![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(পূর্ব পাতা থেকে)
আমাদের মুসলিম নারী সমাজের কথা বলছি। তারা যে কি চায় আসলে তার নিজেরাও জানেনা। আর এর উত্তর বিশ্ব মুসলিম সমাজের জানা থাকলেও সেটা শুনতে তাদের আগ্রহ একেবারে নেই বললেই চলে। আজ তারা পূর্ব পারের অপসংস্কৃতি তথা ইয়াহুদ,নাসারা বাদীগণ কুচক্রী যে বিষমন্ত্র তাদের কানে দিয়ে আসছে তার পেছনেই বেপরোয়ারা হয়ে ছুটে চলছে।
আমরা জানি কোন দেশ বা জাতিকে ধ্বংশ করার জন্য আগ্নেয়াস্ত্র কিবা পরমাণু অস্ত্রের প্রয়োজন হয়না,যদি সুকৌশলে সে দেশ বা জাতির সংসাকৃতিকে ধ্বংশ করে দেওয়া যায়। মনে হয় এ জানাটা আমাদের আগেই পাশ্চাত্যের সাংস্কৃতিক আগ্রাসান বাদীরা জেনে গেছে। তাই তো তাদের এ আগ্রাসান আজ হঠাৎ করে নয়। সৃষ্টির শুরু থেকেই তারা ইসলাম বিদ্বেষী হয়ে এ আগ্রাসান চালিয়ে আসছে।
একজন নারীর সবচেয়ে বড় তিনটি মূল্যবান অধিকার রয়েছে সমাজে কিংবা রাষ্ট্রের কাছে। তা হলোঃ তার সতীত্ব,সম্ভ্রমের সন্মান এবং তার নিরাপত্তা। এর অতিরিক্ত বোনাস পাওনা হিসেবে যে গুলো রাষ্ট্রের কাছে তারা চাচ্ছে বা রাষ্ট্র তাদেরকে দিচ্ছে সবই পরের মুখের শেখানো। সব চেয়ে মজার ব্যাপার হলো, মুসলিম নারী সমাজের জন্য ইয়াহুদ কুচক্রীবাদীরা আজ যা কিছু চাকচিক্যময় করে তুরল ধরছে তাদের সামনে, সবই তাদের ধ্বংশ তথা করণ পরিনতির পথ। ডুবে মরার পথ। পাশাপাশি তাদের মুক্তি ও শুভ পরিনতির পথকে আজ তারা করে তুলছে বিভ্রান্তিকর এং ভয়ানক।
তাই আজ মুসলিম নারীসমাজকেই সিদ্ধান্ত নিতে হবে, সেকি গড্ডালিকা প্রবাহে ভেসে চলবে ডুবে মরার করুণ পরিনতির দিকে ? নাকি বীরাঙ্গনার মত সাহসী হয়ে খুঁজে নিবে নিজের মুক্তির পথ ?
©somewhere in net ltd.