![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিবেক নামক ইন্দ্রিয়ের চোখ (বিবেকিন্দ্রিয়লোচন) দিয়ে চারিদিক দেখার চেষ্টা করছি
এ এক অসুস্থ্য সমাজ। শুধু এই দেশ নয়। সমগ্র পৃথিবির একই চিত্র। সব শুধু ছুটছে। তাদের এই ছুটার পিছনের কারনও তাদের জানা নেই। তাদের নেই সময়। সময় তাদের জন্য টাকা পাড়ে। তাই দু দন্ড ভাবার অর্থ হচ্ছে কিছু টাকা হারানো। তাদের কেউ ব্যস্ত প্রফেশনা হবার ধান্দায়। একটার পর একটা ডিগ্রি নিয়ে নাম ভারি করছে। কেউ ব্যস্ত বিনদন নিয়ে। গেইমস, আপডেট, ল্যাটেস্ট ওএস, আইফোন নাকি এন্ড্র্যয়েড------উফ ওহ নো সেলফি! একদল ব্যস্ত খাবার দাবার আর ঘোরাঘুরিতে। মোটামুটি সব রেস্ট্রুরেন্টের নাম মুখস্থ। কেউ আছে বয় ফ্রেন্ড আর গার্ল ফ্রেন্ড মামলায়। খেলাধুলা বাদ যাবে কেন? ঘন্টার পর ঘন্টা; রাত জেগে সাকিব আর মেসির বাপ দাদাকে চোখ দিয়ে উদ্ধার করে ছাড়ে। আর জুকারবার্গের এই অমর কেরামতি ফেইসবুক তো আছেই! আর তাই আজ বাঘে নিজের বউকে খেয়ে ফেল্লেও পিক তুলতে হয়! ভূমিকম্পের সময় সেল্ফি তুলে ফেবুতে শেয়ার করতে হয়। ১৩ বছরের ছেলেকে পিটিয়ে মেরে তা আপলোড করতে হয়! দোষ কার? নিজের চোখ বন্ধ রেখে সমাজের অন্ধকার দেখবো কিভাবে? এই মুখ বন্ধ রেখে অশুভ রুখব কিভাবে? হাত কি আদৌ আমাদের আছে? আড্ডা, গান, মুভি-------ব্যস্ততা। লোভ।
একলা বাঁচার চেষ্টা। লাভ হবে না। কারন আমাদের এই বেঁচে থাকাটা আর বাস্তবতায় থাকেনা যখন তা হয় নিজেকে নিয়ে। এটা কপটতা। এটা অভিনয়। তুখড় অভিনেতাও অট্টহাসি হেসে প্রকৃত হাসির স্বাদ পায় না। আর এটাতো জীবন!!!
©somewhere in net ltd.