নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবেক চক্রবর্তী

আমি একজন সাধারন মানুষ

বিবেক চক্রবর্তী › বিস্তারিত পোস্টঃ

কাওয়া, মুরগি ও ত্রিশ কেজি চাল

২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৭

বন্যায় ক্ষতিগ্রস্থ হাওড় অঞ্চলের মানবেতর জীবন -যাপন কারী দুর্গত অসহায় প্রায় চার লাখ মানুষের জন্য সরকারের সহায়তা ,সহযোগিতার সিদ্ধান্ত ও ঘোষণা সত্যিই অনবদ্য ।ত্রাণমন্ত্রী বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্থ দের উদ্দেশ্যে বলেছেন -যতক্ষণ পর্যন্ত পানি না নামবে, ঘরে ফিরে না যাবেন, স্বাভাবিক জীবনযাপন না করতে পারবেন, ততক্ষণ খাদ্য সহ নানান সাহায্য আমরা অব্যাহত রাখব।সত্যিই আশার কথায় প্রশান্তি লাগে! আর এটা শুধু মাত্র আশাই বলি কেন? যারা পদ্মা সেতু সহ নানান অসাধ্য সাধন করতে চলেছে, তাদের কাছে প্রাকৃতিক দুর্ভোগ থেকে কবলিত মানুষের মুক্তি মিলার বিষয়টি অপ্রত্যাশিত নয় ।তবে সমালোচকরা বলছেন -পানিতে ইউরেনিয়াম মেশানো হয়েছে।ত্রাণ কার্যে লুটপাট হবে ---ইত্যাদি! আমরা চাই সমালোচকদের কথা মিথ্যা হয়ে সরকারের ঘোষিত ত্রাণ কার্যের সত্যি সফল বাস্তবায়ন ।আমরা যেন শুনতে না পাই --কবলিত এলাকার ক্ষতিগ্রস্থ দের জন্য বরাদ্দকৃত ত্রিশ কেজি চাল আর পাঁচশো টাকার বেশ খানিকটা কাওয়া -মুরগী গিলে ফেলেছে! ভাই , করার কিছুই নাই !ওরা খুবই ক্ষমতাবান ও প্রভাবশালী! আর নিরবদ্য ত্রাণ সামগ্রী বিতরণ করা গেলে --অবশ্যই জাতি বরাবরের মতই থাকবে চির কৃতজ্ঞ ।








মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৮

কানিজ রিনা বলেছেন: ওর বউটা ঠিক কাজ করেছে এইসব পাপি
মানুষ গুল ধর্মকে অপব্যবহার করে।

২| ২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৬

বিবেক চক্রবর্তী বলেছেন: অপ্রাসঙ্গিক ও সামঞ্জস্যহীন মন্তব্য ,যা অপ্রত্যাশিত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.