নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. 'রাজনীতি' শব্দটা কোট করেছি নেগেটিভ অর্থে। তিনি এর আগেও কয়েকবার অসুস্থ হয়েছিলেন। প্রতিবার অসুস্থতা থেকে ফেরত এসে আবার 'রাজনীতি' করেছেন। তেনার 'রাজনীতি' কী? বন্দর এর ডক শ্রমিকদের মধ্যে গ্রুপিং, সিটি কলেজ, কমার্স কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রলীগের মধ্যে গ্রুপিং, নির্বাচিত মেয়রদের বিরুদ্ধে অভিযোগ করা, নিজের লোকদের দিয়ে প্রশাসন, বন্দরে প্রভাব বিস্তার করা, দুই সরকারের আমলেই চট্টগ্রামের বিভিন্ন উন্নয়নে বাধার সৃষ্টি করা, ব্লা ব্লা ব্লা।
২. উনার গ্রুপিং-এর কারণে কত ছাত্র প্রাণ দিল তার হিসাব নেই। উনার গ্রুপিং এর কারণে কত এমপি, ব্যবসায়ী লাঞ্চিত হলো তার হিসাব নেই। মেইনস্ট্রিম মিডিয়া তে উনি চট্টগ্রামের হিরো। চট্টগ্রাম আওয়ামী লীগের অভিভাবক। উনার স্বৈরাচারিতার কারণে নতুন নেতা বের হতে পারেনি। উনার স্ত্রীকে মহিলা আওয়ামী লীগের সভাপতি আর ছেলেকে কেন্দ্রীয় কমিটিতে স্থান পাইয়ে দিয়েছেন জীবিত থাকতে। এবার এই রাজপুত্র তার পিতার মত আবারও বন্দর, সিটি কলেজ, কমার্স কলেজে গ্রুপিং, ফ্যাসাদ জারি রাখবে।
৩. তিন বার মেয়র হওয়ার পর উনি যখন ৪র্থ বার হেরে গিয়েছিলেন তখনই উনার উচিত ছিল রাজনীতি থেকে অবসর নেওয়া। ততদিনে রাজনীতিতে দেয়ার মত কিছুই ছিল না তার। কিন্তু তবুও তিনি থেমে থাকেননি। সর্বশেষ নিজ দলের নির্বাচিত মেয়র আজম নাসিরকে খুনী বলে আলোচনায় আসেন। কিছুদিন পরেই আবার সেই খুনীকে জড়িয়ে ধরেন। এসব কোন ভালো রাজনীতি নয়। এসব রাজনীতি চট্টগ্রাম বাসীর কোন উপকারে আসে না। উনি ১৫ বছর যে বাজে অবস্থায় রেখে গিয়েছিলেন সিসিসি-কে তা থেকে বের হয়ে আসতে এখনো বেগ পেতে হচ্ছে বলে পরবর্তী দুই মেয়র স্বীকার করেছেন।
৪. সবার শেষ আছে। হাজী সেলিম, জয়নাল হাজারি, সাদেক হোসেন রা অঘোষিত ভাবে অবসরে আছেন। এ বি এম মহিউদ্দিনের মৃত্যুতে আশা করি অন্য সিনিয়র নেতারা স্বৈরাচারি মনোভাব ছেড়ে দিয়ে নতুনে নেতৃত্বের কাছে জায়গা ছেড়ে দিবেন। আল্লাহ মহিউদ্দিন চৌধুরীকে জান্নাতবাসী করুক...
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিন্তু কতক্ষণ? উনি তো ৮০-তেও যেতে পারলেন না। লাভ হলো কি? সেই তো যেতে হলো মাটির নীচে...
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৭
মরুচারী বেদুঈন বলেছেন: হয়তোবা লাইন ক্লিয়ার ভেবে আরো জোরেশোরে অপরাধ কার্য চালানো হবে..।
দেখা যাক কি হয়!
সুবুদ্ধির উদ্রেকতো হতেও পারে!
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পরের নির্বাচনেই দেখবেন আজম নাসিরের সাথে কি হয় নওফেলের। কুরাজনীতি অব্যাহত থাকবে...
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪০
চাঁদগাজী বলেছেন:
চট্টগ্রাম বন্দর তিন মাফিয়ার হাতে বন্দী ছিল, একজনের তিরোধান ঘটেছে; এরা চট্টগ্রাম বন্দরের উন্নয়ন বন্ধ করে রেখেছিল, উহাকে মাফিয়া ও চোরাকারবারীতে বন্দরে পরিণত করেছিল।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বোগাস সাংবাদিকরা তেনার বন্দর অচলের কর্মসূচীকে চট্টগ্রামের আন্দোলন বলে চালিয়ে দেয়...
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪০
চাঁদগাজী বলেছেন:
উনার চশমাহিলের বাড়ীটি সরকার নিয়ে নিলে ন্যায় বিচার হবে
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব বললে চট্টগ্রামে আগুন জ্বলবে...
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৩
খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন।
তবে এত কিছুর পরেও ওনার জনপ্রিয়তা এতটা আকাশচুম্বী কেমন করে ছিল, বিশেষ করে ওনার পীক টাইমে?
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাধারণ মানুষ রাজনীতি করে না। আপনি জানেন, বাংলাদেশের রাজনীতির সব কিছু গুটি কয়েক নেতা,কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ। তারাই লুটপাট করে, তারাই উন্নয়ন করে, তারাই মিডিয়া নিয়ন্ত্রণ করে। কেউ বিরুদ্ধাচারণ করলে তাকে হেনস্তা হতে হয়, খুন হতে হয়। বর্তমান প্রধানমন্ত্রীও মিডিয়ার কারণে মনে হয় অনেক জনপ্রিয়। কিন্তু বাস্তবে কি তাই?
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৮
চাঁদগাজী বলেছেন:
তিনি হাজার হাজার বেকারকে পালতেন চাঁদাবাজির টাকায়, পরে এরা নগরেরর ভুমি দখল করে সবাই কোটীপতি হয়েছে; ফলে শিষ্যের অভাব নেই।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিলবোর্ড ব্যবসা, অপরিকল্পিত মার্কেট, কলেজ করে অনেক টাকা কামাইছেন। বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয়(প্রিমিয়ার ইউনিভার্সিটি) যেখানে নীচতলায় একটা ফিলিং স্টেশন তেনার উদ্যোগেই করা...
৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৮
খোরশেদ আলম,পানছড়ি বলেছেন: ওনার মৃত্যুতে কোন কিছুরই পরিবর্তন হবে না। একজনের স্থলাভিষিক্তি হয়ে অন্য জন একই কাজ করবে। এক ব্যাক্তির কাজ অন্য একজন করবে বা এক পরিবারের কাজ অন্য পরিবার করবে। বাংলাদেশের রাজনীতিতে শুধু নেতা পাল্টায় নীতি পাল্টায় না। আশায় গুড়েবালি।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যতদিন পর্যন্ত দুই পরিবার রাজনীতিতে থাকবে। ততদিন পর্যন্ত জেলা পর্যায়েও পরিবারতন্ত্র বন্ধ করা যাবে না...
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩২
আবু তালেব শেখ বলেছেন: চোখ বুঝলে তো দুনিয়ার সবই অর্থহীন তাহলে ক্ষমতা নিয়ে এতো লাফালাফি করে কেন মানব সম্প্রদায়? ???
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এইটা যদি রাজনীতিবিদরা বুঝতো তাহলে এই দেশটার যে কী উন্নতি হইতো ভাবাই যায় না...
৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০
আনু মোল্লাহ বলেছেন: আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করুন।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিন...
১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৬
সাইন বোর্ড বলেছেন: এই সমস্ত নেতারাই বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছে এবং করছে,..
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এনাদের দোষ দিয়ে লাভ কী? এনাদের তো লাই দিয়েছে দুই নেত্রী। কখনো সঠিক গণতন্ত্র চর্চা করেননি দলের মধ্যে...
১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৮
প্রামানিক বলেছেন: আমি তার মাগফেরাত কামনা করি।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভুল ত্রুটি নিয়েই মানুষ। আল্লাহ তাঁকে মাফ করুক। আমিন...
১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মরার পর সবাই 'ভাল মানুষ'।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কী আর করা!? এখন তো ভুল ত্রুটির উর্ধ্বে...
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সবাই চায় ক্ষমতা কুক্ষিগত করতে। দুনিয়া চলে যাক! কিন্তু ক্ষমতার ভাগ দিতে কাউকে রাজি নয়।