নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা জানি,
নির্বাচনী ব্যয়(নির্বাচন কমিশন নির্ধারিত) - ১০ লক্ষ টাকা
ধরি,
নির্বাচনী জামানত - ৫ লক্ষ টাকা টাকা
নির্বাচনী ব্যয়(প্রকাশ্য ও অপ্রকাশ্য) - ২০ লক্ষ টাকা
মোট খরচ - ২৫ লক্ষ টাকা
৪(চার) জনের মোট খরচ - ১ কোটি টাকা
ধরি,
কাদের সিদ্দিকী - জামানত হারাবেন না
বি চৌধুরী - জামানত হারাবেন
আসম রব - জামানত হারাবেন
মাহমুদুর রহমান মান্না - জামানত হারাবেন
তাহলে তেনারা নির্বাচনে দাঁড়ালে ৯৫ লক্ষ টাকা খরচ হবে আর নির্বাচনে না দাঁড়ালে নিশ্চিত ৮০ লক্ষ টাকার মত বেঁচে যাবে!
৮০ লক্ষ টাকা দিয়ে অনেকের অনেক উপকার করা যায় যেটা উনাদের 'ছিনাল' রাজনীতি দিয়ে করা যাবে না...
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজনীতি করলে (বিশেষ করে বাংলাদেশের মত গণতন্ত্র থাকলে) এনাদের লজ্জাহীনতাও বেড়ে যায়। মাত্র সপ্তাহ খানেক হলো এনাদের জুনিয়র একজন মেয়র মারা গেলেন আর এনারা এখনো সরকারে যাওয়ার আশা করেন...
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: রাজনীতিতে পরিবর্তন আনার সামান্য চেষ্টা হয়তো...
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এনারা বাতিল মাল। বাংলাদেশে দুই দল ছাড়া কিছু হবে না আপাতত...
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪০
চাঁদগাজী বলেছেন:
ইনারা যা করেছেন, সেটাকে আধুনিক পৃথিবীতে সর্বাধিক লিলিপুটিয়ান রাজনীতি বলা যেতে পারে।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আফসোস। ইনারা মানুষের পালস বুঝেন না। লিলিপুটিয়ান মগজ...
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: ফলাফল শূন্য।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তার চাইতে টাকাগুলো ভালো কোন কাজে লাগানো যায়...
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: কঠিন হিসাব রে ভাই
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাদা মনের সোজা হিসাব। এনাদের টাকাগুলো খামাখা খরচ হবে। খালেদা জিয়াই কিছু করতে পারছে না, আর এনারা...
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইনারা ছিপ ফেলেছেন, কোন বড় দল যদি গিলে !!!
০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই নীতি লইয়া রাজনীতি? শেম শেম...
৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩
ফয়েজ উল্লাহ রবি বলেছেন:
যাহাই বলেন না কেন
ফলাফল শূন্য
তিনারা ছাড়াও এহেন নেতা বহুত !
অযথায় জ্বালাতে আহে ।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অন্যরা তো দুই নারীর আঁচলের নীচে আছে। এনারা তো বড় মানুষ। নাম দিয়েছে আবার যুক্তফ্রন্ট...
৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১০
শিখণ্ডী বলেছেন: অনেক দিন আগে হরলিক্সের একটা বিজ্ঞাপনে বিভিন্ন জনকে প্রশ্ন করা হত আপনি কেন হরলিক্স খান, একেক জন একেক রকম উত্তর দিত আর একটি শিশু বলত--আমি তো এমনি এমনি খাই। আমাদের এই শিশুরা এমনি এমনি ভোট করে ভাল লাগল আপনার উপলব্ধি। এই বিষয়ে আমার একটি লেখা আছে গোল্লা+গুল্লি+গুল্লা=ঘোড়ার ডিম
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইশ! এত্তগুলো টাকা এমনি এমনি পানিতে যাবে...
৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯
কালীদাস বলেছেন: আপনাদের মনে রসকস কম মিয়া। মখা আলমগীর চুপ হয়ে যাওয়ায় দেশের রাজনীতিতে অনেকদিন বিনোদন আসে না, এনারা শূণ্যস্হান পূরণে সচেষ্ট হয়েছেন।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কামাল হোসেন মনে হয় বুঝে গেছে ব্যপারটা...
১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০০
টেকনাফ টু তেতুলিয়া বলেছেন:
চারজন নতুন নাটক করলে কি আর হবে, পুরাতন গো নাকট ই তো থামানো যাইতেছেনা, আমরা হলাম Modern slaves
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পুরানাগুলারে হঠাইতে পারতেছিনা বইলাইতো এগুলারে দেইখা রাগ লাগে...
১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯
ধ্রুবক আলো বলেছেন: আপনার মত কেউ এরকম ভাবে না, অন্তত রাজনীতিবিদেরা তো ভাবেই না।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুঃখ লাগে এতগুলো বছরে তেনারা কী রাজনীতি শিখল...
১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৬
আবু তালেব শেখ বলেছেন: ক্ষমতার লোভ মরা মানুষকেও জ্যান্ত বানিয়ে দ্যায়
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অবাক হতে হয় এনাদের কান্ড দেখলে...
১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাহলে আমরা ব্লগাররা মিলে একটা পার্টি খুললে খারাপ কি!
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তখন দেখা যাবে আমাদের মধ্যেও ক্যাচাল শুরু হয়ে গিয়েছে। এমনিতেই ব্লগে ক্যাচাল লেগেই আছে...
১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাও ঠিক। তখন অনেকেই হয়ত বলবে বিচার মানি কিন্তু তালগাছটা আমারই।
১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: খিক্জ। এর আগে বি চৌধুরী আর অলি আহমদ এক হয়েও বেশীদিন টিকতে পারেননি...
১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কালিদাস বলেছেন: মখা আলমগীর চুপ হয়ে যাওয়ায় দেশের রাজনীতিতে অনেকদিন বিনোদন আসে না, এনারা শূণ্যস্হান পূরণে সচেষ্ট হয়েছেন। সহমত|
বর্তমানে দুই বৃহৎ রাজনৈতিক দলের ভবিষ্যৎ কর্ণধারদুজন সহ কয়েকটি ক্লাউন নানান সময় ক্যারিকেচার করে মখার পর্যায়ে যাওয়ার চেষ্টা করে তবে তারা কখনই মখার অভাব পূরণ করতে পারবে না | সুতরাং..........
১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মখা তো মন্ত্রী/এমপি হইতে পারছে। এরা তো খালি এদিক ওদিক ঘুরবে ..তিন নম্বর বাচ্চার মত...
১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১১
প্রামানিক বলেছেন: হিসাব নিকাস মন্দ না
১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তেনারা যদি বুঝতেন...
১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৫
সাইন বোর্ড বলেছেন: ঝোপ এখনো তৈরী হয়নি, তাই কোপ মারা যাচ্ছে না...
১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেষ মেষ যে কোন এক নারীর কাছেই যেতে হবে...
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মানুষ বুড়ো হলে তার জ্ঞান বুদ্ধি কমে যায়, কিন্তু লোভ লালসা বেড়ে যায় (ব্যতিক্রম আছে)।