নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শিক্ষক, লেখালেখি, সম্পাদনা ও মানবাধিকার নিয়ে কাজ করি। বাংলাদেশ কে ভালবাসি। দেশের জন্য, মানুষের জন্য সামান্য হলেও কিছু করতে চাই।

মা, মাটি ও মানুষকে ভালবাসি। ভালবাসতে চাই।

বিএইচ মাহিনী

I am a social worker.

বিএইচ মাহিনী › বিস্তারিত পোস্টঃ

নববর্ষে পান্তা-ইলিশে মেতেছে বিত্তবান : তানিয়া বুলির স্বপ্ন...

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১১

বি.এইচ.মাহিনী : পহেলা বৈশাখে নান মানুষ নানান সাজে সেজেছে। কিন্তু তানিয়া'র খবর ক'জন রাখে। সেও কিন্তু আমাদের সমাজেরই মানুষ। তার নাম মোছাঃ তানিয়া বুলি। দেখতে ছেলের মতো মনে হলেও সে একটি প্রতিবন্দী মেয়ে। অভয়নরগ উপজেলার পাথালিয়া গ্রামের মোঃ হাবিবুর রহমান নামক এক গরিব কৃষকের মেয়ে সে। বয়স ১৫। প্রতিবন্দী হিসেবে জন্মনিয়ে দিনের পর দিন অত্যন্ত কষ্টের সাথে দিনাতিপাত করছে এ দরিদ্র কৃষক কণ্যা। বাবার আর্থিক আর্থিক অস্বচ্ছলতার কারণে হয়ে ওঠেনি তার বিদ্যালাভের সুযোগ। সমাজের প্রতিটি স্তরে স্তরেই তাকে মুখোমুখি হতে হয় নানা প্রতিকুলতার। সমাজের আর দশ জনের মতো স্বাভাবিকভাবে বাঁচার স্বপ্ন থাকলেও তার স্বপ্ন সফলতার মুখ দেখে না। নানা ধরণের বঞ্চনা ও ধিক্কার নিয়ে দিনের পর দিন বেড়ে উঠছে তানিয়া বুলি। স্বপ্ন তার লেখাপড়া শিখে স্বাবলম্বী হওয়ার। অপরের বোঝা হয়ে থাকা তার জীবনের জন্য চরম দূর্বিসহ হয়ে উঠেছে।সমাজের বিত্তবান মানুষের কাছ থেকে প্রতিনিয়ত সাহায্য নিয়েই চলতে হয় তাকে। কিন্তু এ পাওয়াটা একেবারেই সীমিত। যার ফলে একটা হুইল চেয়ারের ব্যবস্থাও করতে পারেনি সে। রাস্তায় রাস্তায় হাঁটু ঘেঁষে চলতে হয় তাকে। একটা শারীরিক প্রতিবন্দী মেয়ের পক্ষে যেটা একেবারেই অসম্ভব। তার আশা কোনো বিত্তবান মানুষ যদি তার চলাচল ও বাঁচার জন্য একটু সহযোগীতার দৃষ্টি নিয়ে এগিয়ে আসে তাহলে সে আর দশটা মানুষের মতো হেসে-খেলে জীবন কাটাতে পারতো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.