![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a social worker.
সম্প্রতি জামায়েতের কর্মকান্ড দেখে মনে হচ্ছে দেশে একটা গৃহযুদ্ধের সম্ভবনা তৈরি হচ্ছে। প্রকৃত পক্ষে যদি এ বিচারটি রাজনৈতিক উদ্দেশ্য প্রনীত না হয়ে সকল দলের মধ্যে থাকা মানবতাবিরোধীদের ও ছেড়ে দেয়া ১৯৫ জন পাকিস্তানী সেনার বিচার হতো তবে হয়তো এ গোলযোগ হতোনা এবং আসল যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হতো। কোনরুপ রক্তপাত ছাড়াই। কিন্তু তা কী হচ্ছে? আর হচ্ছে না বলেই জামায়াত ট্রাইবুনাল ভেঙ্গে দেয়ার হুমকি দেয়ার সাহস দেখাচ্ছে।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
রোদের ক্রোধ বলেছেন: জনগন এত বোকা না । আজ থেকে তারা বুঝে গেছে আওয়ামীলীগ কি চিজ । আর বি এন পি জামাত কে জীবনেও ছাড়বে না । বিগত ৪ বছর আওয়ামীলীগ প্রতিটা দিন চেষ্টা করছে জোট ভাঙতে । পারে নাই । আওয়ামীলীগ এর শত উস্কানি সত্তেও বি এন পি কে টলাতে পারেনি । উল্টা এরশাদ চাচা হাম্বা লিগের উপর গোসসা করে জোট প্রায় ছেড়ে দিয়েছেন । এখন শেখ হাসিনা দিশেহারা হয়ে যতই ট্রিক্স খাটাক না কেন, সফল হবেনা । উল্টা বুমেরাং হবে । যেমন টা হল এইবার - ভেবছিল অত্যাচার করতে করতে জামাত কে ধ্বংস করবে । তারপর উল্টা ওদের তাণ্ডবে রায় গেল পাল্টে । এখন আবার তত্যাবধায়ক সরকার নিয়ে আরেক টি লগি বৈঠা শো হবে । অতঃপর হাসিনা আত্মসমর্পণ করবে ।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
শোয়েব হাসান বলেছেন: Right
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
বিএইচ মাহিনী বলেছেন: good.