![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a social worker.
নিঃসঙ্গ
--বি এইচ মাহিনী
মুক্ত বিহঙ্গের ন্যায়-- ডানা মেলে উড়তে-
ছুটতে চেয়েছি দূর গগন পানে,
বালি হাঁসের ন্যায় সাঁতার কাটতে চেয়েছি
নিকোষ কালো গভীর উজান জলে।
বন্য সিংহের মতো
নগ্ন কেশে দাপিয়ে বেড়াতে চেয়েছি
বন-বাদাড়ে অরণ্যে।
তবু কেনো বন্দী এ জীবন,
খাঁচার ভিতর অচিন পাখি যেমন।
মুক্তবুদ্ধি চিন্তা-চেতনায় তবু
হজারো বাঁধা
মরিচিকা ধাঁধাঁনো খর রৌদ্দুরে
রাজপথ যেন কাদা।
জীবন সংগ্রামে পরাজিত বীর আমি
নিঃসঙ্গ জীবন শত দুঃখ গ্লানি
কুরে কুরে খাচ্ছে দিবসযামী।
০৩-০৬-২০১৮
©somewhere in net ltd.