![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ মুজতবা আলীর ভাষায়, কুইনাইন জ্বর সারাবে কিন্তু কুইনাইন সারাবে কে ? যখন কুইনাইন নিজেই জ্বরের কারন হয়ে দাঁড়াবে। আসুন ইভটিজিং কে আমরা না বলি। এটি একটি সামাজিক ব্যধিতে রুপ নিয়েছে। তার জন্য সরকারের পাশাপাশি সামাজিক সচেতন ব্যক্তিদের ও সদিচ্ছার অভাব দেখছিনা। তার পরও সমাজ কলুষ মুক্ত হচ্ছেনা বলেই পত্রিকার পাতা ভারী হচ্ছে। কেন ? চোরের উপদ্রব থেকে রক্ষা পেতে আমরা সব ব্যবস্থাই করবো। কিন্তু সদর দরজা খোলা রেখে ঘুমালে সব ব্যবস্থাই ভেস্তে যাবে। তা যেন না হয় এবং কুইনাইন ও যাতে জ্বরের কারন না হতে পারে তার জন্য অতি উৎসাহী কুইনাইনকে ও নিরুৎসাহীত করতে হবে।
©somewhere in net ltd.