![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a social worker.
‘সু শিক্ষিত লোক মাত্রেই সু-শিক্ষিত। প্রমথ চৌধুরীর এ বক্তব্যই একটি গ্রন্থাগার গড়ে তুলতে অনুপ্রেরণা যোগায় মানুষের অন্তরে। আর এক সময় সে অনুপ্রেরণা মানুষকে সৃষ্টিশীল একটি গ্রন্থাগার গড়ে তুলতে সক্ষম করে তোলে। একটি গণ-গ্রন্থাগার একটি জাতি বা সমাজের প্রতিচ্ছবি। প্রমথ চৌধুরী আরো বলেছেন ‘বই কিনে কেউ দেওলিয়া হয় না।’ তাই বই কেনা ও পড়ার মাঝে রয়েছে অনন্ত সুধা। যে সুধা একমাত্র বইপ্রেমী ও পাঠকই জানেন। তাই বইয়ের এমন একটি সম্ভার গড়ে তোলা একান্ত দরকার। প্রতি ঘরে ঘরে যদি একটি লাইব্রেরি গড়ে তোলা যায় তবে এগিয়ে যাবে দেশ। এগিয়ে যাবে সমাজ। একজন ভালো পাঠকই পরবর্তীতে একজন ভালো দেশনায়ক হতে পারে। হতে পারে একজন ভালো শিক্ষক, সমাজপতি, বিজ্ঞানী, গবেষক, স্কলার ইত্যাদি। বই পড়ার বিকল্প একমাত্র গ্রন্থাগারই হতে পারে। তাই আসুন প্রতি ঘরে ঘরে গড়ে তুলি একটি লাইব্রেরি।
©somewhere in net ltd.