![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a social worker.
শিকড়
--প্রভাষক বি. এইচ. মাহিনী
পরমাণুর প্রচণ্ড বিষ্ফোরণ তুমি
তুমি ফাগুনের মুষলধারা
গর্ভধারিনীর মানিক কেড়ে নেয়া
নববধু কৃষ্ণচূড়া।
তোমার স্মরণে নুয়ে পড়ে আজ
শত ফুলেরা ধুলোয়
সেইসব কথা গল্পমালা-
আজ সন্তানকে মা শোনায়।
এমন মায়ের দেখা মেলে ওগো
শিক্ষালয়ের মাঠে
ভুলিনি ভুলবো না মোরা
কোনোদিন কোনো ক্ষণে।
তুমি দিয়েছিলে শক্তি-সাহস
দেখিয়েছিলে পথ
অস্ত্র ধরে বিজয় এনেছিল
স্বাধীনকামীর দল।
তোমাতে হাসি তোমাতে কান্না
তোমাতে ভালোবাসা
তোমার জন্মে জন্ম নিলো
বাংলা মাতৃভাষা।
তুমি অমলিন দ্বিগবিজয়ী
তোমার রক্তে মিশে
মায়ের নামটি বাজিছে আজ
মনুষ্যঘেরা বিশ্বে।
২৮-২-১৮
©somewhere in net ltd.