নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

ইয়াহু ম্যাসেঞ্জারের মৃত্যু...

১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৯





১. ফেসবুকের প্রায় সব ফিচারই ইয়াহু ম্যাসেঞ্জারের ছিল। গ্রুপ, চ্যাটিং, ভিডিও কলিং, গেমস প্রায় সব ফিচারই ইয়াহু থেকে কপি করা। কিন্তু আজ ইয়াহু কোথায় আর ফেসবুক কোথায়?

২. আমরা যতই বলি, নতুন ভাবে কেউ ব্যবসা করতে পারে না পুরোনো প্রতিষ্ঠিতদের কারণে। আসলে এটা ভুল। এক সময় এমএসএন ম্যাসেঞ্জার, ইয়াহু ম্যাসেঞ্জার, পালটক, আইসিকিউ সহ আরো অনেক চ্যাটিং সফটওয়ার ছিল। কিন্তু আজকে ফেসবুক ম্যাসেঞ্জারের(নামটাই তো ধার করা) কাছে সবাই হারতে হারতে রণে ভঙ্গ দিচ্ছে। যার সর্বশেষ উদাহরণ ইয়াহু ম্যাসেঞ্জার...

৩. ঠিক যেমন সিটিসেলের পরে এসেও গ্রামীণ ফোন শীর্ষে আর সিটিসেল বন্ধ। সেলবাজারের পরে এসেও বিক্রয়.কম শীর্ষে আর সেলবাজার বন্ধ। কিছু দিন পর পরই মনে হয় অনেকের মধ্যে কাউকে কাউকে রাস্তা ছেড়ে দিতে হবে...

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

স্রাঞ্জি সে বলেছেন: ইহা কিন্তু আমগোর প্রেম ঘটিত হতে পারে। :D

১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনলাইন প্রেম, ছবি, ভিডিও আদান প্রদান শুরুই হয়েছিল এটার মাধ্যমে... ;)

২| ১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

রিফাত হোসেন বলেছেন: আমার পুরোনো সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে এই ইয়াহুকেই ব্যবহার করতাম। :(

যুগকে বুঝতে পারাই দায় হয়ে যায় অনেকের।

good bye yahoo...

১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার প্রথম ও কিছুদিন আগ পর্যন্ত যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই ইয়াহু ম্যাসেঞ্জার। ভালোবাসার জন্য এখনও মূল ইমেইল হিসেবে ইয়াহুকেই ব্যবহার করছি...

৩| ১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: এক সময় নতুনের ভিড়ে ফেসবুক ও হারিয়ে যাবে।

১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হয়তো বা। যখন ইয়াহু শুরু করেছিল কেউ ভাবেনি এর পতন হবে। কী ছিল না ইয়াহু পোর্টালে? গেমস, মিউজিক, ফটোস সব সার্ভিস আজ গুগল, ফেসবুক কপি করে ব্যবসা হাতিয়ে নিয়েছে...

৪| ১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা! কত স্মৃতি! কত আবেগ! কত নতুন অভিজ্ঞতার ইতিহাস জড়িয়ে ইয়াহু ম্যাসেঞ্জার!

বাই বাই ইয়াহু ম্যাসেঞ্জার! :((


১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ এক অভূতপূর্ব অভিজ্ঞতা! আমি যে লাইন লিখি, সে লাইন আমার বন্ধু দেখে আবার আমার বন্ধু যে লাইন লিখে আমি দেখি! সাথে সাথেই! আবার মোবাইল/টেলিফোন ছাড়া কথাও বলা যায়!

৫| ১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

তারেক ফাহিম বলেছেন: আমাদের সব কিছুই প্রজন্মের জন্য।
তা হোক যান্ত্রিক কিংবা মানসিক।

১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমম। সময়ের সাথে সাথে পরিবর্তনকে মেনে নিতে হবে...

৬| ১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সাহসী সন্তান বলেছেন: বর্তমান প্রতিযোগিতার যুগে বুদ্ধি কইরা প্রতিষ্টিত না থাকতে পারলে যতবড় কোম্পানিই হোক না কেন, সে মার্কেটে টিকে থাকতে পারবে না এটাই স্বাভাবিক...

১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেটাই তো প্রমাণ হল। গুগলকে নাকি কেনার সুযোগ এসেছিল ইয়াহু'র কাছে। কিন্তু তারা ঐ সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি...

৭| ১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


টেকনোলোজী কঠিন, এখানে ভয়ংকর প্রতিযোগীতা চলছে; সবার নিজস্ব সিক্রেট আছে।

১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মেধাবীরাই মেধাবীদের টক্কর দিচ্ছে। ভোক্তাদেরই সুবিধা তাতে...

৮| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫২

সিগন্যাস বলেছেন: আহা ইয়াহুর ইঞ্জিয়াররা সব প্রাচীন আমলের । তাই তারা বিলুপ্ত হয়ে গেছে । অন্যদিকে ফেসবুকের সবাই অত্যন্ত মেধাবী আর আপটুডেট । তাই তারা টিকে আছে ।

১৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার কাছে প্রাচীন মনে হয়নি ইয়াহুর ইঞ্জিনিয়ারদের। কারণ, তারা সময়ের আগেই সব শুরু করেছিল। তাদের দেখেই ফেসবুকের অগ্রযাত্রা। হয়তো পলিসির কারণে তারা হেরে গিয়েছে...

৯| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ২:৩৮

রাকু হাসান বলেছেন: নতুনের তরে পথ ছেড়ে দাও ..........এটাই নিয়ম

১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটাই নিয়ম...

১০| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: আহারে----

১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার সবচেয়ে প্রিয় একটা সার্ভিস...

১১| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৭

ক্স বলেছেন: ইয়াহু মেসেঞ্জার আইসিইউ তে চলে গেছে ১৪ সালে তাদের পাবলিক চ্যাট রূম বন্ধ করার মাধ্যমে। তখন ইয়াহুর চরম জনপ্রিয় এই সার্ভিসটি কোন কারণ দর্শানো ছাড়াই বন্ধ হয়ে যায়। সেদিন রাগের চোটে আমার পিসি থেকে মেসেঞ্জার ডিলিট করে দেই। এই পাবলিক রূমের বদৌলতে বিভিন্ন মহাদেশে আমার অনেক বন্ধু জুটেছিল, তাদের সবার সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইয়াহু বরাবরই খুব খেয়ালি। যখন যা ইচ্ছে হয়, তাই করতে থাকে - ইউজার কি চায় বা না চায়, তার দিকে কোন খেয়াল নেই। কোন পূর্ব ঘোষণা ছাড়া আচমকা তাঁর পাবলিক চ্যাট রূম বন্ধ করার দিনই মেসেঞ্জার এক পা কবরে দিয়ে রেখেছিল।

১৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পাবলিক রুম ছিল সবচেয়ে আকর্ষণীয়। আমারও অনেক অনলাইন ফ্রেন্ড হয়েছিল এর মাধ্যমে। যদিও ১ জন ছাড়া আর কারো সাথেই আর পরবর্তীতে কন্টিনিউ করা হয়নি। তার পরও পার্সোনাল চ্যাটিং চলছিল। কিন্তু এন্ড্রয়েড আসার পর মোবাইল ভিত্তিক এ্যাপসগুলোর কাছে মার খেয়ে যায় ইয়াহু। তার উপর ফেসবুক একই সাথে সব সুবিধা দেয়া শুরু করে। খুবই খারাপ লাগছে এই সার্ভিসটার জন্য...

১২| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ৩:০১

অন্তরন্তর বলেছেন: ইয়াহু মেসেঞ্জার এখন শুধু স্মৃতি। কত শত স্মৃতি জড়িয়ে আছে তা বলার নয়। যুগের প্রয়োজনে সবই একসময় শেষ হয় আবার নতুন কিছু আসে। আপনার পোস্ট নস্টালজিক করে দিল। শুভ কামনা।

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই ইয়াহু ম্যাসেঞ্জারে চ্যাটিং করতে পারলে মনে হত সামনাসামনি কথা বলছি কারো সাথে। কারো নামের পাশে হলুদ জ্বলে উঠলেই মনটা খুশীতে ভরে উঠত...

১৩| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: এ পৃথিবীটাইআসা যাওয়ার খেলার একটা বৃহৎ ময়দান। কেউ আসছে, কেউ যাচ্ছে। কেউ আসবে, কেউ যাবে।
অন্তরন্তর বলেছেন: ইয়াহু মেসেঞ্জার এখন শুধু স্মৃতি। আমিও তাই বলি।
ক্স এর ১১ নং মন্তব্যের সাথেও একমত।

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা প্রযুক্তির জন্ম ও মৃত্যু দেখে যাওয়াও একটা সৌভাগ্য মনে হয়। অনেক ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.