![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিবিড় পরিচর্যা ইউনিট(আইসিইউ) ও করনারি কেয়ার ইউনিট(সিসিইউ) এ দুটি ইউনিটেই নিবিড় পরিচর্যার প্রত্যাশায় মানুষ চিকিৎসা সেবা পেতে আগ্রহী হয়ে ওঠে। আর্থিক অবস্থার কথা ভাবার অবকাশ থাকেনা তাদের। অথচ নিবিড় পরিচর্যার কথা বলে আইসিইউ এবং সিসিইউ তে যে নিম্নমানের সেবা চলছে এ দেশের অধিকাংশ হাসপাতাল গুলোতে,তাতে পরিচর্যা যাই হচ্ছে, বিল ভাউচার করে মোটা অংকের ফায়দাটা লুপে নিতে ভুল করেও ভুল করেনা কর্তৃপক্ষ। ধনী লোকেদের অবস্থা এতে যাই হোকনা কেন মধ্যবিত্ত পরিবারের কথা বলতে গেলে দু’ফোটা চোখের জল ফেলতে হয় সাথে। এ প্রসঙ্গে কাজী নজরুলের কথাটা মনে পড়ে যায়-“ গেছে দেশ দুঃখ নাই আবার তোরা মানুষ হ ”। বলছি ভোক্ত ভোগীদের কথা। ভোক্ত ভোগীদের টাকা গেছে যাক তাতে দুঃখ নাই, কিন্তু তাদের অপ্রতুল চিকিৎসা সেবা নিয়ে নানান প্রশ্ন আজ জন মনে। একটি সমীক্ষায় দেখা গেছে দেশের প্রায় ৭০ ভাগ আইসিইউ তে কৃত্তিম শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রনের যন্ত্র নেই। প্রয়েোজনীয় সেবিকা নেই। সেবিকা যাই আছে প্রশ্ন ওঠেছে তাদের সেবার মান নিয়ে। এরই নাম কি নিবিড় পরিচর্যা বা আইসিইউ ? যেখানে পরিচর্যা কম কিন্তু খরচ বেশি।
©somewhere in net ltd.