![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a social worker.
পাপী আমিও!
লালসালুতে ভরা এখন আমার প্রিয় দেশটা,
হারাম খেয়ে ভন্ডপীর-ফকিররা কুমড়ো বানাইছে পেটটা!
নিজ ঘরে চুরিতে সহায়তাকারীকে কী বলবে?
দামি পেয়াজ-লবন গোপনে সরিয়ে ব্যাচা গৃহস্থকে কী বলা যায়?
সিন্ডিকেটে পিষ্ট সব জনগণ!
সন্তানকে প্রতক্ষ বা পরোক্ষ নকলে উদ্বুদ্ধকারী অমানুষ নয় কী?
আর এ কাজ যদি ধর্মের ধ্বজাধারীরা করে!
ওরা এ কাজ করে কিছু যুক্তি দেখিয়ে,
যুক্তিতো আযাযিলও দিয়েছিলো! হয়েছিলো শয়তান,
তবে একই কাজ করে লেবাসধারী মোল্লারা কেন নয় ইবলিসের ভাইরা?
সাধ্যে থাকা সত্ত্বেও যে হুজুর পোষ্যদের সালাত পড়ায় না, সে কি পাপের ভাগী নয়!
উনার! দ্বারা দ্বীন ইসলামের উপকার কী হয়?
পাপের ভয়ে বলতো না আগে
লোকে কভু মিথ্যে
জান-মালের ক্ষতির ভয়ে থাকে না এখন সত্যে।
পাপ-পূন্যের হিসেব এখন মলিন
ইনকামটাই মূখ্য এখন ।
মাজার পুজোর টাকায় গড়ে চলছে ধর্ম ব্যবসা,
হিসাব ওদের দিতেই হবে
যতোই করুক বাহানা।
----@----
©somewhere in net ltd.