নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

তারা মানুষ ছিল না...

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩২



১. আওয়ামী পন্থীদের কেউ কেউ তাদের নেতাদের আদর্শ বিচ্যুত (যেমন - কাদের সিদ্দিকী) হলে একটা কথা প্রায় সময় বলে, "একজন রাজাকার সবসময় রাজাকার, কিন্তু একজন মুক্তিযোদ্ধা সবসময়ের জন্য মুক্তিযোদ্ধা নন"

২. অমিতাভ বচ্চনের ছেলে অভিষেকের বিয়েতে শাহরুখ খান সহ অনেক তারকাকে বিয়ের দাওয়াত দেওয়া হয়নি। অনেক তারকা মিডিয়াতে এটার সমালোচনা করেছিলেন। পরে সাংবাদিকরা এই ব্যপারে অমিতাভ বচ্চনের মতামত জানতে চাইলে তিনি বলেন, যারা আমাদের সমালোচনা করছে, তারা কখনো আমাদের বন্ধু(শুভাকাঙ্খী) ছিল না...

৩. যে ব্যক্তি সামিউলকে মেরেছিল সামিউলের মা-কে পাওয়ার জন্য (পড়ুন ভোগ করার জন্য) কিংবা যে শাহীন আরেকজনের স্ত্রী আর্জিনকে পাওয়ার জন্য(ভাবুন খারাপ শব্দ) আর্জিনের স্বামী ও কন্যাকে খুন করেছে কিংবা যে জনি তার বোনের সুখের জন্য দুলাভাইয়ের প্রথম স্ত্রী ও তার পুত্র সন্তানকে হত্যা করেছে তারা হয়তো বা কখনো মানুষ ছিল, তবে এখন আর মানুষের পর্যায়ে নেই...

৪. প্রায় ২০ বছর হয়ে গেল শাজনীন হত্যাকারীদের ফাঁসি এখনো হয়নি। সামিউলের হত্যাকারীকে এখনো ফাঁসি দেয়া হয়নি। মরার আইন কতগুলো আছে, মরার একটা সিস্টেম, আপিল, তারিখ আর তারিখ, বিচারের দীর্ঘসূত্রিতার কারণে মানুষ একটার পর একটা খুনের ঘটনা ভুলে যায়। অথচ এদের একের পর এক ফাঁসি দিলে, ঢাকাকে ফাঁসির রাজধানী বানালে এই ধরনের অপরাধ অনেক কমে যেত...

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

রোকনুজ্জামান খান বলেছেন: Zara sorkar poricalona korche tader monon o dokkho plan nei.
Ei Dese takar Cahida manusher monusoTTo k nosto kore dicche.
Bicar potiRa Jate Kothor
tale takar kangal.

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যতক্ষণ দ্রুত শাস্তির ব্যবস্থা না হবে সমাজে সেটার প্রভাব পড়বে না...

২| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪০

উম্মু আবদুল্লাহ বলেছেন: কি বলব। পরকীয়া মানুষকে কতটা উন্মাদ করে দিলে মানুষ তার নিজের সন্তানকে হত্যা করতে পারে।

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুস্থ মানুষ এটা করতে পারে? পরকীয়া তো ভদ্র শব্দ। আসলে তো সব ঐ ক্ষণিকের লালসা মাত্র...

৩| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫০

খন্দকার সানাউল ইসলাম তিতাস বলেছেন: যারা হত্যা করেছেন(!) তাদের অতীত বিশ্লেষণ করে দেখা যাবে যে তারা অতীতে কোন অপরাধ করেন(!) নাই, তাই তার বেকসুর খালাস!

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কত উকিল যে কত কিছু বলবে এদের ফাঁসি না দিয়ে যাবজ্জীবন দেয়ার জন্য...

৪| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ২:০৯

ওমেরা বলেছেন: এদের একের পর এক ফাঁসি দিলে, ঢাকাকে ফাঁসির রাজধানী বানালে এই ধরনের অপরাধ অনেক কমে যেত...সত্য কথা।

ধন্যবাদ ।

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মানব জাতি-কে ঠান্ডা করার একমাত্র ওষুধ হলো চরম শাস্তি...

৫| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২৪

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: সব অসুস্থ

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অমানুষদের বেঁচে থাকার অধিকার নেই...

৬| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:০২

কানিজ রিনা বলেছেন: পরকীয়া একটা বিক্ষিপ্ত ঝড় হাওয়ার নাম।
যার প্রভাবে খুন খারাবী থেকে সংশার
পরিজন ছারখার হয়ে যায়। জঘন্য মন
বাসনার নাম পরকীয়া। আমার চোখের
সামনে সব দেখেছি উপলদ্ধি করেছি।
সংশারে এমন জঘন্য অসান্তি আর নাই।
ভাল কিছু উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পরকীয়া করুক, তালাক দেক, সংসার ভাঙ্গুক, ভেগে যাক কিন্তু খুন কেন করতে হবে? তাও আবার নিষ্পাপ শিশু! এটার তো অবশ্যই শাস্তি হওয়া দরকার...

৭| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:

"১. আওয়ামী পন্থীদের কেউ কেউ তাদের নেতাদের আদর্শ বিচ্যুত (যেমন - কাদের সিদ্দিকী) হলে একটা কথা প্রায় সময় বলে, "একজন রাজাকার সবসময় রাজাকার, কিন্তু একজন মুক্তিযোদ্ধা সবসময়ের জন্য মুক্তিযোদ্ধা নন"

-এই বাক্যটি লিখেছিলেন হুমায়ুন আজাদ; তিনি আমার শিক্ষক ছিলেন; উনার যুদ্ধ করার বয়স ছিলো, তিনি মুক্তিযুদ্ধে যাননি; তিনি শুনেছেন, মুক্তিযোদ্ধা ছিল, রাজাকার ছিল; কিন্তু হৃদয় থেকে অনুভব করার ক্ষমতা উনার ছিলো না।

কাদের সিদ্দিকী নামকরা মুক্তিযোদ্ধা ছিলেন, পরে নামকরা দখলদারে পরিণত হয়েছিলেন, উনারা ২ ভাই মিলে টাংগাইলের অর্ধেক দখল করে বসেছিলেন; উনাকে এখন মুক্তিযোদ্ধা বলটা ঠিক হবে না; উনার কথার কোন মুল্য নেই।

০৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আইন প্রয়োগ করে প্রচলিত আইনেই তার শাস্তি নিশ্চিত করা যায়। কিন্তু আপনার কি মনে হয় কোন মুক্তিযোদ্ধা অপরাধে জড়িয়ে পড়লে তার মুক্তিযোদ্ধা বিষয়ক সুবিধা (যেমন - ভাতা, সার্টিফিকেট) ইত্যাদি ফিরিয়ে নেয়া উচিত? সেক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের জন্য নতুন আইন করতে হবে...

৮| ০৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: আইনের শাসন কড়াকড়িভাবে প্রবর্তন করতে পারলে
মানুষ অপরাধ করতে ভয় পাবে । এই কাজটি
যত তারাতারি করা যাবে ততই মঙ্গল ।
সকলকে সচেতন হতে হবে । অপরাধি
যদি জানে অপরাধ করলে পুলিশ
তাদেরকে কপ করে ধরে ফেলবে
তাহলে অপরাধ করার আগে
তারা দুবার ভাববে ।

০৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ২ দিনও লাগেনি পুলিশের এদের ধরতে। তাহলে লাভটা কি হলো? এরাও মনে করেছে পুলিশ ধরতে পারবে না। এখন সব সময় পুলিশ ধরে ফেলে। তারপর বিচার চলতে থাকে ধীর গতিতে। যদি দ্রুত বিচার করে শাস্তি দেয়া যেত তাহলে সমাজে খুন করার আগে মানুষ দুবার চিন্তা করত...ধন্যবাদ...

৯| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪১

নাহিদ০৯ বলেছেন: ইভটিজিং, উত্যক্ত করা কিংবা মানহানির জন্য বড় বড় আইনে মামলা করার একটা প্রক্রিয়া থাকে, নাহলেও অন্ততঃ সাধারন ডায়েরি করার একটা প্রাথমিক স্টেপ তো আছেই। পরকীয়ার মতো এমন একটি মারাত্মক ব্যাধী যার ব্যাপারে বিশ্বের প্রতিটি ধর্মেই শাস্তির বিধান উল্লেখ আছে, এমনকি সর্বোচ্চ শাস্তির বিধান আছে প্রায় ধর্মেই, কিছু কিছু ক্ষেত্রে শাস্তির বিধানগুলো এতটাই মারাত্মক ভাবে বর্ননা করা হয়েছে যাতে করে এটার ব্যাপারে অন্যরা নিরুৎসাহিত হয়। বিস্তারিত পড়তে পারবেন উইকিপিডিয়ার এই আর্টিকেল থেকে। অথচ এই ব্যাপারে আইনগত কোন স্টেপ ই নিতে শুনিনি বা নেওয়ার কথা কোথাও পড়িনি। আমি নিজেও জানিনা এ ব্যাপারে আসলেও কোন আইন বা ব্যবস্থা আছে কি না।

পরকীয়া’র কারন, ক্ষতি, ক্ষতির প্রকৃতি নিয়ে বিস্তারিত ধারাবাহিক লিখা পড়েছিলাম এখানে

০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পরকীয়ার ব্যপা‌রে আইন কর‌তে হ‌লে ইসলামী শাসন লাগ‌বে। কিন্তু খু‌নের বিচার হ‌তে দেরী হ‌বে কেন? স্বীকার করার পরও কেন বিচার বিলম্ব করা হ‌বে?

১০| ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একমত ভাই,
অপরাধীর অপরাধ দ্রুত বিচারকার্য শেষ করে শাস্তির ব্যবস্থা করতে পারলে অপরাধ অনেক কমে যেত।

০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা‌তো সবারই দা‌বি। কিন্তু কেন সি‌স্টেমটা বদলা‌চ্ছে না কেউ?

১১| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

উম্মু আবদুল্লাহ বলেছেন: "পরকীয়া করুক, তালাক দেক, সংসার ভাঙ্গুক, ভেগে যাক কিন্তু খুন কেন করতে হবে? "

পরকীয়া প্রেমে উন্মত্ত হয়ে মানুষ এইসব অপরাধ করে। ফাসি যে হয় না তাতো নয়। মুনীর ইকবাল কতজনের তো ফাসি হল। কিন্তু ক্যান্সারের মূল বীজ পরকীয়া যতদিন থাকবে ততদিন এরকম ঘটনার শেষ নেই।

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফাঁসি খুব কম হয় আমাদের দেশে। আরো বেশী বেশী হতে হবে। একটা বিচার শেষ হতে ১৫/২০ বছর লেগে যায়। এই দীর্ঘসূত্রীতা কমাতে হবে। যত বেশী ফাঁসি তত কম অপরাধ। আর ফাঁসি যত বেশী হবে পরকীয়া, খুন সব কমে যাবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.