![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a social worker.
অভয়নগরে মেধাবী শিক্ষার্থী বিভাসের দুটি কিডনিই নষ্ট : সাহায্যের আবেদন
বি.এইচ.মাহিনী :
‘মানুষ মানুষের জন্য/ জীবন জীবনের জন্য’ কালজয়ী এ গানের মধ্যে ফুটে উঠেছে মানুষের প্রতি মানুষের সাহায্য-সহানুভূতির প্রতিচ্ছবি। ক্ষুধার্ত, বঞ্চিত ও অসহায়ে পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এমননি এক অসহায় ছেলের নাম বিভাস। এখন সে সমাজের অতিশয় অসহায় এক মেধাবী শিক্ষার্থী। দীর্ঘ দু’বছর ধরে তার দুটি কিডনিই নষ্ট। জীবনের অন্তিম শয্যায় আজ সে। বিভাসের বাড়ি অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের শিলপাড়ায়। সে ২০১৭ সালে বাশুয়াড়ী মাধ্যমিক বিদ্যালয় থেকে সফলতার সাথে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হলেও অসুস্থতার কারণে পরীক্ষা দেয়া হয়নি তার। তখন থেকেই অসুস্থতা বাড়তে থাকে তার। এক পর্যায়ে চিকিৎসা চলাকালীন অবস্থায় সে আর বিছানা থেকে উঠতে পারে না। এভাবে চলছে গত ২ বছর। দেশের চিকিৎসা শেষে এখন ভারতীয় চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। এছাড়াও কিডনি সচল রাখতে প্রতি সপ্তাহে দু’বার ডায়লোসিস থেরাপি দিতে হচ্ছে। যেটি খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রতি মাসে যার চিকিৎসা ব্যয় ৪০ থেকে ৪৫ হাজার টাকা। ইতি মধ্যে জমি, ঘরবাড়িসহ প্রায় ৮ বিঘা জমি বিক্রয় করেছেন অসহায় এ পরিবার। এখন আর শেষ সম্বল হিসেবে অসুস্থ ছেলে ছাড়া ঐ পরিবারের আর কিছুই নেই। অসুস্থ বিভাসের মা অর্চনা শীল জানান, আমার একটি মাত্র সন্তান বিভাস। তার বাবা অন্যের সেলুনে চুল ছাটাইয়ের কাজ করে সংসার চালায়। যা দিয়ে সংসার চালাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে। আমার এই একটি মাত্র ছেলেকে বাঁচিয়ে রাখতে সকলের সাহায্যের আবেদন জানাচ্ছি। সঞ্চয়ি হিসাব নং ৩৪০১৭৬১৮, সোনালী ব্যাংক, ভাটপাড়া শাখা, অভয়নগর, যশোর। ডাচবাংলা রকেট নম্বর ০১৭১৭ ২৭ ৩৯ ৭৭৫।
©somewhere in net ltd.