নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি মুক্ত মতে বিশ্বাসি ”

বিআরজি

বিআরজি › বিস্তারিত পোস্টঃ

পুরাতন কথা নতুন করে শুনাচ্ছি- লজ্জাকি করে না ?

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:৪৫

কে রাজাকার, আর কে দাদাল, ভারাত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখে বোঝা গেল, বোঝা গেলনা শুধু কে আসলে বাঙ্গালী, কোন ক্রিকেট টিম সমর্থন করতে গিয়ে ভিনদেশীদের পতাকা গায় জরানোটা কি খুব জরুরী ? বাংলার মাটিতে বাঙ্গালী হয়ে অন্যের পতাকা গায় জরাতে কি লজ্জা করলোনা । যারা পাকিস্তানের পতাকা গায় জরিয়ে মাঠে গিয়েছিন। তারা দয়া করে আজ বাংলাদেশ বলে চিৎকার করবেন না। তাতে আমরা লজ্জা পাবো। আর তাদের কে ও বলছি যারা ভারতের পাতাকা গায় জরিয়ে ছিলেন। তারাও কোন দিন বাংলাদেশ আপনার এটা বলবেন না। তার থেকে ভালো যে আপনারা বাংলা ছেড়ে চলে যান।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:৫৯

পাঠক১৯৭১ বলেছেন: ব্লগে ম্যাও ম্যাও না করে, যেসব কুত্তা পাকিদের সাপোর্ট করছে, ১৫/২০ লাঠি হাতে গিয়ে কুকুদের একটা মার দেন!

২| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৯:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পতাকা দিয়ে স্বাধিনতার মাপকাঠি হয় কি? যদি মনে লালন না করা হয়। যারা পতাকা পতাকা করে তারা কি স্বাধিনতার কথা বলে আদো!
দেশপ্রেম যাকে বলে তা শিখে নিলে খরচ পাতি ও হয়না।স্বাধিন দেশে স্বাধিন মাতার কাপড় নিয়ে যখন টানা টানি হয় তখন জাগ্রত বিবেক কোথায় থাকে?

৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:৩৭

বিআরজি বলেছেন: যে স্ববল সে করে দেখায়, যে করে দেখাতে পারেনা সে সম্মতি জানায়।

৪| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:২৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কে রাজাকার, আর কে দাদাল, ভারাত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখে বোঝা গেল, বোঝা গেলনা শুধু কে আসলে বাঙ্গালী, কোন ক্রিকেট টিম সমর্থন করতে গিয়ে ভিনদেশীদের পতাকা গায় জরানোটা কি খুব জরুরী ? বাংলার মাটিতে বাঙ্গালী হয়ে অন্যের পতাকা গায় জরাতে কি লজ্জা করলোনা । যারা পাকিস্তানের পতাকা গায় জরিয়ে মাঠে গিয়েছিন। তারা দয়া করে আজ বাংলাদেশ বলে চিৎকার করবেন না। তাতে আমরা লজ্জা পাবো। আর তাদের কে ও বলছি যারা ভারতের পাতাকা গায় জরিয়ে ছিলেন। তারাও কোন দিন বাংলাদেশ আপনার এটা বলবেন না। তার থেকে ভালো যে আপনারা বাংলা ছেড়ে চলে যান। সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.