![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের সমাজে একটি কথা প্রচলিত রয়েছে। পরের বউ দেখতে সুন্দর। আসলে কি তাই ? আসুন এ নিয়ে কিছু বাস্তব ধর্মী কথা বলি। জমির আলী একজন নীরিহ রিক্সাচালক। অর্থের দিক থেকে নীরিহ হলেও ভালোবাসায় মনটা ছিল টই টুম্বুর। সেই সুবাদে জমির আলী আলেয়াকে বিয়ে করে। বিয়ের পর জমির আলী আলেয়াকে আদর করে ডাকে আলো। কারন আলেয়ার সাথে তার ইয়ে করে বিয়ে। মানে ভালো বেসে। সেএক দীর্ঘ প্রেমের কাহিনী। আলেয়া ছিলো গার্মেন্টস কর্মী। সেই পথেই ছিলো জমির আলীর প্রধান চলাচল পথ। এক দিনের ছোট্ট পরিচয়ের পর তা বিশাল ভালোবাসায় রূপ নেয়। তার পর বিয়ে। এর পর পার করে তারা দাম্পত্তের দু’টি বছর। জমির আলীর শূন্য সংসারে একটি সন্তানের প্রত্যাশা করেও সেই সখ তার পুরন হলোনা। এ নিয়ে শুরু হয় তাদের সুখের সংসারে দুঃখের কাহানী। জমির প্রায়ই রাগের মাথায় আলোকে বলে, তোর খনিতে আল্লায় কি কোন পোলা মাইয়্যা দেয়নাই ? আলেয়া এ নিয়ে জমিরের সাথে বাদ প্রতিবাদ করেনা। এর পর থেকে জমির আলী ঘরে সময় মত আসেনা। রাত বিরাত বাসায় ফেরেনা। আগের মত ভালোবাসার কথা বলেনা আলেয়ার সাথে। আলেয়া ধরে নেয় জমির আলীর কোলে সে কোন সন্তান দিতে না পারায় সে আজ এমন আচরন করছে তার সাথে। কিন্তু ব্যাপারটা কি তাই ? তার পর যে আসল কারনের সন্ধান পেল আলেয়া,তা নিয়ে সে হতবাক। এমন ভালোবাসার মাঝে কি করে জমির পূনরায় পরকীয়ায় জড়িয়ে পড়লো ? এই বুঝি ভালোবাসার পরিনতি !
জমির আর আলেয়ার গল্প না হয় শেষ হলো এখানে। কিন্তু বাকীদের কথা ? উচ্চবিত্ত,মধ্যবিত্ত, কেউই নিস্তার পাচ্ছেনা এ দূরারোগ্য ব্যাধি থেকে। কারনটা কি জানেন ? গবেষণায় দেখা যায় প্রযুক্তির নগ্নতাকে প্রাধান্য দিতে গিয়ে হর হামেষাই আজ অমরা ধর্মীয় অনুভূতি থেকে ছিটকে পড়ছি। যেখানে মুসলমান মহিলাদের জন্য আল্লায় পর্দা ফরজ করেছে, সেখানে তারা খোলা মেলা চলতে গিয়ে পর পুরুষদের চোখে প্রিয় হয়ে ওঠছে প্রতি নিয়ত। তাইতো যত ভালোবাসা সবই পরের জন্য। ঘরের জন্য অনেকেই রাখতে নারাজ। আল্লাহ এ দূরারোগ্য ব্যাধি থেকে আমাদের হেফাজত করুন।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৮
রাজীব নুর বলেছেন: পড়লাম।