নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ত্যজ বাঙালী, আতরাফ মুসলমান ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ

ইমন জুবায়ের

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। [email protected]

ইমন জুবায়ের › বিস্তারিত পোস্টঃ

মেঘনা নদীর নামকরণ প্রসঙ্গে

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:০২

আমরা Mega কিংবা Megastructure শব্দের সঙ্গে পরিচিত। এই Mega শব্দটি থেকেই বাংলাদেশের মেঘনা নদীর নামটির উদ্ভব হয়েছিল বলে ঐতিহাসিকরা অনুমান করেন । খ্রিষ্ঠীয় ২য় শতকের কথা। ক্লাউডিয়াস টলেমি (৯০-১৬৮ খ্রিস্টাব্দ) নামে একজন ভূগোলবিদ মিশরে বাস করতেন। টলেমি অবশ্য জাতে রোমান ছিলেন। যদিও লিখতেন গ্রিক ভাষায়। সে যাই হোক। টলেমি ‘জিওগ্রাফিয়া’ নামে একখানি বিখ্যাত বই লিখেছিলেন। সে বইতে ইউরোপ এবং এশিয়ার নানা প্রান্তের মানচিত্র সংযুক্ত করেছিলেন: যাতে ভারতীয় উপমহাদেশের ভৌগোলিক অবস্থানও অর্ন্তভূক্ত ছিল। টলেমি গঙ্গার অন্যতম মুখের নাম করেছিলেন Mega । Mega শব্দটি থেকেই মেঘনা শব্দের উদ্ভব। ঐতিহাসিক নীহাররঞ্জন রায় এরকমই অনুমান করেন। Mega অর্থ আমরা জানি-বৃহৎ কিংবা মহৎ। (Mega=Megna=Great)

আমার পূর্বপুরুষের শিকড়টি নিহিত রয়েছে ওই বৃহৎ ও মহৎ মেঘনা নদীর পাড়েই। ছেলেবেলা থেকে অসংখ্যবার নদীটিরে দেখেছি ; দেখে অবাক হয়ে গেছি। চাঁদপুর- এর কাছে মেঘনার অপার বিস্তার আমার মনে গভীর বিস্ময়ের উদ্রেক করেছে। শেষবার মেঘনার কূলে দাঁড়িয়েছি ১৯৯৮ সালের মে মাসে। তখনও মেঘনার বিপুল জলসম্ভার ভয়ার্ত এবং মুগ্ধ চোখে দেখলেও কী ভাবে নদীর নাম মেঘনা হল-সে ব্যাপারে কখনও ভাবিনি। ভেবেছি যে ‘মেঘনা’ নামটি চিরকালই ছিল। যেমন, বাঙালি মেয়েদের মধ্যে ‘মেঘনা’ নামটিও চিরকালই আছে ।

ঐতিহাসিক নীহাররঞ্জন রায়-এর বাঙালির ইতিহাস: আদিপর্ব বইতে মেঘনা নদীর আরও দুটি নাম পাই । মেঘনাদ এবং মেঘনন্দ। শব্দ দুটি সংস্কৃত ঘেঁষা হলেও মূলে ওই Mega শব্দটিই রয়েছে বলে মনে হয়। খ্রিষ্টীয় দ্বিতীয় শতকে ক্লাউডিয়াস টলেমি মেঘনার নাম Mega দেওয়ার আগে ওই নদীর দু'পাড়ের মানুষেরা অথই বিশাল মেঘনাকে কি নামে ডাকত? এ বিষয়ে কৌতূহল হয় বৈ কী ...



তথ্যসূত্র





নীহাররঞ্জন রায়; বাঙালির ইতিহাস: আদিপর্ব।

আবদুল মমিন চৌধুরী ; প্রাচীন বাংলার ইতিহাস ও সংস্কৃতি

মন্তব্য ৫০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:২৪

শায়মা বলেছেন: এমন একটা ইংলিশ ওয়ার্ড থেকে বাংলায় এত্ত সুন্দর একটা নাম!!! জীবনেও ভাবিনি। অনেক অনেক থ্যাংকস ভাইয়া।

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৪৯

ইমন জুবায়ের বলেছেন: আমিও ভাবিনি :)

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:২৫

শায়মা বলেছেন: ভাইয়া তোমার প্রিয় একটা বসন্ত বাহারের লিন্ক দাও প্লিজ!!!

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫০

ইমন জুবায়ের বলেছেন:

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:২৭

নষ্ট কবি বলেছেন: ভাল লাগা রইল

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫১

ইমন জুবায়ের বলেছেন: :)

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৩৭

রাইসুল জুহালা বলেছেন: আরে আল্লাহ! সেই দ্য গ্রেট টলেমি দ্বারা আমাদের এই মেঘনা নদীর নামকরণ হয়েছে!! খুবই বিষ্মিত হলাম। দারুন একটা তথ্যের জন্য অনেক ধন্যবাদ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫২

ইমন জুবায়ের বলেছেন: হুমম। সেই দ্য গ্রেট টলেমি দ্বারা আমাদের এই মেঘনা নদীর নামকরণ হয়েছে!! :)

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫০

শহিদুল বলেছেন: জানলাম
ধন্যবাদ

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫২

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ১০:১৩

ওবায়েদুল আকবর বলেছেন: ভালো লাগল এই নদীটা নিয়া বেশী বেশী লিখা উচিৎ। সেইদিন একটা ইংলিশ ব্লগে দেখলাম ভয়ংকর নদীর মধ্যে মেঘনার নাম নাই। আরে ছাগলার বাচ্চারা আমাজন আর কঙ্গোর পরে মেঘনা নদি ইকটু ঘুইরা যাইস তাইলে বুঝবি মেকং, ইয়াংসিকি্যাং, হোয়াংহো, মিসিসিপি মেঘনার কাছে কত দুধভাত। আরে ঐসব নদীর চেয়েও চওড়া, ভয়াল পদ্মা আর যমুনাই মেঘনার কাছে নস্যি আর নাম নেয় যতসব দুধভাত নদীর। মেজাজ গরম হইয়া গেছে পড়তে পড়তে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২৩

ইমন জুবায়ের বলেছেন: অবাঙালি এবং বিদেশিদের মধ্যে যারা পদ্মা-যমুনা এবং মেঘনার বিশালতার রূপ দেখেছে তারাই কেবল বুঝেছে যে -এত বিশাল নদীর সঙ্গে রফা করে এ দেশের মানুষ হাজার বছর ধরে বেঁচে আছে ... কত বিশাল তাদের হৃদয় ... কত গভীর তাদের বাঁচবার ইচ্ছে ...

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২৬

তৌফিক জোয়ার্দার বলেছেন: ইমন ভাই, এটারো ক্রিটিকাল এ্যানালিসিস করি B-)

বুঝলাম টলেমি একটা বড় নদীর নাম Mega দিয়েছিলেন। কিন্তু এখানে দু'টো প্রশ্ন থেকে যায়:

১) টলেমি কর্তৃক Mega নাম প্রাপ্তির আগেও নিশ্চয়ই এখানে এই নদীটা ছিল। তখন এর কি নাম ছিল। (এ প্রশ্নটা আপনিও তুলেছেন)

২) টলেমি নাহয় এখান থেকে নদী দেখে তার মানচিত্রে Mega নাম দিয়ে দিলেন। কিন্তু সেই যুগে সেই নাম কি করে গ্রীস থেকে বাংলায় এলো? আর মানুষই বা কেন পূর্বাপর বিস্মৃত হয়ে সেই নামকে গ্রহণ করে নিল?

নীহাররঞ্জন রায় কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হলেন সেটা জানা গেলে বেশ হত। এমনো তো হতে পারে এ নদীর নাম আদতে মেঘনাই ছিল; টলেমিই বরং ভুল করে এটাকে Mega নামে তার মানচিত্রে উল্লেখ করেছেন। :|

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩৬

ইমন জুবায়ের বলেছেন: আসলে ১ এবং ২ নং প্রশ্নের মধ্যে কিছু হলেও মিল আছে । ...সেই যুগে সেই নাম কি করে গ্রীস থেকে বাংলায় এলো? আর মানুষই বা কেন পূর্বাপর বিস্মৃত হয়ে সেই নামকে গ্রহণ করে নিল?
এই প্রশ্নটি আমারও।
নীহাররঞ্জন রায় কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হলেন সেটা আজ আর জানার উপায় নেই। তবে ইতিহাস তো বিজ্ঞানের মতোই যেখানে একটি তত্ত্ব প্রচলিত থাকে যতক্ষণ না পর্যন্ত ওই তত্ত্বটি খন্ডন করা না যাচ্ছে। কাজেই মেঘনা নদীর নাম আদতে মেঘনাই ছিল; টলেমিই বরং ভুল করে এটাকে Mega নামে তার মানচিত্রে উল্লেখ করেছেন। এমনটা মনে করাই যেতে পারে। এ তত্ত্বের পক্ষে আমার যুক্তি হল- বাঙালিরা বেশ স্পর্শকাতর, রুচিশীল এবং সাহিত্যপ্রবণ । এদের নদীর নাম পদ্মা মেঘনা যমুনা সুরমা ময়ূরাক্ষী রূপনারায়ন সুবর্ণরেখা। কাজেই মেঘনার নামের জন্য গ্রিকো-রোমানদের কাছে হাত পাততে যাবে কোন্ দুঃখে? আরও একটি কথা। আমাদের পূর্বপুরুষরা দেশের ইতিহাস নিয়ে আলোচনার সূত্রপাত করেছেন মাত্র পরবর্তী প্রজন্ম তা এগিয়ে নিয়ে যাবে সেই আশায়। কবে কোন সত্য প্রতিষ্ঠা হবে সেটি বড় কথা না, বড় কথা হল বিষয়গুলি আমাদের প্রাত্যহিক আলোচনায় নিয়ে আসা ...
অনেক ধন্যবাদ।

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪১

শ।মসীর বলেছেন: ময়ূরাক্ষী নদীটা ঠিক কোন জায়গায় বহমান......

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০০

ইমন জুবায়ের বলেছেন: পশ্চিম বাংলায় ...
http://en.wikipedia.org/wiki/Mayurakshi_River

Click This Link

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৪৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: নতুন জিনিস জানলাম

লেখককে ধন্যবাদ

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪৬

ইমন জুবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০৭

পদ্ম।পদ্ম বলেছেন: +

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪৬

ইমন জুবায়ের বলেছেন: :)

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৫২

দস্যু রত্নাকর বলেছেন: ভালো লাগা রইলো :) :)

০৫ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৬:৫৫

ইমন জুবায়ের বলেছেন: :)

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৪৭

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ । ।

০৫ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৬:৫৫

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১৩

ম্যাভেরিক বলেছেন: প্রাচীন ইতিহাস শুনে ভালো লাগল। জোরালো উপপ্রমেয় বলা যায়। সংস্কৃত মেঘনা মানে মেঘরাজি থেকেও নামকরণ হতে পারে।

টলেমির জাতীয়তার ব্যাপারে একটি দ্বিধা আছে। এ ব্যাপারে মোটামুটি গ্রহণযোগ্য মত হচ্ছে, জাতিতে তিনি গ্রিক, বাস করতেন ইজিপ্টে (প্রাচীন মিশর), নাগরিক ছিলেন রোমের।

০৫ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৬:৫৮

ইমন জুবায়ের বলেছেন: সংস্কৃত মেঘনা মানে মেঘরাজি থেকেও নামকরণ হতে পারে।
জ্বী।
জাতিতে তিনি গ্রিক, বাস করতেন ইজিপ্টে (প্রাচীন মিশর), নাগরিক ছিলেন রোমের ...
এরকম হতে পারে। টলেমি নামটি গ্রিক, মিশর তখন জ্ঞানবিজ্ঞানের কেন্দ্র ছিল আর শাসকগোষ্ঠী ছিল রোমান রোম তখন রাজনীতির কেন্দ্র কাজেই টলেমি রোমে বাস করতেই পারেন। ভুগোলের ওপর বই লিখছেন সব তথ্যই তো রোমে ...
ধন্যবাদ।

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩১

কলম.বিডি বলেছেন: ভালো লাগলো শুনে। আমার আব্বু অবশ্য আর একটা কথা বলেন। প্রাচীনকালে প্রমত্তা মেঘনার পাশে দাঁড়িয়ে সবাই অবাক হয়ে যেতো।বলতো এ কী মেঘ? তখন স্থানীয় মানুষ ভুল ভেঙ্গে দিতে বলতো, না না মেঘ না। এই থেকে নাকি নাম হয়েছে মেঘনা। স্থানীয়দের থেকে এই নাম ছড়িয়ে যায়।

০৫ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৬:৫৯

ইমন জুবায়ের বলেছেন: আমার তো এমনই বিশ্বাস করতে ইচ্ছে হয়।
অনেক ধন্যবাদ।

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ রাত ৮:৩৯

ভারসাম্য বলেছেন: এমনো তো হতে পারে এ নদীর নাম আদতে মেঘনাই ছিল; টলেমিই বরং ভুল করে এটাকে Mega নামে তার মানচিত্রে উল্লেখ করেছেন।

তৌফিক জোয়ার্দার এর মত আমার কাছেও প্রায় তেমনটাই মনে হয়।বাংলা 'মেঘ' শব্দ থেকেই 'মেঘনা' নামকরণ হতে পারে।

তবে ভূল-শুদ্ধ যাই হোক, টলেমীর ভূগোল বইতেও যে আমাদের মেঘনার উল্লেখ ছিল এটা জেনে খুব ভাল লাগছে।

আবার নির্মানাধীন 'টিপাইমূখ বাঁধ' এর কারণে অদূর ভবিষ্যতে মেঘনার করূণ পরিণতি ভেবে খারাপও লাগছে খুব।

'পানি টলমল মেঘনা নদীর কাছে
আমার অনেক ঋণ আছে
। '


০৫ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৭:০১

ইমন জুবায়ের বলেছেন: বাংলা 'মেঘ' শব্দ থেকেই 'মেঘনা' নামকরণ হতে পারে। অবশ্যই হতে পারে। হুমম আমাদের মেঘনার উল্লেখ ছিল এটা জেনে খুব ভাল লাগছে।আবার নির্মানাধীন 'টিপাইমূখ বাঁধ' এর কারণে অদূর ভবিষ্যতে মেঘনার করূণ পরিণতি ভেবে খারাপও লাগছে খুব। খারাপ লাগারই কথা।
অনেক ধন্যবাদ।

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:০৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আচ্ছা ভাই আপনার কোন পোস্টটিকে রেখে কোন পোস্টটি প্রিয়তে নিই বলেন তো। তাই সিদ্ধান্ত নিলাম আপনার কোন স্পেসিফিক পোস্ট প্রিয়তে না নিয়ে আপনার নামটিকেই প্রিয়তে নিয়ে যাব।

আপনার পোস্টগুলিতে আমি কমেন্ট সাধারনত করি না। কেন করি না তার উত্তরে বলব, একই কমেন্ট হয়ে যায় যে ! "ভাল লাগল, প্রিয়তে নিলাম"। বারবার একই কথা বলার চাইতে কিছু না বলাই কি ভাল না ?

আপনারই মত মেঘনার মোহনায়ই আমার জন্ম !

০৫ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৭:০২

ইমন জুবায়ের বলেছেন: হাঃ হাঃ হাঃ ...আমরার মতলবে। :) আপনার কোথায় বাই? :)

১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪০

মেহবুবা বলেছেন: খুব ভাল লাগল মেঘনার নামকরনের উৎস জেনে । নদী বিষয়ক যে কোন কথায় কৌতুহল । একসময়ে শুধু নদীর নাম থাকবে ইতিহাসে ,নামকরনেরও । মানচিত্রে চিহ্নিত থাকবে তার অবস্থান । বাস্তবে ?
কল্পনা করে নিতে হবে ।

০৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৩৫

ইমন জুবায়ের বলেছেন: :(

১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৩

ইলুসন বলেছেন: মেঘ থেকে মেঘনা নাকি মেগা থেকে মেঘনা! এই প্রশ্নের উত্তর বের করার জন্য কেউ কি আর কোন গবেষণা করেছে নাকি ওই একটাতেই শেষ? যাইহোক বরাবরের মতই ভাল পোস্ট।

০৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫০

ইমন জুবায়ের বলেছেন: মেঘ থেকে মেঘনা নাকি মেগা থেকে মেঘনা! এই প্রশ্নের উত্তর বের করার জন্য কেউ কি আর কোন গবেষণা করেছে নাকি ওই একটাতেই শেষ?
এই প্রশ্নটা আমারও।
অনেক ধন্যবাদ।

১৯| ০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪৪

সোমহেপি বলেছেন: লেখা পড়ে নামকরণের ইতিহাসটাতে মন সায় দেয় না।বরং যে আলোচনাটা হয়েছে তাতেই বিষয়টা অনুধাবন করা যায়।

কয়েকদিন আগে দাউদকান্দি মেঘনা ব্রিজের উপর গাড়ি থামতেই শীতল একটা বাতাসের পরশ পাই।চোখ খুলে দেখি মেঘনা।ছোট ছোট ঢেউ।সবগুলো ঢেউয়ের মাঝে একটি করে চাঁদ নাচছে।


নদী নাহলে বাংলাদেশের জন্ম হতোনা।নদী এদেশের জনক।

০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫২

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

২০| ০৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:১৬

রেজোওয়ানা বলেছেন: টলেমীর গ্রীক নাম এদেশে আশা তো তেমন কঠিন কিছু না! প্যারিপ্লাস অব ইরিথ্রিয়ান সী বইতে গঙ্গারিডি নামের বন্দরের উল্লেখ আছে, সেহেতু বোঝা যায় বানিজ্যিক যোগাযোগ তো ছিলই।

তবে মেঘনার আদি নাম কি ছিল, সেটা জানতে খুব ইচ্ছা করছে! মেঘনা' শব্দটাকে তো অনেক আধুনিক মনে হয়!

০৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৫৪

ইমন জুবায়ের বলেছেন: হুমম ...

২১| ০৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:২৪

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।:)


একটা কথা, আমার মনে হয় মেঘনা নামে একটা মেয়ে এ নদীর পাড়ে একদা হেসে খেলে বেড়াতো। তার সাথে এ নদীর পাড়েই দেখা হয়েছিলো এক পাতাল পুরীর রুপকুমারের আর তাই বুজি এ নদীর নাম মেঘনা।:)


অবশ্য তার আগে এ নদীর নাম কি ছিলো আমি সেটা জানিনা। এমনকি অনেক ভেবেও বের করতে পারিনি।

০৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৫৪

ইমন জুবায়ের বলেছেন: :)

২২| ০৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:২৮

নাজনীন১ বলেছেন: হুম, আমাদের মেঘনা! :)

মতলবের একেবারে পাশ ঘেঁষেই মেঘনা গিয়েছে, আমার বাড়ি অবশ্য ডাকাতিয়া নদীর কাছে, ফরিদগন্জ। আর মেঘনার মোহনায় হচ্ছে হাতিয়া দ্বীপ, নোয়াখালীর দক্ষিণান্চল।

ঐ মেঘনা নদী দেখে দেখে কোরিয়ার হান নদীকে খাল মনে হয়। :P

০৮ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১২

ইমন জুবায়ের বলেছেন: :)

২৩| ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: জন্ম প্রকৃতপক্ষে ডাকাতিয়ার তীরে, রায়পুর ;)

১৩ ই জানুয়ারি, ২০১২ সকাল ৭:০৭

ইমন জুবায়ের বলেছেন: সৌভাগ্যবান :)

২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:২৪

ফেরারী পাখি বলেছেন: পোষ্টটা সরাসরি প্রিয়তে নিলাম। অসম্ভব ভালো লাগল।

০২ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩১

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

২৫| ০১ লা মার্চ, ২০১২ সকাল ১১:২২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমার কাছে তৌফিক জোয়ার্দার, ম্যাভেরিক আর ভারসাম্যর মতকেই বেশী যৌক্তিক মনে হয়েছে। ভালো লাগলো নাম নিয়ে গবেষণা। আমাদের মধ্যে যুক্তির সংস্কৃতি ফিরে আসছে দেখে ভালো লাগছে।

০১ লা মার্চ, ২০১২ সকাল ১১:৫৫

ইমন জুবায়ের বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.