নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি মুক্ত মতে বিশ্বাসি ”

বিআরজি

বিআরজি › বিস্তারিত পোস্টঃ

জন্মই আমর আজন্মের পাপ

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২০



একটি কথা বলি ”একজন মানুষের শৃষ্ট একটি ভূল তার তিনটি প্রজন্মকে ভোগায়। তার প্রজন্ম, পূর্ববর্তী প্রজন্ম ও পরবর্তী প্রজন্ম”।




আপনাদের বলছি। যুব সমাজ কে বলছি। জন্মই আমর আজন্মের পাপ এই কথাটি যেন আপনা বোন, ভাই, ভবিষ্যৎ প্রজন্ম (ছেলে, মেয়ে) কেউই বলতে না পারে, শুধু মাত্র আপনার ভুলের কারনে। প্রেম ভালোবাসা নাকি স্বর্গ থেকে আসে। সত্যিই কি তাই। জীবনের চাহিদা থেকে হোক বা বয়েসের চাহিদা থেকে হোক বা ভালোবাসা নামের মিথ্যে মোহোতিই হোক। পরিবারের অমতে বিয়ে করেন। ভেবে দেখেন না দুই পরিবারের ব্যবধান কত। আমরা ভুল যাই নাটক সিনেমাতে যা হয় তা বাস্তবে হয় না। হয়ে যান দুই পরিবার থেকে আলাদা একবার ভাবেন না পরবর্তি প্রজন্ম দুটি পরিবারের স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে।



আর্থিক ভাবে সয়ং সম্পূর্ন না হয়েই মিথ্যে মোহের টানে যেখানে সেখানে যাকে তাকে বিয়ে করে ফেলছেন। আপনার এই নির্বুদ্ধিতার শাস্তি ভোগ করছে আপনার ই সন্তান। বন্ধুরা খাচ্ছে টিফিন, সে দারিয়ে দেখছে। ফলাফল কি হচ্ছে না পাওয়ার কষ্ট থেকে হচ্ছে চোর । সমাজ তাকে চোর হিসেবে ই আক্ষ্যা দেবে। বিবেচনা করে না কেন করেছিল টিফিন চুরি।



আপনি চেয়েছিলেন পরাশোনা করাতে কিন্তু অর্থের যোগান দিতে পারেন নি বলে পরশুনা না করেই কাজে নামতে হয় তাকে । কিছুটা পরাশুনা করা কারনে সে পারেনা নিচু শ্রেনীর কাজে যেতে পারাশুন কম বলে পারেনা ভলো কোন চাকুরী করতে। এই দায় ভারকি সেই ছেলেটার যে কিনা আপনার তৈরী অপরাধের বোঝা বইছে বা বইবে আজীবন। যে পৃথীবিতেই ছিলনা তখন, যখন ভুলটি আপনি করেছিলেন।



এতো গেলো যারা বাবা মা হলেন । এবার আসুন অন্য কথায়। আপনি যার বোন বা আপনি যার ভাই আপনার সংঘঠিত কাজরে খেসারত কি তারা গুনছেনা। তারা কি এ কথা শুনছেনা “তোমার ভাই, তোমার বোন পালিয়ে বিয়ে করেছে তুমি আর কতটুকু ভালো হবে। ” আপনার ছোট ভাই আপনার ছোট বোন কি আপনার সংঘোটিত অপরাধের জন্য শাস্তি ভোগ করেনা।



যে ঘটনার সাথে আমি/আপনি/ সে জরিত ছিলাম না শুধু মাত্র সেই পরিবারে জন্ম হয়েছে বলে, সেই পরিবারের সদস্য বলে, তেমন কোন ব্যক্তির ভাই হয়েছি বলে, তেমন কোন ব্যক্তির বোন হয়েছি বলে, বা করো ছেলে হয়েছি বলে। তাদের পাপের শাস্তি ভোগ করছি। তেমন পাপ না করলেই কি নয়।



এসব ঘটনার মুখোমুখি হলে, আপনি/ আমি বলি জন্মই আমর আজন্মের পাপখুব কি ভুল হবে ?















কোন ভুল হলে মাফ করবেন।

একটি কথা বলি ”একজন মানুষের শৃষ্ট একটি ভূল তার তিনটি প্রজন্মকে ভোগায়। তার প্রজন্ম, পূর্ববর্তী প্রজন্ম ও পরবর্তী প্রজন্ম”।




আপনাদের বলছি। যুব সমাজ কে বলছি। জন্মই আমর আজন্মের পাপ এই কথাটি যেন আপনা বোন, ভাই, ভবিষ্যৎ প্রজন্ম (ছেলে, মেয়ে) কেউই বলতে না পারে, শুধু মাত্র আপনার ভুলের কারনে। প্রেম ভালোবাসা নাকি স্বর্গ থেকে আসে। সত্যিই কি তাই। জীবনের চাহিদা থেকে হোক বা বয়েসের চাহিদা থেকে হোক বা ভালোবাসা নামের মিথ্যে মোহোতিই হোক। পরিবারের অমতে বিয়ে করেন। ভেবে দেখেন না দুই পরিবারের ব্যবধান কত। আমরা ভুল যাই নাটক সিনেমাতে যা হয় তা বাস্তবে হয় না। হয়ে যান দুই পরিবার থেকে আলাদা একবার ভাবেন না পরবর্তি প্রজন্ম দুটি পরিবারের স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে।



আর্থিক ভাবে সয়ং সম্পূর্ন না হয়েই মিথ্যে মোহের টানে যেখানে সেখানে যাকে তাকে বিয়ে করে ফেলছেন। আপনার এই নির্বুদ্ধিতার শাস্তি ভোগ করছে আপনার ই সন্তান। বন্ধুরা খাচ্ছে টিফিন, সে দারিয়ে দেখছে। ফলাফল কি হচ্ছে না পাওয়ার কষ্ট থেকে হচ্ছে চোর । সমাজ তাকে চোর হিসেবে ই আক্ষ্যা দেবে। বিবেচনা করে না কেন করেছিল টিফিন চুরি।



আপনি চেয়েছিলেন পরাশোনা করাতে কিন্তু অর্থের যোগান দিতে পারেন নি বলে পরশুনা না করেই কাজে নামতে হয় তাকে । কিছুটা পরাশুনা করা কারনে সে পারেনা নিচু শ্রেনীর কাজে যেতে পারাশুন কম বলে পারেনা ভলো কোন চাকুরী করতে। এই দায় ভারকি সেই ছেলেটার যে কিনা আপনার তৈরী অপরাধের বোঝা বইছে বা বইবে আজীবন। যে পৃথীবিতেই ছিলনা তখন, যখন ভুলটি আপনি করেছিলেন।



এতো গেলো যারা বাবা মা হলেন । এবার আসুন অন্য কথায়। আপনি যার বোন বা আপনি যার ভাই আপনার সংঘঠিত কাজরে খেসারত কি তারা গুনছেনা। তারা কি এ কথা শুনছেনা “তোমার ভাই, তোমার বোন পালিয়ে বিয়ে করেছে তুমি আর কতটুকু ভালো হবে। ” আপনার ছোট ভাই আপনার ছোট বোন কি আপনার সংঘোটিত অপরাধের জন্য শাস্তি ভোগ করেনা।



যে ঘটনার সাথে আমি/আপনি/ সে জরিত ছিলাম না শুধু মাত্র সেই পরিবারে জন্ম হয়েছে বলে, সেই পরিবারের সদস্য বলে, তেমন কোন ব্যক্তির ভাই হয়েছি বলে, তেমন কোন ব্যক্তির বোন হয়েছি বলে, বা করো ছেলে হয়েছি বলে। তাদের পাপের শাস্তি ভোগ করছি। তেমন পাপ না করলেই কি নয়।



এসব ঘটনার মুখোমুখি হলে, আপনি/ আমি বলি জন্মই আমর আজন্মের পাপখুব কি ভুল হবে ?















কোন ভুল হলে মাফ করবেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১০

রূপস আমীন বলেছেন:
First Earn As Much As Money For Your Future... Focus Your Career.. By This Time Choice Your Life Partner and Marry Her... লাইফে এস্টাব্লিসড হলে কারো বাবার কোন খমতা নাই আপনাকে আর আপনার ভালবাসার মানুষ কে কিছু বলবে। সেটা আপনে পালায় যেয়ে করেন, আর ভাল ভাবে পরিবার এর মত নিয়ে করেন। সাহস, কৌশলে এগিয়ে যান। ইনশাল্লাহ জয় আপনার হবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.