![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a social worker.
অমর একুশে গ্রন্থমেলা
বিলাল মাহিনী
ঘুমের আফিম পেলাম
পেলাম ক্লান্তির জাজিম
দেখা মিললো জাফর ইকবাল রাখাল রাহা শামসুর রাহমান
আল মাহমুদের সোনালি কাবিন এর সাথে।
আহমদ ছফার গল্প প্রবন্ধে
অশরীরি প্রেতাত্মার গান
এখানে তিন ভুবনের শিক্ষা;
সাত ভুবনের দীক্ষাসহ অজস্র রঙয়ের মাটি-মানুষের দেখা।
নারী, প্রিয়তমা নবনীতা
নিষিদ্ধ বিতান
অলৌকিক ফলবতী সাজারুন
তাতে ঈশ্বরের অকরুণ ছামারুন।
কী নেই এখানে! মধু শরাব-
নদীর কালোজল পাহাড়ি ঝর্ণার তান সব।
এখানে এলেমের সমুদ্র আছে
ঈষৎ আধুনিক প্রযুক্তি নির্ভর;
পছন্দের কিতাব পেতে হতে হয় নাজেহাল।
খানিকটা অগোছালো এলোমেলো, বাতিঘর খুঁজে পাওয়াই ভার!
বাতিঘর আছে ওযুত, অভাব শুধু বাতির
আছে সুন্দরী চাহুনির খাতির।
হাজারো অক্ষরজীবী মানুষের ভিড়ে
বর্ণমালাপ্রেমী ভোলা,
সাথে একটা ঝোলা।
০২-০২-২০২০
©somewhere in net ltd.