নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শিক্ষক, লেখালেখি, সম্পাদনা ও মানবাধিকার নিয়ে কাজ করি। বাংলাদেশ কে ভালবাসি। দেশের জন্য, মানুষের জন্য সামান্য হলেও কিছু করতে চাই।

মা, মাটি ও মানুষকে ভালবাসি। ভালবাসতে চাই।

বিএইচ মাহিনী

I am a social worker.

বিএইচ মাহিনী › বিস্তারিত পোস্টঃ

ক্বিয়ামতের ১০টি পূর্বাভাস -বি.এইচ.মাহিনী

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

মহানবী স. বলেন কিয়ামত সংঘটিত হওয়ার নিদর্শন দশটি। আর তা হলো-

১. ধোঁয়া, যা পূর্ব হ’তে পশ্চিম প্রান্ত পর্যন্ত এক নাগাড়ে চল্লিশ দিন বিস্তৃত থাকবে।

২. দাজ্জাল বের হবে।

৩. চতুষ্পদ জন্তু বের হবে।

৪. পশ্চিমাকাশ হ’তে সূর্য উদিত হবে।...

৫. ঈসা ইবনু মারিয়াম আকাশ হ’তে অবতরণ করবেন।

৬. ইয়া‘জূজ মা‘জূজ বের হবে।

৭. পূর্বাঞ্চলে ভূমিধস হবে।

৮. পশ্চিমাঞ্চলে ভূমিধস হবে।

৯. আরব উপদ্বীপে ভূমিধস হবে।

১০. সবশেষে ইয়ামান হ’তে এমন এক আগুন বের হবে যা মানুষকে তাড়িয়ে একটি সমবেত হওয়ার স্থানে নিয়ে যাবে। অপর এক বর্ণনায় আছে, আদন (এডেন)-এর অভ্যন্তর হ’তে আগুন বের হবে। যা মানুষকে সমবেত হওয়ার স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে।

অপর এক বর্ণনায় দশম লক্ষণ সম্পর্কে বলা হয়েছে, এমন বাতাস প্রবাহিত হবে, যে বাতাস কাফেরদেররে নিক্ষেপ করবে। আর বিশেষ করে ক্বিয়ামত তখনই সংঘটিত হবে যখন যমীনে ‘আল্লাহ, আল্লাহ বলার কোন মানুষ থাকবে না’।) যখন মানুষ আল্লাহ তা‘আলাকে স্মরণ করবে না, তাঁর দাসত্ব করবে না তখনই ক্বিয়ামত সংঘটিত হবে।কারণ আল্লাহর যিকির ও ইবাদত হচ্ছে দুনিয়ার স্থায়ীত্বের প্রমাণ। আল্লাহ তা‘আলা দুনিয়ার মধ্য থেকে নেক আমলকারী ব্যক্তি ও সৎ, ঈমানদার ব্যক্তিদের উঠিয়ে নিবেন এবং খারাপ ও নিকৃষ্ট মানুষের উপর ক্বিয়ামত সংঘটিত করবেন।



২. মুসলিম, বঙ্গানুবাদ মিশকাত হা/৬২৩০।

৩. মুসলিম, মিশকাত হা/৫২৮২।

৪. মুসলিম, মিশকাত হা/৬২৮৩।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

ইয়ান্তোজোন্স বলেছেন: ধন্যবাদ, আপনার কাছ থেকে দাজ্জাল বিষয়ক আরো লেখা আশা করছি।

২| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯

এম আর ইকবাল বলেছেন: কোরআন হাদিসের আলোকে কেয়ামত সংঘটিত হওয়ার কোন সময়সুচি আছে ?
২০০০ বছর, ৫০০০ বছর ১০০০০ বছর ইত্যাদি ?

নাকি শুধু " যখন মানুষ আল্লাহ তা‘আলাকে স্মরণ করবে না, তাঁর দাসত্ব করবে না তখনই ক্বিয়ামত সংঘটিত হবে।" এই বাক্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.