![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a social worker.
পাক-ভারতের পর সাউথ আফ্রিকা বধ। নিঃসন্দেহে এটি বাঙ্গালী তথা বাংলাদেশী মানুষের জন্য আনন্দের বন্যা স্বরূপ। একই সাথে একদিন বাদেই পবিত্র ঈদুল ফিতরের খুশির ফোয়ারা মুসলিম ঘরে ঘরে। শুধু তাই নয়, এবার এ আনন্দ শুধু মুসলিমের জন্যই সীমাবদ্ধ নয়। একই দিনে হিন্দু ধর্মের অন্যতম বৃহৎ অনুষ্ঠান ‘রথ যাত্রা’। তাই আনন্দগুলো যেন ভেদাভেদহীন দূর্গে পরিণত হয়েছে। কিন্তু সব আনন্দই যেন ম্লান করে দেয় বেদনা বিধুর সামিউল ইসলাম রাজন হত্যাকান্ড। তাছাড়া রাজন হত্যার পরদিনই দিনাজপুরে কতিপয় নরপিচাশের হাতে হাত-পায়ের রগ ও কান কর্তিত হলো এক ছাত্রের। নিঃসন্দেহে এসকল হত্যা ও সন্ত্রাস দেশ-জাতি ও ভবিষৎ প্রজন্মের জন্য হুমকি স্বরূপ। আমরা শান্তি চাই। শান্তির পথে চললেই শান্তি পাওয়া যায়। আর সমাজ যেহেতু আমরাই (যার যার অবস্থান থেকে) পরিচালনা করি। তাই সমাজের উন্নতি, অগ্রগতি ও শান্তি রক্ষার দায়িত্ব আমাদেরই।
ঈদ মোবারক, সফল হোক আমদের পথ চলা...সফল হোক বাংলার দামাল ছেলেরা
-- বি.এইচ.মাহিনী
প্রতিষ্ঠাতা ও পরিচালক-আঞ্চলিক পাবলিক লাইব্রেরি, সিংগাড়ী।
Abhaynagar, Jessore.
©somewhere in net ltd.