নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একই জিনিস। খেলা বিষয়ক মুভিগুলোতে লাস্ট কী হবে সবাই জানে। নায়ক/নায়িকার বিজয়। তবু মানুষ দেখে নতুন কিছু পাওয়ার আশায়। 'দঙ্গল' ছবিটাতে নতুন কিছুই নেই। সুলতানে তাও কিছুটা কাহিনী রেখেছিল। কিন্তু দঙ্গল সিম্পল একটা প্লটকে টেনে নিয়ে গেল। ট্রেইলারেই কাহিনী বুঝে ফেলেছিল সবাই। সেটাই হলো। মেয়েকে ট্রেনিং দিয়েছে। মেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নায়ক আমিরের কোন নায়কগিরি নাই। এমনকি 'ছোট্ট' একটা ঝামেলাতে পড়েছিল আমির শেষের দিকে। সেটাতেও নায়কের কোন পাত্তা নাই। যারা নিয়মিত ছবি দেখে তাদের কাছে এই ছবি বিরক্ত লাগবে। এই কাহিনীর জন্য ২ ঘন্টা ৩০ মিনিট ব্যয় করার কোন মানে হয় না। আমি করেছি। তাই সহ ব্লগারদের উপকার হবে ভেবে এই পোস্ট প্রসব করলাম...
২৫ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নারে ভাই, নাচ, গান, ফাইটিং, আইটেম সং ওয়ালা মুভি অনেক আগেই বাদ দিয়েছি। আমি বোঝাতে চেয়েছি যারা ছবিতে গল্প খুঁজে বেড়ায় তাদের জন্য এই ছবি নতুন কিছু দিতে পারবে না। আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ...
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৯
রূপক বিধৌত সাধু বলেছেন: এতো হিসেব-নিকেশ করে কি ছবি দেখা চলে?
২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তা হয়তো না। তবে আড়াই ঘন্টা ভাই! কাহিনী বোঝা গেলে আমার কাছে ছবির আবেদন কমে যায়...
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৫
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: গত পনের বছরে থ্রি ইডিয়টস আর পিকে ছাড়া কিছু দেখিনি। দেখার ইচ্ছাও নেই।
২৫ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত বিরক্ত কেন?
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
সুলতান নাকি দক্ষিণ আমেরিকায়ও দেখাচ্ছে? তুর্কিরা তো সংস্কৃতিতে বড় যায়গা দখল করেছে দেখা যাচ্ছে!
২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই সুলতান সেই সুলতান না। সালমান অভিনীত 'সুলতান.-এর কথা বলেছি। 'সুলতান সুলেমান' নয়...
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:২৯
চাঁদগাজী বলেছেন:
" BEELZEBUB বলেছেন: গত পনের বছরে থ্রি ইডিয়টস আর পিকে ছাড়া কিছু দেখিনি। দেখার ইচ্ছাও নেই। "
- আমার তো মনে হয়, ঐ ৩ জনের নতুন বন্ধু একজন পাওয়া গেছে!
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আমিতো একটাও দেখিনি। একটা না দেখলে আরেকট বুঝবো ক্যামনে?
৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাহলে দেখে নিন সময় করে...
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানবেন
০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনাকে ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা...
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি বেরসিক! কোনটাই দেখিনি
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১১:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাহলে তো ভালো লাগারই কথা না...
৯| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪০
চাঁদগাজী বলেছেন:
স্যরি, সিনেমা সম্পর্কে আমার ধারণা খুবই কম।
০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যপার না। সবার সব কিছুতে সমান আগ্রহ থাকে না। অনেকের কাছে ক্রিকেটও বিরক্ত লাগে...
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৪৫
কাছের-মানুষ বলেছেন: আমার একটাও দেখা হয় নাই ! এই ধরনের মুভি আমাকে টানে না ! আর আমির খানেরটাতো বায়োপিক, যেটা কেন জানি আমার ভাল লাগে নাহ বায়োপিক মুভিগুলা !!
বায়োপিকের মধ্যে মিউজিক কম্পোউজার মোচারাটের বায়োপিকই ভাল লাগছিল !
০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: খেলোয়াড়দের বায়োপিক আমারও এখন আর ভালো লাগছে না। যদিও 'আজহার' ভালো ছিল। ধন্যবাদ...
১১| ১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৫
রোদেলা বলেছেন: যে ছবি নিয়ে এতো উচ্ছ্বাস তা দেখবো না তাহলে
১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার রুচির উপর নির্ভর করবে...
১২| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
চাঁদগাজী বলেছেন:
আপনি কি ভাদ্র মাসে জন্য অপেক্ষা করছেন?
১৩| ২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি কোনটাই দেখিনি
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৪৫
প্রবাসী পাঠক বলেছেন: ভাইজান এইটা তো শুধুমাত্র কুস্তি খেলা বিষয়ক মুভি ছিল না! খেলাটা উপজীব্য ছিল মাত্র। আর সুলতানের সাথে এর তুলনাই বা আসল কেন? সুলতান আর দাঙ্গাল এর একটাই মিল , সেটা কুস্তি। কিন্তু দুইটা মুভি তো দুই ঘরানার। একটায় প্রেম আর একটায় বাবা সন্তানের সম্পর্ক!
দাঙ্গাল একটা বায়োপিক। এখানে ছবির কাহিনী কি তা তো সবাই জানে। অন্যান্য মুভিতে যে টুইস্ট আশা করেন বায়োপিকে তো তা নেই। আজকে মাশ্রাফিকে নিয়ে কোন মুভি হলে কাহিনী কি হবে তা তো আমরা সবাই জানি। এখানে দেখার বিষয় মুভিতে কিভাবে উপস্থাপন করা হয়েছে।
যারা নিয়মিত ছবি দেখে, এখানে একটা বিষয় এড করতে হয়। যারা ফর্মুলা মুভি মানে নাচ, গান, ফাইটিং, আইটেম সং এর মুভি দেখতে অভ্যস্ত তারা বিরক্ত হবে। কিন্তু যারা মুভি দেখেন তারা মনে হয় না কেউ বিরক্ত হবে।