![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পোষ্ট-২
বর্তমান বাংলাদেশ সরকারের একটি মুখস্ত কথা আছে আমারা ডিজিটাল বাংলাদেশ গড়বো। যদিও ডিজিটাল বাংলাদেশ বলতে তাঁরা কি বুঝাতে চায় তা আজও বুঝতে পারিনি। আর তাই সরকারের উদ্দেশ্যে কিছু পরামর্শ দেওয়া চেষ্টা করছি। ছোট মুখে বড় কথা বলার জন্য অপরাধ ক্ষমা করবেন
১ম পোষ্ট এখোনে দেওয়া হল
যা ওনারা করতে পারেন।
১। কোন সিম রেজিস্ট্রেশন ব্যাতিত বিক্রি করা যাবেনা।
২। গ্রাহক কর্তৃক আবেদনের পর সিম কার্ড বিক্রি করা।
৩। জাতীয় পরিচয় পত্র, বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল, স্থায়ী ঠিকানার বিদ্যুৎ বিল এবং আবেদনকারীর ব্যাংক স্ট্যাটমেন্ট ব্যাতিত সিম রেজিস্ট্রেশন বা বিক্রয় করা যাবে না।
৪। অনান্যা দেশে যেমন জোন ভাগ করা ঠিক তেমনি বিভাগ অনুযাই নেটওয়ার্ক ভাগ করে দেওয়া। এখন কল আসলে বা কল করলে লেখা থাকে বাংলাদেশ, জোন ভাগ করা থাকলে কল আসলে লেখা থাকবে বিভাগ গুলোর নাম । তখন সহযেই বুঝা যাবে কোন বিভাগের নেটওয়ার্কের মধ্যে কলার অবস্থান করছে।
৫। বর্তামনে যত এক্টিভ সিম আছে তা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে
পূনরায় ইউজার রেজিস্ট্রেশন করানো।
এই ৫টি কাজ যদি করতে পারে তবে ফোনের মাধ্যমে যে অপরাধ সংঘঠিত হয় তা উল্ল্যেখযোগ্য মাত্রায় বন্ধ হয়ে যাবে।
২| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২
বিআরজি বলেছেন: সকাল হাসান- এভাবে যদি চলতে থাকে স্বাধীন বাংলাদেশ কথাটার অর্থ কোন দিকে যাবে ?
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
সকাল হাসান বলেছেন: আগের পোষ্টেই কমেন্ট করেছিলাম,
ঐটাই আবার বলি, দেশ ডিজিটাল হচ্ছে তো, তাই দেশের ক্রাইম স্টাইলও ডিজিটাল হবে এইবার!