![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]
মুঘল সম্রাট আকবর। সময়কাল ১৫৫৬ -১৬০৫ খ্রিস্টাব্দ। আবুল ফজল আল্লামী ছিলেন সম্রাট আকবর এর সভাসদ ও বন্ধু। যেন তেন বন্ধু নয়- অসম্ভব মেধাবী ও প্রতিভাবান বন্ধু। কেননা তাঁর ইতিহাস রচনায় প্রবল আগ্রহ ছিল। জীবনের মূল্যবান সময় অন্য অনেকের মতো অপচয় করেননি। ‘আকবরনামা’ নামে ৩ খন্ডের বিশাল ইতিহাসগ্রন্থ রচনা করেছেন।
‘আকবরনামা’র প্রথম খন্ডের বিষয়বস্তু তৈমুর বংশের ইতিহাস, বাবর ও হুমায়ুনের রাজত্বকাল এবং দিল্লির শূর বংশের সুলতানদের ওপর বর্ননা; দ্বিতীয় খন্ডের বিষয়বস্তু আকবরের রাজত্বকালের ৪৬তম বছর অবধি; কেননা, ওই বছরই (১৬০২) মারা যান আবুল ফজল। তৃতীয় খন্ডের বিষয়বস্তু আকবরের সাম্রাজ্যের প্রচলিত বিধি-বিধান ও অন্যান্য বিষয়। এই শেষ খন্ডের নামই আইন-ই-আকবরী। আকবরনামার কারণেই ভারতবর্ষের ইতিহাস লেখনীর ক্ষেত্রে ঐতিহাসিক আবুল ফজল আল্লামী আজও এক বিশিস্ট নাম। তাঁর সময়কাল ১৫৫১-১৬০২ খ্রিস্টাব্দ।
বাংলায় মুঘল অভিযানের তথ্যাদি আকবরনামায় পাওয়া যায়। তবে আবুল ফজল কখনও বাংলায় আসেননি। তবে তাঁর তথ্য সংগ্রহের নিজস্ব পদ্ধতি ছিল। যা হোক। ষোড়শ ও সপ্তদশ শতকের বাংলার ইতিহাস রচনার জন্য আজও আকবরনামার ওপরই নির্ভর করতে হয়।
আকবরনামার প্রচ্ছদ
ব্লগার এ.টি.এম.মোস্তফা কামাল আমার কাছে অনেকদিন ধরেই আকবরনামার লিঙ্ক চাইছেন। খুঁজে পাই না পাই না। সম্প্রতি ব্লগার হারুন আল নাসিফ ও ব্লগার মেঘদূত আকবরনামার লিঙ্ক নিয়ে এগিয়ে এলেন। এ দুজনের কাছে প্রকাশ করছি কৃতজ্ঞতা। আরও ভাবলাম লিঙ্ক যখন পেলাম তখন শেয়ার করি সবার সঙ্গে ...
আকবরনামা-র লিঙ্ক
Click This Link
এটি নির্বাচিত অংশ
Click This Link
এটি ৩খন্ডের পূর্নঙ্গ গ্রন্থ
০১ লা জুন, ২০১০ সকাল ৯:০৫
ইমন জুবায়ের বলেছেন:
০১ লা জুন, ২০১০ সকাল ৯:০৫
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ
৩| ০১ লা জুন, ২০১০ সকাল ৯:২৩
রেজোওয়ানা বলেছেন: হাসছেন কেন?
হাসির কি?
০১ লা জুন, ২০১০ সকাল ৯:৩১
ইমন জুবায়ের বলেছেন: আমার আছে, আমার আছে........
খুকিদের মতন এমন লাফানি দেইখে হাসিচ্ছি ...
৪| ০১ লা জুন, ২০১০ সকাল ৯:২৭
রেজোওয়ানা বলেছেন: এত জোড়ে জোড়ে হাসলে দাত ভাঙ্গার সম্ভাবনা আছে
তখন আবার সবাই ফোকলা বুড়ো বলতে পারে আপনাকে.....
০১ লা জুন, ২০১০ সকাল ৯:৩৩
ইমন জুবায়ের বলেছেন: বেশি বেশি কোণ আইসক্রীম খেলে প্রথমে সবগুলি দাঁত নরম হয়ে যায়, তারপর ভেঙে যায় ...
কাজেই
৫| ০১ লা জুন, ২০১০ সকাল ৯:৩৮
মে ঘ দূ ত বলেছেন: এই যা! আমি অবশ্য জানতাম না আপনি লিঙ্কটা খুজছিলেন। পেয়ে মনে হল আপনার কাজে আসতে পারে তাই শেয়ার করেছিলাম। আরেকটি কারণ ছিল অবশ্য। আপনি পড়ে এইটা নিয়ে লিখবেন আর আমার পড়ার সময়টা বাচঁবে
না সিরিয়াসলি। আপনি পড়ে লিখলে বেশ উপকৃত হই
০১ লা জুন, ২০১০ সকাল ৯:৫৪
ইমন জুবায়ের বলেছেন: আপনি পড়ে এইটা নিয়ে লিখবেন আর আমার পড়ার সময়টা বাচঁবে
৬| ০১ লা জুন, ২০১০ সকাল ৯:৪৭
সুরঞ্জনা বলেছেন: এটা বাংলায় অনুবাদ হয়নি? তথ্যের জন্য ধন্যবাদ।
০১ লা জুন, ২০১০ সকাল ৯:৫৩
ইমন জুবায়ের বলেছেন: হ্যাঁ, বাংলায় অনুবাদ হয়েছে।
ধন্যবাদ।
৭| ০১ লা জুন, ২০১০ সকাল ১০:১৬
শিরীষ বলেছেন: +++++
০১ লা জুন, ২০১০ সকাল ১০:৫৫
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।
৮| ০১ লা জুন, ২০১০ সকাল ১১:৩৬
অন্ধ আগন্তুক বলেছেন: অনেক ধন্যবাদ ইমন ভাই। গ্রেট ইয়ু আর !!!! +
০১ লা জুন, ২০১০ দুপুর ১২:২৪
ইমন জুবায়ের বলেছেন:
৯| ০১ লা জুন, ২০১০ দুপুর ১২:০৪
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: গুড জব।
০১ লা জুন, ২০১০ দুপুর ১২:২৪
ইমন জুবায়ের বলেছেন:
১০| ০১ লা জুন, ২০১০ দুপুর ১:১৬
জুবায়ের হাসান বলেছেন: লিন্কের জন্য ধন্যবাদ। বাংলা অনুবাদের লিন্ক দেয়া যায়না?
০১ লা জুন, ২০১০ দুপুর ১:৫২
ইমন জুবায়ের বলেছেন: বাংলা লিঙ্ক পেলে দেব অবশ্যই।
১১| ০১ লা জুন, ২০১০ দুপুর ১:৩২
আকাশ_পাগলা বলেছেন: ভাল জিনিস দিলেন।নামাই।
০১ লা জুন, ২০১০ দুপুর ১:৫৩
ইমন জুবায়ের বলেছেন: ওকে।
১২| ০১ লা জুন, ২০১০ বিকাল ৫:১০
সোমহেপি বলেছেন: কত রব আমি চিলমারির বন্দরেরে...
+++++++++++
০১ লা জুন, ২০১০ বিকাল ৫:৫৫
ইমন জুবায়ের বলেছেন:
১৩| ০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৬:১১
তায়েফ আহমাদ বলেছেন: ধন্যবাদ দিয়ে ছোট করতে ইচ্ছুক নই।
০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৬:১৮
ইমন জুবায়ের বলেছেন:
১৪| ০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩১
রোডায়া বলেছেন: এইটা শেয়ার দেয়ার জন্য অনেক ধন্যবাদ৷ কিন্তু আমি শুধু HTML পাচ্ছি, PDF জাতিয় কিছু না৷ এটা কি HTML-ই, নাকি আমি কিছু মিস করতেছি?
০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
ইমন জুবায়ের বলেছেন: এটা HTML-ই, PDF পেলাম না। পেলে লিঙ্ক দেব।
ধন্যবাদ।
১৫| ০২ রা জুন, ২০১০ বিকাল ৪:২৬
দীপান্বিতা বলেছেন: ইমনভাই, আবুল ফজলের আকবরনামা সম্পর্কে আপনার কাছ থেকে আরো জানতে চাই!
০২ রা জুন, ২০১০ বিকাল ৪:৩৩
ইমন জুবায়ের বলেছেন: ওকে।
১৬| ০৩ রা জুন, ২০১০ সকাল ৯:৪৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমি আপনার দেয়া আগের লিঙ্ক থেকে কাটপেস্ট করছিলাম। এজন্য ব্লগে এটা খেয়াল করিনি। ধন্যবাদ ভাইয়া। এখনি ঝাঁপিয়ে পড়ছি।
০৩ রা জুন, ২০১০ সকাল ৯:৫৪
ইমন জুবায়ের বলেছেন: ওকে।
১৭| ০৬ ই জুন, ২০১০ রাত ১:২১
সাগর রহমান বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ ভাই।
প্রিয়তে রেখে দিলাম আপাতত। সময় করে নামাতে হবে।।
০৬ ই জুন, ২০১০ ভোর ৬:৩৪
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ
১৮| ২২ শে মে, ২০১১ রাত ১:০৩
সিদ্দিক আহমেদ বলেছেন: সংগ্রহে ছিলনা ধন্যবাদ ভাই
২২ শে মে, ২০১১ ভোর ৬:২১
ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ
১৯| ০৯ ই জুন, ২০১১ সকাল ৯:২৮
বাপ্পী হায়াত বলেছেন: ধন্যবাদ ইমন ভাই, মাত্র হুমায়ূন আহমেদের বাদশাহ নামদার শেষ করলাম, তারপর গুগলে পেলাম আপনার এই পোস্টের সন্ধান।
আপনার জানা মতে এটার বাংলা অনুবাদ কি করা হয়েছে?
ভাল থাকবেন।
০৯ ই জুন, ২০১১ সকাল ৯:৩৬
ইমন জুবায়ের বলেছেন: আমার আবছা মনে পড়ে বাংলা একাডেমীর আকবরনামার অনুবাদ। কিন্তু আমি সিওর নই। বাংলা একাডেমীতে খোঁজ করে দেখতে পারেন।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১০ সকাল ৮:৫১
রেজোওয়ানা বলেছেন: আমার আছে, আমার আছে.........