![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a social worker.
সৃজনশীল চিন্তা-চেতনার মাধ্যমে শিক্ষা, শিল্প ও সাহিত্যের বিকাশ ঘটাতে হবে- কবিরতœ অধীর কুমার দাস
সৃষ্টির কল্যাণে অর্জিত শিক্ষাই প্রকৃত শিক্ষা-ড. মাহমুদুল হাছান
মিডিয়া পার্টনার দৈনিক নওয়াপাড়ার পৃষ্ঠপোষকতায় সিংগাড়ী আঞ্চলিক গণ-গ্রন্থাগারের আয়োজনে ১৭ জুন শুক্রবার সকালে অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী সিংগাড়ী মডেল হাইস্কুল অডিটোরিয়ামে ১৯ জন কৃতি শিক্ষার্থীকে ‘এ-প্লাস’ সম্বর্ধনা’ ও শিক্ষক সাংবাদিক বি.এইচ.মাহিনী’র ২য় গ্রন্থ ক্যারিয়ার ভাবনা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কবিরতœ সু-লেখক অধীর কুমার দাস বলেন, সৃজনশীল চিন্তা-চেতনার মাধ্যমে শিক্ষা, শিল্প ও সাহিত্যের বিকাশ ঘটাতে হবে। সমাজ পরিবর্তনে সু-শিক্ষার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তৃতায় ‘ক্যারিয়ার ভাবনা’র সম্পাদক ঢাকার মন্নু স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ড. মাহমুদুল হাছান বলেন, সৃষ্টির কল্যাণে অর্জিত জ্ঞানই প্রকৃত শিক্ষা। তিনি আরো বলেন, তোমার শিক্ষা যদি সু-শিক্ষা হয় তবেই তুমি দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারবে। গন-গ্রন্থাগারের সভাপতি সাংবাদিক ও নাট্যকার হাফিজুল ইসলাম আকুঞ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার আরিফুল ইসলাম এবং নির্বাহী সম্পাদক লেখক ও শিক্ষক বি.এইচ.মাহিনীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গণগ্রন্থাগারের প্রধান উপদেষ্টা কবিরতœ ডা. সেখ নূর মহম্মদ, হিদিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সিদ্দিকুর রহমান, অভয়নগর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিংগাড়ী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যসায়ী ও সমাজ সেবক শেখ আকতার হোসেন, শেখ আব্দুল ওহাব মডেল কলেজের প্রিন্সিপাল মোঃ রবিউল হোসেন, অভয়নগর পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক অজিত কুমার পাল, সমাজ সেবক ও সিংগাড়ী বঙ্গবন্ধু ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এম এম আজিম উদ্দিন, সাংবাদিক ও শিক্ষক আমিনুর রহমান, মাস্টার সরদার জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক ও আলোকিত যুব’র সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সিংগাড়ী আর্ট এন্ড কালচার একাডেমির অধ্যক্ষ ও গণগ্রন্থাগারের সহ-সম্পাদক সব্যসাচী বিশ্বাস, সাংবাদিক মেহেদী হাসান ইরান, প্রভাষক তমাল তরু বিশ্বাস, ইঞ্জি. নাহিদ সুলতান, মল্লিক আ. রশিদ, স্থানীয় মেম্বর সরদার নাসির উদ্দিন, সাংবাদিক মোল্যা হেদায়েত ও রমেশ সরকার। শিক্ষার্থীদের পক্ষে রুবাইয়া আলম উর্মি। অনুষ্ঠানে জেএসসি ও এসএসসিতে এ-প্লাস পাওয়া ১৯ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস, সনদ ও সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও ১১ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
©somewhere in net ltd.