নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলায়েত হোসেন ইমন

বেলায়েত হোসেন ইমন

বেলায়েত হােসেন ইমন

বেলায়েত হোসেন ইমন

বেলায়েত হােসেন ইমন › বিস্তারিত পোস্টঃ

পর সংস্কৃতির টপেটাঘাতেই মুসলিম সংস্কৃতির প্রাণ গেলো ! (১ম-পর্ব)

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৮

সভ্যতার কথা শুনলেই সংস্কৃতি চোখ মেলে তাকায়। ভাবে নিজের অস্তিত্বের কথা। সভ্যতার আদলে সংস্কৃতির জন্ম হলেও সভ্যতা এবং সংস্কৃতি অবিচ্ছ্দ্যে। সংস্কৃতি হচ্ছে রাষ্ট্ররূপ। কোন দেশ বা জাতির আবহমান কালের একটি প্রবাহমান গতি। সংস্কৃতির গতিধারাতেই কোন না কোন সভ্যজাতির পরিচয় মেলে। যাই হোক এক কথায় বলতে গেলে কোন রাষ্ট্রের শাসন,সামাজিক রিতিনীতি,ধর্ম,ভাষা,শিক্ষা,সাহিত্য,সঙ্গীত,চলচ্চিত্র,শিল্পকলা, পোষাকপরিচ্ছদ এবং জীবনযাত্রার বৈশিষ্ট্য সহ সবই কোন দেশ বা জাতির সংস্কৃতির পরিমন্ডলে আবর্তিত। পৃথিবীর যে কোন দেশ বা জাতিকেই তাদের নিজ নিজ ধর্মীয় বিধান মেনে চলতে হয়। আর এ বিধান মানতে গেলে সংস্কৃতিকে উপেক্ষা করার কোন সুজোগ নেই। তেমনি সারা বিশ্বের সকল মুসলমান নর নারীদেরকে তাদের মুসলিম সংস্কৃতির সীমানা পেরিয়ে ভিন্ন সংস্কৃতি তথা অপসংস্কৃতির বেল্লালাপনায় গা ভাসিয়ে দেয়া কোন ভাবেই সমিচীন হবেনা। আমাদের চারপাশের ভিন্ন সভ্যতা আর সংস্কৃতির দিকে তাকালে দেখা যায় তাদের আধিপত্য,আগ্রাসান আর চপেটাঘাতে আমাদের মুসলিম সংস্কৃতির প্রাণ যায় যায় অবস্থা।
এবার আসা যাক প্রাণ কার গেলো কি ভাবে গেলো ? তাহলে দেখাযায় অপসংস্কৃতির আগ্রাসানে আমাদের তথা মুসলিম নারী সমাজের অবস্থাই আজ সবচেয়ে বেশি বিপর্যস্থ এবং জর্জরিত। তাদের মাথায় আজ ভুত চেপে বসেছে। তারা যেমন আজ নিজেদেরকে খুঁজে বেড়াচ্ছে কি ভাবে চললে তারা পুরুষের পাশাপাশি অবস্থানে পৌঁছাতে পারবে, তেমনি পুরুষরার ও আজ স্বার্থের সুজোগ সন্ধানী হয়ে মাতোয়ারা। আজ তাদেরকে বাজারে বিক্রিকরছে যৈানকর্মী নাম দিয়ে। ধর্ষন করে কেউ আবার গলাটিপে হত্যাকরছে। কখনো নাচায় রংমহলে, কখনো বিজ্ঞাপনে,কখনো নাইটক্লাবের অপ্যায়নে,কখনো খোলা শরীরে পর্ণ কিবা ভিডিওতে,কখনো আবার নগ্নদেহে নাচায় সিনেমা আর নাটকে। তারপরও এই নারীরা আজ নিজেদেরকে খুঁজেই চলেছে। জানেনা আজ কি অমূল্য রত্ন হারাতে চলেছে তারা। তাই দূর থেকে আজ অপসাংস্কিৃতিক বাদীরা আমাদের মুসলিম নারীদের কানে উৎসাহের মন্ত্র দিয়ে যাচ্ছে। বলছে হে মুসলিম নারীরা তোমরা মাথা উঁচিয়ে পুরুষদের বলে দাও--
হে পুরুষ আমরা আজ তোমাদের প্রতিপক্ষ,আমরা আলাদা নারীপক্ষ, আমরাও সমঅধিকার প্রত্যাশি,আমরা চাই ক্ষমতায়ন, চাই সমমজুরি,পাশাপাশি থাকতে চাই কোটকাচারী,অফিস আদালতে,কলকারখানায় সবখানে। তাই অপসাংস্কৃতিক বাদীদেরই আজ জয় হলো। তারা আমাদের নারীদেরকে আজ বসিয়ে দিলো,ক্ষমতার মসনদে,বিমানবালা,একান্ত সচিব,ফ্যাশানশোতে ,মীনাবাজারে,সুন্দরী প্রতিযোগিতায়,ব্লু ফিল্ম এবং পর্ণগ্রাফীতে এবং সকল বেহায়াপনা খেলাধুলায়। হে নারী ! কি চাও আসলে তোমরা ? চলবে.....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.