![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনেছি আলোর মিছিল, মশাল মিছিল,লাঠি মিছিল, লগি বৈঠা মিছিল, লাশের মিছিল। মেঘের মিছিল ! এটা আবার কেমন কথা ? এটা কি করে সম্ভব ? হয়তো সম্ভব। কারন মেঘেরা বলে গেছে বাতাসের কানে কানে। খুব সহসা তারা মিছিল সহকারে শোডাউন করবে। কারন সূর্য নাকি দাম্বিকতার সহিত প্রখর করছে নিজেকে নিয়ে। সে আলো দেয়, তাপ দেয়, তার উত্তাপ শক্তি অনেক বেশি এটাই নাকি তার অহমিকা। মেঘেরা ভাবলো সূর্যের এটা একটা স্বৈরাচারী মনোভাব। তাই মেঘেরা সিদ্ধান্ত নিলো সূর্যের অগ্নিঝরা এ শক্তিকে নিবিয়ে দিতে হবে। কেন তার এত বড়াই ? তাই মেঘেরা স্থির করলো সব সময় সূর্যের পাশা পাশি থেকে তাকে ঢেকে রাখতে হবে। এজন্য তারা মিটিং করবে, মিছিল করবে, প্রয়োজনে লাশ হবে তবু ক্ষান্ত হবেনা।
মোরালঃ মেঘেরাও কি সত্যিই একদিন এভাবে রাজনীতি দ্বারা প্রভাবিত হবে ?
©somewhere in net ltd.