![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানাই প্রনাম, লহ সালাম,ওহে হিন্দু মুসলমান,
তোমাদের চোখে-মুখে প্রকটিত যত,হাসি শত-শত,
মোর ভরিয়া যায় প্রাণ।
ঈদ আর পুজোর আগমনে,কত যে প্রেম সরল প্রাণে,
মসজিদ,মন্দির,গির্জা যেন আছে মেতে,অপূর্ব আলিঙ্গনে।
এসো একাসনে বসি,হে বিশ্ববাসি,গাহি শুধু সত্যেরি গান,
জানাই প্রনাম, লহ সালাম,ওহে হিন্দু মুসলমান।
দেখিলাম কত,রক্ত ঝরিছে যত,আমি বড় তুমি ছোট এ কোলাহলে,
কাঁধ রেখে কাঁধে,যে যার মতবাদে,বাঁধো সর্বশক্তিধরেরে,
যেথায় যত অনাহারি আর রুগ্ন-পীড়িতের বাঁচাতে প্রান
জানাই প্রনাম,লহ সালাম,ওহে হিন্দু-মুসলমান।
ভজিয়া জ্বালাও প্রদিপ,নিজ নিকেতনে,
সারি-সারি,কত নর-নারি ,হবে অনুসারি মোহিত তোমার গুনে।
নিজ আচরনে ধরিয়া খোদারে,পরকে শেখাও হে গুণবান,
জানাই প্রনাম,লহ সালাম,ওহে হিন্দু-মুসলমান।
দেখ চেয়ে,হরেক রংয়ের,কি চিত্র,বিচিত্র ফুলে,
মধু খায় মধুকরেরা,অপুর্ব প্রেমে মিলে-মিশে,
ছাড়ি হানাহানি,নিজেকে তৃণ হতে নীচ জানি,
এসো পুজি শ্রেষ্ঠ জ্ঞান,
জানাই প্রনাম,লহ সালাম,ওহে হিন্দু-মুসলমান।
©somewhere in net ltd.