নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলায়েত হোসেন ইমন

বেলায়েত হোসেন ইমন

বেলায়েত হােসেন ইমন

বেলায়েত হোসেন ইমন

বেলায়েত হােসেন ইমন › বিস্তারিত পোস্টঃ

গরু যখন গাছে ওঠে !

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৩

কেমন আজব কথা ? গরু আবার গাছে ওঠে কেমন করে ? ও হ্যাঁ মনে পড়েছে। শুনেছি সিনেমার গরু নাকি গাছে ও ওঠতে পারে। আসলে ওঠতে পারেনা। উঠানো হয়। কারন,আজকালকার চলচ্চিত্র পরিচালক কিংবা স্ক্রিপ্ট রাইটাররা কাল্পনিক কাহিনীকে সাজিয়ে এমন গল্প বানাতে চেষ্টা করেন যার সাথে বাস্তব জীবনের কোন মিল খুঁজে পাওয়া যয়না। অথচ নাটক কিবা সিনেমা হচ্ছে বাস্তবতার প্রতিচ্ছবি। তার প্রকৃষ্ট উদাহারণ হলো সিনেমার নায়িকারা বখাটে কতৃক যখনই কোন ইভটিজিং বা কিডন্যাপ হয় সেখানেই নায়ক এসে হাজির হয়। কিন্তু কিভাবে এবং কেন ? এখানে দুটি প্রশ্ন থেকে যায়। প্রথম প্রশ্নটি অমূলক হলেও দ্বিতীয়টির উত্তর হলো কেলই ভালোবাসার জন্য। তাহলে মানবতা ? মানুষের জন্য মানুষের মানবিক দায়িত্ব বলতে যা বোঝায় তার কি কোন মূল্যই থাকবেনা এখানে ?
আচ্ছা এবার আমার একটা পরামর্শ দিলে কেমন হয় ? সিনেমা কিংবা নাটক যদি বাস্তবতারই আদলে হয়ে থাকে তা হলে আমাদের সমাজ চলচ্চিত্রের যে ধারাবাহিকতা এগিয়ে চলছে ধারাবাহিক ভাবে তাতে সমাজের যুব শ্রেনীর তরুনেরা সবাই যদি নায়কের ভূমিকা পালন করে তাতে ক্ষতি কি ? সেখানে ভালোবাসা নাই বা পেল অন্তত মানবিকতার হাত টুকু বাড়িয়ে যদি এ দেশের যুবসমাজ এগিয়ে আসতো, তবেই ভাবতাম সিনেমার গরু ঠিকই গাছে ওঠতে পারে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৯

হামিদ আহসান বলেছেন: আমাদের সমাজ চলচ্চিত্রের যে ধারাবাহিকতা এগিয়ে চলছে ধারাবাহিক ভাবে তাতে সমাজের যুব শ্রেনীর তরুনেরা সবাই যদি নায়কের ভূমিকা পালন করে তাতে ক্ষতি কি ? সেখানে ভালোবাসা নাই বা পেল অন্তত মানবিকতার হাত টুকু বাড়িয়ে যদি এ দেশের যুবসমাজ এগিয়ে আসতো, তবেই ভাবতাম সিনেমার গরু ঠিকই গাছে ওঠতে পারে।

ভাল লাগল কথাগুলো .....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.