![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগে দাবী পূরণ কর তার পর দায়িত্ব গ্রহন করবো। আগে প্রভুত্ব দাও তার পর সেবা দেবো। এটাই যদি নেতাদের মনের কথা হয়, তাহলে এমন নিকৃষ্ট মনোভাব পরিহার করা সমীচীন। সেবায় সম্প্রসারন, প্রভুত্বে সংকোচন। তাই সেবার ভেতর দিয়েই সত্যিকরে বড় হওয়া যায় প্রভুত্বের মাধ্যমে নয়। পরাধীনতার শৃঙখল থেকে মুক্তি পেয়ে আজ সে কথা আমরা ভুলতে চলেছি বইকি ভুলেই গেছি। তাহলে স্বাধীনতার প্রয়োজনই বা হলো কেন আমাদের ? একথা ভাববার এখুনি সময়।
©somewhere in net ltd.