নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শিক্ষক, লেখালেখি, সম্পাদনা ও মানবাধিকার নিয়ে কাজ করি। বাংলাদেশ কে ভালবাসি। দেশের জন্য, মানুষের জন্য সামান্য হলেও কিছু করতে চাই।

মা, মাটি ও মানুষকে ভালবাসি। ভালবাসতে চাই।

বিএইচ মাহিনী

I am a social worker.

বিএইচ মাহিনী › বিস্তারিত পোস্টঃ

ঈদুল ফিতরের দিন ১৩টি সুন্নত।-বি.এইচ.মহিনী

২৮ শে জুলাই, ২০১৪ রাত ৯:০১

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসুন জেনে নিই পবিত্র ঈদুল ফিতরের সুন্নতগুলি। ঈদের ফিতরের ১৩টি সুন্নত রয়েছে। যা নিম্নে র্বননা করা হলো।

১. ভোরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠা।

২. মেস্ওয়াক করা।

৩. গোসল করা।

৪. যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা।

৫. শরীয়ত-সম্মত সাজসজ্জা করা।

৬. খুশবু লাগানো।

৭. ঈদগাহ যাওয়ার পূর্বে কোন মিষ্টি-দ্রব্য

খেয়ে নেওয়া।

৮. আগে আগে ঈদগাহে যাওয়া।

৯. ঈদগাহ যাওয়ার পূর্বে সদকায়ে ফিতির (ফেতরা)

না দিয়ে থাকলে দিয়ে যাওয়া।

১০. ঈদগাহে গিয়ে ঈদের নামায পড়া। বিনা ওযরে ঈদের

নামায মসজিদে না পড়া।

১১. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া।

১২. যাওয়ার সময় এই তাকবীর

আস্তে আস্তে পড়তে পড়তে যাওয়া-

ﺍﻟﻠﻪ ﺍﻛﺒﺮ ﺍﻟﻠﻪ ﺍﻛﺒﺮ ﻻﺍﻟﻪ ﺍﻻﺍﻟﻠﻪ ﻭﺍﻟﻠﻪ ﺍﻛﺒﺮ ﺍﻟﻠﻪ ﺍﻛﺒﺮ

ﻭﻟﻠﻪ ﺍﻟﺤﻤﺪ

“আল্লাহু আকবার, ল্লাহু আকবার, লা-

ইলাহা ইল্লালাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহু

আকবার ওয়ালিল্লাহিল হামদ্।”

১৩. এক রাস্তায় যাওয়া, অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন

করা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.