নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি মুক্ত মতে বিশ্বাসি ”

বিআরজি

বিআরজি › বিস্তারিত পোস্টঃ

সাংবাদিক ভাইদের বলছি

১০ ই মে, ২০১৪ দুপুর ১:০৭

আমি বাংলাদেশের একজন নাগরিক হলেও স্বাধীন মত প্রকাশের সুযোগ আমাদের নেই। এটা আমরা সবাই জানি। তাই আমার একটা অনুরোধ আমার জন্ম স্থান দ্বীপ জেলা ভোলার সকল সাংবাদিক মহলের কাছে। বিশেষ করে সদর থানার সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষন করছি। ভোলা কালিনাথ রায়ের বাজার থেকে আলতাজের রহমান কলেজ পর্যন্ত যে রাস্তাটি আছে তার তিনটি যায়গা বোঝার পর থেকে একই অবস্থা দেখে আসছি। বছরের ২ মাস যদি ভালো থাকে বাকি ১০ মাসই চলাচল অনুপযোগী থকে। ১- কালিনাথবাজার সংলগ্ন হমিও কলেজ মোড়, ২- এতিম খানার সামনের রাস্তা ৩- পুলিশ সুপারের বাসভবন এর সামনের রাস্তা।



ব্যক্তি উদ্যোগে কি করা যাবে আর যাবেনা তা হয়তো সকলেই জানেন। তাই আপনাদের সহায়তা একান্ত কাম্য মধ্য চরনোয়াবাদ বাসীদের।



আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শুধুমাত্র এই রাস্তাটি ই ঢাকা, চট্টগ্রাম বা যদি বলি সারাদেশের যোগাযোগ একমাত্র মধ্যম। ইলিশা ঘাটথেকে সরাসরি এই রাস্তা ধরেই বিশ্বরোড হয়ে সকল বাস-ট্রাক ভোলার অনান্য থানা শহর গুলোতে যাতায়াত করে। এবং এই রাস্তাটি ভোলা প্রধান লঞ্চঘাট যাওযার একমাত্র মাধ্যম। ভেদুরীয় ভাটে যেতে হলেও সদর থেকে এই রাস্তাদিয়ে যেতে হয়।



তাই সকল সাংবাদিক ভাইদের অনুরোধ করছি বিষয়টি নিয়ে কিছু একটা করুন এটা শুধু মাত্র চরনোয়াবদবাসীর সমস্যা নয়, সকল ভোলাবাসীর সমস্যা। আর আপনারাই পারেন এই বিষটিকে সকলের কাছে তুলে ধরতে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.