নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শিক্ষক, লেখালেখি, সম্পাদনা ও মানবাধিকার নিয়ে কাজ করি। বাংলাদেশ কে ভালবাসি। দেশের জন্য, মানুষের জন্য সামান্য হলেও কিছু করতে চাই।

মা, মাটি ও মানুষকে ভালবাসি। ভালবাসতে চাই।

বিএইচ মাহিনী

I am a social worker.

বিএইচ মাহিনী › বিস্তারিত পোস্টঃ

ধিক এ বর্বর কুলাঙ্গারদের। আসুন মানুষ হিসেবে স্রস্টার সৃস্টি জীবের প্রতি দয়া দেখাই।

০৩ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

গুপ্ত হত্যা এখন প্রকাশ্যে চলে এসেছে। এবার দেশের রাজধানীতে একি ঘটলো! ২৩টি তাজা প্রাণ (জঙ্গি ৫জন বাদে) ঝরে গেল চোখের সামনেই । গুলশানে যে ঘটনা ঘটলো তা সত্যিই বিস্মিত ও ভীতিময় করলো গোটা জাতিকে। প্রশাসনের চেষ্টার ত্রুটি নেই। এমনকি জীবন দিলো 2 পুলিশ কর্মকর্তা। ঝিনাইদহে আজও একই কায়দায় মন্দিরের টর্গেট কিলিংয়ের শিকার হলো মন্দিরের পুরোহিত। শুধু তাই নয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে ঝিনাইদহে নিহত হলো দুই শিক্ষার্থী। সরকারকে বেকায়দায় ফেলে দেশকে জঙ্গী রাষ্ট্র প্রমাণের চুড়ান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। ধিক্কার ও নিন্দা জানাই ওই সব কুলাঙ্গার জানোয়ারদের যারা নিজেদের স্বার্থে নিরীহ মানুষদের জীবন নিচ্ছে। রক্ত ঝরাচ্ছে দেশ ও দেশের বাইরেরর (বিদেশী) মানুষের। আতংক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। ধিক এ বর্বর সমাজের।
আসুন এখনই সর্তক হই। মানুষ হিসেবে স্রস্টার সৃস্টি জীবের প্রতি দয়া দেখাই।--মাহিনী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.