![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বামরা আবার আওয়ামী লীগের ঘাড়ে। দলটিতে বামাদের কদর বেশি। সিপিবি, ন্যাপ ও ছাত্র ইউনিয়ন থেকে আসা রাজনীতিকরাই গুরুত্ব পাচ্ছে। দলের প্রেসিডিয়ামসহ সব কমিটিতে তাদের রাখা হচ্ছে। মন্ত্রিসভায়ও তাদের প্রধান্য। এ নিয়ে আওয়ামী লীগে ক্ষোভও বাড়ছে।
বৃহস্পতিবার মধ্যরাতে এক টকশোতে দেয়া টেলিফোন প্রতিক্রিয়ায় সেই ক্ষোভ ও অভিমানের কথা শোনালেন আয়ামী লীগের প্রবীণ ত্যাগী নেতা তোফায়েল আহমেদ। তিনি বলেন, আমরা হয়তো নিকৃষ্ট। যারা ছাত্র ইউনিয়ন, সিপিবি ও ন্যাপ থেকে এসেছেন তারা খুবই আদর্শ মানের। অবশ্য দলের সভানেত্রী যেভাবে চেয়েছেন সেভাবে কমিটি করেছেন। এ সম্পর্কে আমার কিছু বলার নেই। এ নিয়ে আমার কোনো ক্ষোভ বা বেদনাও নেই।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫
রিওমারে বলেছেন: অবশ্য দলের সভানেত্রী যেভাবে চেয়েছেন সেভাবে কমিটি করেছেন। এ সম্পর্কে আমার কিছু বলার নেই। এ নিয়ে আমার কোনো ক্ষোভ বা বেদনাও নেই।
বলবেন কি করে-- হাসিনা যদি আপনাদের মাথায় পশ্রাব করে দেয় তা হলেও বলবেন আহারে কি শান্তি পাইলাম।। ঘাধার বাচ্চারা কোণদিন প্রতিবাদ করতে পারে না।। এটা ঘাধাদের সংবিধানে নাই।।
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৮
শয়ন কুমার বলেছেন: আওয়ামী লীগ নিজেই নিজের পতন ডেকে আনছে
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫২
বোকা ইনদুর বলেছেন: বিম্পিরে ধরছে জামাত আর আমেলীগরে ধরছে বাম
খেলা জমতাছে ভালই
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪
ঢাকাবাসী বলেছেন: এত নিকৃষ্ট মানের আদর্শহীন চরম স্বৈরাচারী টাকার লোভী রাজনৈতিক দল পৃথিবীর কোথাও নেই।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩
িট্রপ্ত বলেছেন: আর বেশীদিন নেই বাম রা আ.মী.লীগকে ডান বানিয়ে,স্বৈরাচার-মৈৗলবাদীদের বধ করে ৩য় শক্তিতে আসীন হবেন, স্বাগতম হে বাম........................................আ.মী.লীগ এর ঘার মটকে দেবার অপেক্ষায়