নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

ব্লগ দিবসে সেরা ব্লগার চাঁদগাজী\'র সেন্স অফ হিউমার সমগ্র...

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

চাঁদগাজী নিয়ে নতুন করে কিছু বলার নেই। দীর্ঘদিন পশ্চিমে থাকার কারণে পশ্চিমাদের মতই তাঁর অসাধারণ সেন্স অফ হিউমার। যদিও নতুন ব্লগারদের হজম করতে একটু সময় লাগে। তবে এসব হিউমার পশ্চিমা দেশগুলোতে নিয়মিত ব্যপার।

আমি এখানে উনার ট্রেডমার্ক কমেন্ট লিলিপুট, পিগমী, প্রশ্ন ফাঁস জেনারেশন ইত্যাদি যেগুলো সমালোচনামূলক সেগুলোকে আনিনি। শুধু হাসির মন্তব্যগুলো এনেছি। চলুন দেখি তেনার সেন্স অফ হিউমারের বাংলা ভার্সন - (অন্য ব্লগাররাও শেয়ার করতে পারেন। এটা চলতে থাকবে)...

জনৈক ব্লগারের গাছ কাটা বিষয়ক ব্লগের রিপ্লাই না পেয়ে চাঁদগাজীর দ্বিতীয় কমেন্ট -


জনৈক ব্লগারের রূপকথা বিষয়ক স্বপ্নের পর করা চাঁদগাজীর কমেন্ট -


জনৈক ব্লগারের ট্রেজিক স্মৃতিচারণা/গল্প পড়ার পর...


জনৈক ব্লগারের ব্লগে পড়ার পর করা মন্তব্য -


জনৈক ব্লগারের (রাজীব নূর) শিরোনাম-এর সাথে লেখার মিল খুঁজে না পেয়ে -


ক্যাচাল পোস্ট পড়ার পর -


বিমানের কিছু আজগুবি তথ্য পড়ার পর মন্তব্য -


ব্লগারদের কমেন্ট করার অনীহা প্রসঙ্গে -


সর্বশেষ শিক্ষামন্ত্রীকে নিয়ে -

মন্তব্য ৮৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: শ্রধ্যেয় চাঁদ গাজী দাদার কমেন্ট গুলো একসঙ্গে পড়ার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ। হাসলাম বেশ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এক সময় আমি নিজেই উনার তীর্যক মন্তব্যের শিকার হতাম নিয়মিত। এখন কাটিয়ে উঠেছি...

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শেষ স্ক্রিনশটের প্রশ্নটা আমি করেছিলাম। B-) B-))

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। আপনার প্রশ্নের কারণেই এমন মজার উত্তর পেয়েছি আমরা...

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এরকম মজার পোস্টে এত অল্প কমেন্ট!

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাতে পোস্ট করার কারণে একটু সময় লাগে আমার পোস্ট হিট হতে!!! আমি তো আবার রিফ্রেশ করে আলোচিত ব্লগে রাখার চেষ্টা করি না...

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৩

আহমেদ জী এস বলেছেন: বিচার মানি তালগাছ আমার ,




চাঁদগাজীর মতোই হিউমেরাস পোস্ট । বলার কিছু নেই ।
তবে " চাঁদগাজী হিউমার" ব্লগে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশুমার ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব গুলোকে এক সাথে নিয়ে আসার চেষ্টা করছি...

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৫

শ্রোডিঙ্গার বলেছেন: হা: হা: হা:

আসলেই মজার। :)

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ...

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৬

আবু তালেব শেখ বলেছেন: হালকা বিনোদন পেলাম। বেশ লাগলো

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। চেষ্টা সফল...

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩০

শিখণ্ডী বলেছেন: চাঁদগাজী সাহেবের মন্তব্যগুলি সব সময় উপভোগ করি। তাঁকে শ্রদ্ধা জানাই। তালগাছওয়ালাকে শুভেচ্ছা।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চাঁদগাজীর পোস্ট ও মন্তব্য দুইটাই উপভোগ্য। আপনাকেও শুভেচ্ছা...

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫১

রাবেয়া রাহীম বলেছেন:

এমন রোমানটিক কমেনটে বুঝতে পারি লেখাটা ভালো হয়েছে


আগের কমেনটটি মুছে দিবেন প্লিজ

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিরল ব্যপার...

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৭

আখেনাটেন বলেছেন: গাজী সাহেব মানেই রসের হাঁড়ি। :P



১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা। গুড কালেকশান...

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: উনার মন্তব্য-প্রতিমন্তব্য আমি খুব আগ্রহভরে পড়ি। অনেক মন্তব্য এতো অর্থপূর্ণ ঠেকে যে কপি করে রাখি। অনেকসময় সেসব মন্তব্য হতে অনুপ্রাণিত হয়ে নতুন পোস্টও লিখি।
আর পোস্ট এর কথা তো বলাই বাহুল্য! অনেকসময় দ্বিমত পোষণ করলেও পোস্টগুলোর আবেদন অস্বীকার করার সুযোগ নেই।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। উনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে...

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

নয়ন বিন বাহার বলেছেন: উনার নাম হল চাঁদ।
যুদ্ধ জয় করে গাজী হয়েছেন। =p~
তো একজন যুদ্ধজয়ী বীরের প্রসূত বানী তো সেইরাম হবেই।
অনেক শুভেচ্ছা চাঁদগাজী ভাই।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গুড ওয়ান...

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

মানিজার বলেছেন: চাঁদগাজী কাহুর শত্রুর সংখ্যা দিনে দিনে কমছে মুনে হচ্চে । :-B

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনিও কটু মন্তব্য কমিয়ে এনেছেন বলে...

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

নূর-ই-হাফসা বলেছেন: আরো মন্তব্য দিন ওনার ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা চলতে থাকবে। ব্লগাররাও দিতে থাকবে...

১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: চাঁদগাজীর মন্তব্য কালেকশন।

আপনার লিখার প্রথম লাইনে চাঁদাগাজী<চাঁদগাজী হবে।

ধন্যবাদ।

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। ঠিক করে দিয়েছি...

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

সাহসী সন্তান বলেছেন: আমি নিজেও ব্যক্তিগতভাবে চাঁদগাজীর সেন্স অব হিউমারের ভক্ত। এই বয়সে এসে উনি সুক্ষ্ম রসবোধের মাধ্যমে যেভাবে লেখালেখি চালিয়ে যাচ্ছেন, সেটা সত্যিই আশ্চর্যের। বিশেষ করে মন্তব্যের মাধ্যমে উনার হালকা খোঁচা মারার ব্যাপারটা দারুণ উপভোগ্য... :|

আমার চোখে চাঁদগাজীর এই বছরের সেরা দুইটি মন্তব্য হলঃ-
০১।
সহব্লগার জাহিদ অনিক-এর লেখা "একটি অরাজনৈতিক প্রেম" নামক কবিতায় ৩ নং মন্তব্যের মাধ্যমে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাব তিনি আলোচ্য উক্তিটি প্রদান করেন... ;)

০২।
এই বছরেরই ২৩ শে মে ব্লগের দুইজন নারী ব্লগারের মধ্যে ছবি আঁকা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা চুলোচুলি কান্ড বাঁধে, বোধহয় সেটা আপনার মনে আছে? সেই চুলোচুলি কান্ডকে উপলক্ষ করে ব্লগার রাজীব নূর চাঁদগাজীর লেখা "পদ্মা-সেতু বানায় চীন, চিকিৎসা করে ভারত ও থাইল্যান্ড, দেশ চালায় কে?" নামক পোস্টে ৬ নং মন্তব্যের মাধ্যমে নিজের কৃতিত্ব বর্ননা করতে গেলে চাঁদগাজী তার প্রতিউত্তরে আলোচ্য উক্তিটি প্রদান করেন... ;)

এছাড়াও এই বছরে চাঁদগাজীর লেখা "ঈদে আমাকে একখানা কাপড় কিনে দিও" নামক শিরোনামের পোস্টটা সম্ভবত ব্লগে আমার পড়া একটা সেরা ব্লগ পোস্ট।

চাঁদগাজীর জন্য শুভ কামনা। আপনাকে ধন্যবাদ চাঁদগাজী কথন তুলে আনার জন্য!

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। আপনার কালেকশানের জন্য। উনার প্রায় সব মন্তব্যই সুক্ষ্ম রসবোধযুক্ত...

১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার ধারনা গাজী সাহেব এখন ব্লগের সবচেয়ে জনপ্রিয় ব্লগার।
উনার কমেন্টগুলি বেশ বুদ্ধিদীপ্ত ও উপভোগ্য।
একবার এক কবিতা পড়ে বলেছিলেন, আপনার কবিতার প্রতিটা লাইনে হরমোন!
মায়ানমারের বিরুদ্ধে এক জ্বালাময়ী পোস্টে তিনি মন্তব্য করেছিলেন, আপনি লিখাটি বার্মিজ ভাষায় লিখুন,বার্মিজ সৈন্যরা লাইন দিয়ে এসে আপনার কাছে স্যারেন্ডার করবে।
=p~ =p~

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনার সরস মন্তব্যের সংখ্যা গুনে শেষ করা যাবে না...

১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গাজী আংকেল এর কমেন্ট পাওয়া গেল না দেখি এই পোস্টে।

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিও ভাবছি সেটা। হয়তো এখানে ফানি মন্তব্য করার কিছু নেই উনার পক্ষ থেকে...

১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: লিংক দিয়া আসছি। :P

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খিক্জ। ধন্যবাদ...

১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: উনার বিখ্যাত মন্তব্য হলো সনেট কবি ফরিদ উদ্দিন কে নিয়ে। সেটি ছিল মোটামুটি এই এরকম, 'গেরস্ত কে ফাঁকি দিয়ে কুরবানিরর মঞ্চ থেকে সদ্য পালানো একজন পাঠা এসেছেন ব্লগে জ্ঞান বিতরন করতে। (মনে নেই)।

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা। পরবর্তীতে অবশ্য ফরিদ উদ্দিনের পোস্টে এরকম মন্তব্য আর করেননি...

২০| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: !:#P

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: :)

২১| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:


ম্যান, মনে হচ্ছে, শিকারীর সৌভাগ্য, বাজ পড়েও বক মরে।

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাহাহা। এত দেরী হলো কেন?

২২| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা জেনে, না জেনে অনেক ফানি কথা লিখে ফেলেন, আমি আসলেই অনুপ্রাণিত হয়ে কমেন্ট করি।

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার রসবোধ হলিউড মানের...

২৩| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০২

কলাবাগান১ বলেছেন: সবচেয়ে প্রখর অনুধাবন মুলূক কমেন্ট হল সংসদ কে নিয়ে কেননা কোন বিল উৎথাপন করার মত সাংসদ নাই।

' ফালু, কাদের, হানিফ , আব্বাস, পিন্টু রা সংসদে বসে খানাপিনা করে ........করে ই দিন চলে যায়"

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনার তীর্যক মন্তব্য গুলোও উপভোগ্য...

২৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গাজী আংকেল রকস অল টাইম। B-)

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: we are proud of him...

২৫| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৯

প্রামানিক বলেছেন: চাঁদগাজী ভাইয়ের খোঁচাখুচি কমেন্ট মানেই ব্লগটা চাঙ্গা থাকা।

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একদম ঠিক...

২৬| ২১ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


আমি হিউমার ইত্যাদি ভালোবাসি; কিন্তু আপনার পোষ্টের শিরোনামটা একটু এডিট করুন, প্লীজ, "সেরা" শব্দটি দেয়া সঠিক হয়নি, উহাকে মুছে দেন।

২১ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্লগ পরিসংখ্যান আর একটিভ ব্লগার হিসেবে আপনার ধারে কাছেও কেউ নেই এখন...

২৭| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন:

২৮| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

শাহিন-৯৯ বলেছেন: দ্বিতীয় কমেন্টা আমার লেখায় করা।
আগে উনাকে বিরক্তি মনে হত এখন খুব ভাল লাগে, এরকম দুই-একজন ব্লগার না থাকলে ব্লগ পানসে হয়ে যেত।

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রথম প্রথম উনিও অনেকের বিরাগভাজন হতেন তীর্যক মন্তব্যর কারণে। পরে উনি নিজেও স্বীকার করে এটা কমিয়ে এনেছেন...

২৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: Click This Link


এই পোস্টের প্রথম কমেন্ট টা দেখেন। :)

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধন্যবাদ। দিলাম এইখানে...

৩০| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩২

শায়মা বলেছেন: হা হা ভাইয়া

গাছকাটা ভাইয়া কি আর ফিরেছিলো! খবর নেওয়া হয়েছিলো!!!!নইলে চাঁদগাজীভাইয়ার আশঙ্কা তো সত্যিও হতে পারে ! কে জানে !:(


:P

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনার গাছ কাটার দ্বিতীয় কমেন্ট টা পড়েই আমার ইচ্ছে জাগে উনার কমেন্টগুলো এক সাথে করে একটা পোস্ট দিব...

৩১| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৫

শায়মা বলেছেন: ভাইয়া বিমান ভূপতিত নিয়ে চাঁদগাজী ভাইয়া যা বলেছে তার থেকেও মজার ছিলো পোস্টদাতা ভাইয়ার জবাব।

ভাইয়া বলেছিলো হ্যাঁ আমি চেঁচামেঁচি করে প্যানিক সৃষ্টি করে ভূপতনকে আরও ত্বরান্বিত করতে পারেন বা এমন কিছু। হা হা হা হা

আর আফরোজা সোমা আপুর কমেন্টটা পড়েও আমি হাসতে হাসতে শেষ!

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হ্যাঁ। পোস্টদাতার উত্তরটাও ছিল বুদ্ধিদীপ্ত। তবে উনি চাঁদগাজীর হিউমার ধরতে পেরেছিলেন কিনা জানি না...

৩২| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫

খায়রুল আহসান বলেছেন: আহমেদ জী এস ঠিকই বলেছেন--
"চাঁদগাজী হিউমার"
ব্লগে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশুমার
!
সেন্স অভ হিউমার ছাড়াও, উনি মাঝে মাঝে বেশ রোমান্টিক মন্তব্যও করে থাকেন। ওনার বৈশ্বিক রাজনৈতিক বিশ্লেষণ ক্ষমতা ঈর্ষণীয়।
উনি অল্প ক'টা গল্প লিখেছেন, কিন্তু তাতেই বেশ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। ওনার অনুভূতি খুবই প্রখর।
মোটের উপর, ওনার তীর্যক মন্তব্যে এবং মাঝে মাঝে রূঢ় শব্দচয়নে ওনাকে অনেকে ভুল বুঝলেও, দিন শেষে সবাই বুঝতে পারে, উনি একজন ভাল মনের মানুষ। উনি বাকী জীবনটা অবিরত ব্লগিং উপভোগ করে যান, পাঠকদেরকেও ওনার রসাত্মক মন্তব্য দিয়ে আনন্দ দিয়ে যান, এটাই কামনা করি।
চাঁদগাজীর জন্য অনেক শুভকামনা...

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার সাথে সহমত...

৩৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন:

৩৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন:

৩৫| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন:

৩৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন:

৩৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৮

রুদ্র নাহিদ বলেছেন: সেন্স অফ হিউমার একটা শিল্প। চাঁদগাজী ভাই তো স্বয়ং পিকাসো! B-) =p~

০১ লা মার্চ, ২০১৮ রাত ৩:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনার ধারে কাছে কাউকে এখনো ব্লগে পাইনি...

৩৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৯

টারজান০০০০৭ বলেছেন:

০১ লা মার্চ, ২০১৮ ভোর ৪:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দারুণ হয়েছে...

৩৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: আমি সামুতে নতুন, আমার প্রতিটি পোষ্টে গাজী ভাইয়ের একটা কমেন্ট না পেলে ভাল লাগে না। আমি মাঝে মাঝে ভাবি উনি ঘুমান কোন সময়?

০১ লা মার্চ, ২০১৮ ভোর ৪:০৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি নতুন, পুরাতন সব ব্লগারের জন্যই মন্তব্য করেন। কখনো তীর্যক, কখনো গঠনমূলক...

৪০| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন:

৪১| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন:

৪২| ০৩ রা মে, ২০১৮ রাত ১১:৫৫

গ্রীনলাভার বলেছেন: :D :D :D :D :D :D :D :D

অনেক দেরীতে পড়লাম যদিও। প্রত্যেক ফি বছরে ব্লগে কেউ না কেউ একটিভ থাকে এবং ব্লগ মাতিয়ে রাখে। এখন যেমন চাদগাজী ভাই।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১২:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি আসার পর থেকেই ব্লগ মাতিয়ে চলেছেন...

৪৩| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন:

৪৪| ২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন:

৪৫| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:১০

শাহিন বিন রফিক বলেছেন:




বেশ ভাল নতুন কমেন্টগুলোও সংযুক্ত করছেন। তবে আমার মনে হয় উনি সমাজতান্ত্রিক ব্যাবস্থায় বিশ্বাসী তাই রাজনীতিক সব লেখা এক মূখী (আমার ব্যাক্তিগত মত)

২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলে যে ধারায় বিশ্বাসী হোক না কেন যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তারা দেশ এভাবে চলুক তা চায়নি। তার উপর উনি পশ্চিমে দীর্ঘদিন থাকার কারণে জানেন দেশ না এগুনোর কারণগুলো কী কী...

৪৬| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আরও একজন পোস্টদাতার পোস্ট প্রসবের পর উত্তর না পেয়ে চাঁদগাজীর মন্তব্য -

৪৭| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন:

৪৮| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জনৈক ব্লগার প্রথম পাতায় একাধিক অপ্রয়োজনীয় পোস্ট দেয়ার পর -

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.