নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শিক্ষক, লেখালেখি, সম্পাদনা ও মানবাধিকার নিয়ে কাজ করি। বাংলাদেশ কে ভালবাসি। দেশের জন্য, মানুষের জন্য সামান্য হলেও কিছু করতে চাই।

মা, মাটি ও মানুষকে ভালবাসি। ভালবাসতে চাই।

বিএইচ মাহিনী

I am a social worker.

বিএইচ মাহিনী › বিস্তারিত পোস্টঃ

বাংলার প্রখ্যাত লোকশিল্পী সাবু’র দু’টি বাল্বই বিকল : সহায়তা কামনা

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৬

তাঁর সঞ্চয়ী হিসাব নম্বর ৩৪০১৫৬২৭ সোনালী ব্যাংক,
গোবরা শাখা, নড়াইল।

বি.এইচ.মাহিনী : দুই বাংলার প্রখ্যাত লোকগীতি শিল্পী নড়াইলের কৃতি সন্তান সাইফুল ইসলাম সাবু গুরুতর অসুস্থ। তাঁর বুকের দু’টি বাল্বই নষ্ট হয়ে গেছে। সেখানে প্রতিস্থাপন করতে হবে নতুন বাল্ব। এটা সম্ভব হলে হয়তোবা আমরা ফিরে পাব বাংলার প্রখ্যাত জারি গানের শিল্পী জারি স¤্রাট সাইফুল ইসলাম সাবুকে। শিল্পী সাইফুল ইসলাম সাবু’র গ্রামের বাড়ি নড়াইলের বিছালী ইউনিয়নের চাকই গ্রামে। বাবা ঈদু শিকদার ছিলেন একজন গরিব কৃষক। এমনই একটি দরিদ্র পরিবার থেকে হাজারো দুঃখ কষ্টের মাঝে তিনি সংগীত সাধনা করে আজকের অবস্থানে এসেছেন। তিনি শুধু এপার বাংলা নয়, ওপার বাংলারও একজন জনপ্রিয় জারি ও লোকগীতির শিল্পী। এখনেই শেষ নয়, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে সংগীত জগতে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন বহু আগেই। গত কয়েক বছর যাবৎ তিনি বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন। সম্প্রতি তাঁর বুকের ভিতরের দু’টি বাল্বই অকেজো বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। তাঁরা আরো জানান, অতি সত্ত্বর তাঁর বিকল হওয়া বাল্ব দু’টি প্রতিস্থাপন করা দরকার। না হলে তাঁর জীবনাবসনের অশংঙ্কা রয়েছে বলেও জানান চিকিৎসক। তাঁর বাল্ব প্রতিস্থাপনের জন্য প্রয়োজন কয়েক লক্ষ টাকা। যা এই হত দরিদ্র শিল্পীর পক্ষে জোগাড় করা অসম্ভব। তবে কী ধুকে ধুকে শেষ হয়ে যাবেন তিনি? আমরা কী হারাবো আমাদের দেশের একজন স্বনামধন্য সংগীত সাধককে? বিত্তবানদের কাছে আবেদন এই গুনী শিল্পীকে বাঁচাতে এগিয়ে আসুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.