নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন শিক্ষক, লেখালেখি, সম্পাদনা ও মানবাধিকার নিয়ে কাজ করি। বাংলাদেশ কে ভালবাসি। দেশের জন্য, মানুষের জন্য সামান্য হলেও কিছু করতে চাই।

মা, মাটি ও মানুষকে ভালবাসি। ভালবাসতে চাই।

বিএইচ মাহিনী

I am a social worker.

বিএইচ মাহিনী › বিস্তারিত পোস্টঃ

দেশের গান- মাহিনী গীতি

০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬

মাহিনী গীতি (দেশের গান)
(গীতিকার-সাংবাদিক বি.এইচ.মাহিনী)

স্বাধীনতা স্বাধীনতা তুমি কত দূরে,
বসে আছি পথ পানে কবে দেখা দিবে (২)।
প...রাধীনতার শিকল ছিড়ে (২)
এসো মোরো ঘরে...স্বাধীনতা স্বাধীনতা..ঐ

দেশের তরে যারা দিল তাদেরো প্রিয় জীবন,
লক্ষ নারী বিলিয়ে দিল তাদেরো সম্ভ্রমো...(২)
স্বাধীনতা দয়ার তোমার (২)
অমূল্য রতনো..স্বাধীনতা স্বাধীনতা..ঐ

বঙ্গবন্ধুর ভাষণ আজো প্রতি প্রাণে বাজে
তবু কেন শোষিত আজ কিষান ও শ্রমিকে (২)
স্বা--ধীকারের জন্যে আজো (২)
জীবন বাজি ধরে... স্বাধীনতা স্বাধীনতা...ঐ


ধানের শীষে মিশে আছে.. জিয়া অমর হয়ে
তবু ক্যানো অনাহারে অভুক্তের দিন কাটে (২)
দূর্নীতি আর স্বজনপ্রীতি..(২)
কবে বিলিন হবে..স্বাধীনতা স্বাধীনতা ..ঐ

লক্ষ প্রাণের বিনিময়ে ... পেলাম স্বাধীনতা
স্বাধীন দেশে তবে কেন শকুনেরো থাবা (২)
পাগল বেলাল আজো স্বপ্ন দ্যাখে..(২)
ঘুমে ও নির্ঘুমে...স্বাধীনতা স্বাধীনতা ..ঐ

-----------------------
০২-১২-২০১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.