নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি মুক্ত মতে বিশ্বাসি ”

বিআরজি

বিআরজি › বিস্তারিত পোস্টঃ

ধারাবাহিক পোষ্ট-কথায় না বড় হয়ে কাজ বড় হলে তবে, বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হবে

১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৬

পোষ্ট-১
বর্তমান বাংলাদেশ সরকারের একটি মুখস্ত কথা আছে আমারা ডিজিটাল বাংলাদেশ গড়বো। যদিও ডিজিটাল বাংলাদেশ বলতে তাঁরা কি বুঝাতে চায় তা আজও বুঝতে পারিনি। আর তাই সরকারের উদ্দেশ্যে একটি পরামর্শ দেওয়া চেষ্টা করছি। ছোট মুখে বড় কথা বলার জন্য অপরাধ ক্ষমা করবেন

আজ যা বললছি। তা হচ্ছে মোবাইল কম্পানি নিয়ে।

বাংলাদেশ ছাড়া পৃথিবীর অনান্যা দেশে সিম কার্ড নিতে হলে সেই ব্যাক্তিকে যে সকল কাগজ পত্র দিতে হয় তা হলো- পার্সপোট, ভিষা, জাতীয় আইডেন্টিটি, ইলেক্ট্রিক বিল কপি ইত্যাদি ইত্যাদি। যার কারনে ভারচুয়াল ক্রাইম এর পরিমান অনেক কম।

কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা কি ৫০-১৫০ টাকায় আপনি একটি সিম কার্ড পাচ্ছেন। তা আবার এ্যাক্টিভ সিম। সেই সিম কা নামে রেজিস্ট্রেশন করা তা আপনি যানতেও পারছেন না। একটি অপরাধ সংঘঠিত হবার পর সেই সিম বন্ধ করে দিচ্ছে অপরাধী। যার কারনে অপরাধীকে সনাক্ত করতে পারছেনা আইনের লোক।

এটাকে ডিজিটাল বাংলাদেশ বলে না।
এর জন্য যা করনিয় আমার সল্প জ্ঞানে মনে হয় তা পরবর্তী পোষ্টে লিখব।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৬

সকাল হাসান বলেছেন: দরকারী কথাই বলেছেন!

ডিজিটাল করছে তো সবই! তাই ক্রাইম সাইটটাও বোধ হয় ডিজিটাল করতে যাচ্ছে!

কঠিনরে ভাই! এই সরকারের ডিজিটালের সংজ্ঞা বুঝা খুবই কঠিন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.