নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শিক্ষক, লেখালেখি, সম্পাদনা ও মানবাধিকার নিয়ে কাজ করি। বাংলাদেশ কে ভালবাসি। দেশের জন্য, মানুষের জন্য সামান্য হলেও কিছু করতে চাই।

মা, মাটি ও মানুষকে ভালবাসি। ভালবাসতে চাই।

বিএইচ মাহিনী

I am a social worker.

বিএইচ মাহিনী › বিস্তারিত পোস্টঃ

ইংরেজিভীতি ও পরীক্ষায় ভরাডুবি ঢেকাতে...

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৮

বি.এইচ.মহিনী : চাকরির বাজারে আজ ইংরেজি জানা লোকের কদর অনেক বেশি। অথচ ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে আমরা কতই না চেষ্টা-প্রচেষ্ট করে চলেছি। বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের ইংরেজিভীতি দূর করতে ও সহজ-সরলভবে ইংরেজি শেখাতে যে ক’জন সৃষ্টিশীল গবেষক অবদান রেখে চলেছেন এসএম জাকির হুসাইন তাদের মধ্যে অন্যতম। শুধু ইংরেজি নয়, অন্যান্য বিষয়ভিত্তিক গ্রন্থ ও সহায়ক প্রনয়ণেও রয়েছে তার ব্যাপক অনদান। দেশের সৃজনশীল গবেষণায় তার অবদান অসামান্য।
ইংরেজিতে সারাদেশে ব্যাপক ভরাডুবি ঘটে চলেছে। শুধু জেএসসি, এসএসসি বা এইচএসসি’তেই নয় বরং বিশ্ববিদ্যাল, মেডিকেল ও বুয়েটে ভর্তি পরীক্ষায়ও এরূপ ভরাডুবি লক্ষ্যনীয়। এই প্রবনতা অনেক আগেই শুরু হয়েছে। এখন আমরা তার চরম রূপটি দেখছি। এবার ঢাকা বিশ্ববিদ্যয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মাত্র দু’জন শিক্ষার্থী ইংরেজিতে পাশ করেছে। যা নিঃসন্দেহে একটি বড় বিপর্যয় হিসেবে গণ্য। এতো বই, এতো কোচিং, এতকিছু সত্বেওকেন এ অবস্থা? শুধু পথ্য খেলেই অসুখ সারে না। সাথে ঔষধও খেতে হয়। সঠিক বই তথা ম্যটেরিয়াল ছাড়া শুধু গাইড ও কোচিং নির্ভরতার কারণে আজ এ অবস্থা। এতে প্রকৃতপক্ষে শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্থ হচ্ছে। সিলেবাস সৃজনশীল অথচ শেখানো হবে গৎ-বাধা নিয়মে এটা কোনো কথা নয়। এখানে সরকারের কী দোষ? ভুলতো আমাদের। বরং বলা যায় দোষ কারোরই নয়, আমরা পরিস্থিতির স্বীকার।
তাই ইংরেজি’র ভরাডুবি ঠেকাতে এখই তুলে নিন এসএম জাকির হুসাইন স্যারের রচিত ইংরেজিসহ ব্যতিক্রমী বই গুলো। এমন একটি ব্যতিক্রম বই হলো ‘A passage to the English Grammar & composition.’ যা অনুসরণ করলে মুখস্ত বিদ্যার কোনোই প্রয়োজন হয় না। এরূপ আরো কয়েকটি বই হলো ‘Techniques for smart reading & deep thinking, ABCL creative speaking & listening, ABCL Grammar analysis and Blank-filling, ABCL Academic English Grammar, English structure. এছাড়াও রয়েছে সৃজনশীল চিন্তা ও বুদ্ধিমত্তা বিকাশের কৌশল, সৃজনশীল গণিত ইত্যাদি। বইগুলো বিষয়বস্তু অনুযায়ি জেএসসি, এসএসসি, এইচএসসি ও অন্যান্য সবর জন্য প্রযোজ্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.