ডিমের মতো হলেও এটা আসলে সাদা রঙের গুঁড়ো পাউডার। কৃত্রিম এই পাউডার ডিম তৈরি হয়েছে মটরশুঁটি, শিম প্রভৃতি থেকে।

১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ‘বিয়ন্ড এগস’ নামে এ পাউডার ডিম বিক্রি শুরু হয়েছে। শিগগিরই এ ডিম বিশ্বের অন্য দেশগুলোতে রপ্তানির পরিকল্পনা করেছেন ‘বিয়ন্ড এগস’-এর উদ্যোক্তা জস ট্রেটরিক।

উদ্ভিদ থেকে ডিম তৈরির এই উদ্যোগে জস ট্রেটরিককে সাহায্য করেছেন পেপলের প্রতিষ্ঠাতা পিটার থায়েল, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার প্রমুখ।

জস ট্রেটরিক কৃত্রিম ডিম সম্পর্কে জানান, বিল গেটস ও পিটার থায়েলসহ অনেকেই কৃত্রিম ডিমের তৈরি বিস্কুট খেয়ে দেখেছেন। আসল ডিমের সঙ্গে এর কোনো পার্থক্য ধরতে পারেননি তাঁরা। এতে কোনো কোলস্টেরল নেই। এ পাউডার ডিম তুলনামূলকভাবে সাশ্রয়ী হবে।

ট্রেটরিকস জানিয়েছেন, ‘খাদ্য-শিল্পে নতুন উদ্ভাবন শুরু হয়ে গেছে। প্রাণীর ওপর থেকে নির্ভরতা কমাতে এই উদ্ভাবনের বিকল্প নেই। তবে, এক্ষেত্রে আরও গবেষণা ও কাজ বাকি বলে মনে করছেন তিনি। উন্নয়নশীল দেশগুলোতে পুষ্টিকর খাবারের তালিকায় এ ধরনের কৃত্রিম ডিম যুক্ত করা যায় কিনা তা নিয়ে ভাবতে শুরু করেছেন তিনি

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হাস-মুরগীরা শীঘ্রই হাস-মুরগী বন্ধন শুরু করবে!!!!!!! =p~ =p~ =p~



প্রকৃতির বিপরীতে যাই কিছু হয়েছে...সামগ্রীকতায় তা কল্যান খুব বেশী বয়ে আনে নি!


১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩০

বেলাল তামজীদ বলেছেন: সহমত

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

হিমিকা বলেছেন: ভাবনার বিষয়!

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩১

বেলাল তামজীদ বলেছেন: আসলেই

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: হাস-মুরগীরা শীঘ্রই হাস-মুরগী বন্ধন শুরু করবে!!!!!!! =p~ =p~ =p~

B-)

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩১

বেলাল তামজীদ বলেছেন: সহমত

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: =p~ =p~ =p~

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩১

বেলাল তামজীদ বলেছেন: +++

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

মায়াবী ছায়া বলেছেন: কি শুনলাম এইডা !!

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩২

বেলাল তামজীদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .

:(

হে মহাজীবন, দাও ফিরে সে অরণ্য লও এ নগর ।



হে মহাজীবন, দাও ফিরে সে অরণ্য লও এ নগর ।



হে মহাজীবন, দাও ফিরে সে অরণ্য লও এ নগর ।



|-)

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩২

বেলাল তামজীদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩২

সাইফুল আজীম বলেছেন: গুড়া ডিম খামুনা :(

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৫

বেলাল তামজীদ বলেছেন: +++

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১০

কারা বন্দি বলেছেন: গুড়া ডিমের চা ও তাইলে খাওন যাইবো ..............................!!!
:-/

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৫

বেলাল তামজীদ বলেছেন: +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.