নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শিক্ষক, লেখালেখি, সম্পাদনা ও মানবাধিকার নিয়ে কাজ করি। বাংলাদেশ কে ভালবাসি। দেশের জন্য, মানুষের জন্য সামান্য হলেও কিছু করতে চাই।

মা, মাটি ও মানুষকে ভালবাসি। ভালবাসতে চাই।

বিএইচ মাহিনী

I am a social worker.

বিএইচ মাহিনী › বিস্তারিত পোস্টঃ

!!!!! পেয়াজের অতি প্রয়োজনীয় কিছু ব্যাবহার….বি.এইচ.মাহিনী, শিক্ষক-সাংবাদিক ও কলামিস্ট !!!!!

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৪

• পেয়াজের রস চুলে দিলে তা উকুন নাশক হিসেবে কাজ করবে পাশাপাশি চুল পরা কমাতেও সাহায্য করবে।

• দৈনিক পেয়াজ খেলে তা আপনার যৌন সমস্যাগুলো দূর করবে।

• লাল পেঁয়াজ মাসিক রোগ সংশোধন করতে সাহায্য করে. মাসিক শুরু হবার কিছু দিন আগে লাল পেয়াজ খান ।

• কারো নাক দিয়ে রক্ত পরলে কাচা পেয়াজ কেটে তার ঘ্রাণ নিতে দিন ।

• প্রতিদিন একটা পেঁয়াজ আপনার ঘুমের অভাব দূর করবে ।

• পোকামাকড় কামড়ালে সেখানে পেঁয়াজের রস লাগিয়ে দিন

• সাদা পেয়াজ piles থেকে রক্ত ঝরা বন্ধ করবার জন্যেও সুপারিশ করা হয় ।

• পেয়াজ হজম শক্তি বাড়ায়।

• শরীর থেকে অবাঞ্ছিত কলেস্টেরল সরিয়ে সাহায্য করে।

• দৈনিক একটি লাল পেঁয়াজ করোনারি হার্ট রোগ থেকে আপনাকে বাঁচাতে পারে ।

• পেঁয়াজ শরীরে ইনসুলিন উৎপাদন বৃদ্ধি করে।

• জয়েন্ট পেইন দূর করে।

• হলুদের সাথে পেয়াজের রস মিশ্রিত করে শরীরে কোন কাল দাগ থাকলে সেখানে ব্যবহার করুন।

• দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে ।

• আপনার শিশুর কৃমি সমস্যা থাকলে এক চামচ পেঁয়াজের রস খেতে দিন ।

• মেয়াজ মেমরি ও স্নায়ুর উন্নতি ঘটায়।

• কোলন ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে।

• প্রতিদিন চিনি দিয়ে পেয়াজ খেলে তা শিশুদের উচ্চতা লাভ করতে সাহায্য করে ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৮

এম আর ইকবাল বলেছেন: এত কিছু জানলে পেয়াজের দাম তো আর নামবে না ।

২| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬

ঢাকাবাসী বলেছেন: এই জ্ঞানটা যখন দিচ্ছেন তখন তো দামের ঠেলায় পেয়াজ কেনাই ছেড়ে দেব মনে করছি!

৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪০

মশিকুর বলেছেন:
পেয়াজের অপকারিতা প্রচার করা দরকার দেখতাছি।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২২

ডরোথী সুমী বলেছেন: দারুন উপকারী খবর দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৯

হাসিব০৭ বলেছেন: =p~ =p~ =p~ =p~ পেয়াজ খাইলে হাসিনা আর খালেদার মত ঝগড়াটে হওয়া যায় যেটার শুরু আছে কিন্তু শেষ নেই =p~ =p~ =p~ =p~

৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.