![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a social worker.
আক্রান্ত ফিলিস্তিন
--বি এইচ মাহিনী
হায়েনা আর চিল শকুনের
ছোবল ফিলিস্তিনে
গুলি বোমার হিংস্র থাবায়
মরছে জনে জনে।
ওপার থেকে শকুন ফাদার
দিচ্ছে মদদ তাই
শকুনেরা পাচ্ছে শক্তি-সাহস
মারছে মোদের ভাই।
অসহায় সব নারী-শিশু মরছে
বুলেট মর্টার সেলে
ওপারেতে নৃত্যে-গানে মেতেছে
ইহুদী মেয়ে-ছেলে।
মানবতার ধ্বজাধারী ইহুদী দালাল
কোথায় তোরা আজ?
মানবতার কথা বলিস কোন মুখে
নেই কী কোনো লাজ?
বিশ্ব মানবতা এক হও আজ
ভেঙ্গে দাও বিষদাঁত
ইহুদী ও তাদের দোসর সব
নিপাত যাক নিপাত।
১৫-০৩-২০১৮
©somewhere in net ltd.